তোমরা কি ৯ম শ্রেণি দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২৫ রসায়ন এর উত্তর (মানব শরীরে যৌগিক পদার্থের মৌলসমূহের প্রতীক ও পারমাণবিক ভর) সম্পর্কে ধারণা নিতে চাচ্ছো? কিংবা এসাইনমেন্টটি কিভাবে প্রস্তুত করতে হয় সে সম্পর্কে জানতে আগ্রহী? তাহলে বলবো তোমরা ঠিক ওয়েবসাইটে এসেছো। তোমাদের জন্য আজকের আর্টিকেলটিতে রয়েছে ৯ম শ্রেণির দ্বাদশ সপ্তাহের রসায়ন অ্যাসাইনমেন্টের বাছাইকরা উত্তর- মানব শরীরে বিভিন্ন পদার্থ রয়েছে। এমন তিনটি যৌগিক পদার্থে বিদ্যমান মৌলসমূহের প্রতীক ও পারমাণবিক ভর এবং যৌগিক পদার্থসমূহের সংকেত উল্লেখসহ যৌগের আণবিক ভরের হিসাব সংক্রান্ত একটি প্রতিবেদন লিখ।
মূল্যায়নের লক্ষ্যে প্রকাশিত নবম শ্রেণির শিক্ষার্থীদের দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট যথাযথ নিয়ম অনুসরণ করে সম্পন্ন করার পর সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকের নিকট জমা দিবে শিক্ষার্থীরা। শিক্ষকদের মূল্যায়ন করে যথাযথ নিয়ম সংরক্ষণ করবেন। তোমাদের জন্য আজকের আর্টিকেলটিতে রয়েছে ৯ম শ্রেণি দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২৫ রসায়ন এর বাছাইকরা সমাধান– মানব শরীরে বিভিন্ন পদার্থ রয়েছে। এমন তিনটি যৌগিক পদার্থে বিদ্যমান মৌলসমূহের প্রতীক ও পারমাণবিক ভর এবং যৌগিক পদার্থসমূহের সংকেত উল্লেখসহ যৌগের আণবিক ভরের হিসাব সংক্রান্ত একটি প্রতিবেদন।
নবম শ্রেণি ২০২৫ দ্বাদশ সপ্তাহ রসায়ন বিজ্ঞান অ্যাসাইনমেন্ট
অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ:
মানব শরীরে বিভিন্ন পদার্থ রয়েছে। এমন তিনটি যৌগিক পদার্থে বিদ্যমান মৌলসমূহের প্রতীক ও পারমাণবিক ভর এবং যৌগিক পদার্থসমূহের সংকেত উল্লেখসহ যৌগের আণবিক ভরের হিসাব সংক্রান্ত একটি প্রতিবেদন লিখ;
নির্দেশনা:
তিনটি যৌগিক পদার্থের নাম নির্বাচনে প্রয়োজনে শিক্ষকের সহায়তা নিবে। এক্ষেত্রে ওয়েবসাইটও ব্যবহার করতে পারো।
৯ম শ্রেণি ২০২৫ দ্বাদশ সপ্তাহের রসায়ন অ্যাসাইনমেন্টের বাছাইকরা উত্তর
মানব শরীরে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে। যার মধ্যে মৌলিক এবং যৌগিক উভয় পদার্থ বিদ্যমান। যৌগিক পদার্থ গুলির মধ্যে উল্লেখযোগ্য তিনটি পদার্থ হল-
- ১) পানি (H2O) যা মানুষের শরীরের বেশিরভাগ অংশ জুড়ে থাকে।
- ২) কার্বোহাইড্রেট ( সরল উপাদান হিসেবে গ্লুকোজ C6H12O6), মানুষের শরীরে শক্তি উৎপাদনে সহায়তা করে।
- ৩) কার্বন-ডাই-অক্সাইড (CO2) যা মানুষের শরীরে বিপাকীয় প্রক্রিয়ায় উৎপন্ন হয় । এবং নিঃশ্বাসের মাধ্যমে বেরিয়ে যায়।
মানব শরীরে যৌগিক পদার্থের মৌলসমূহের প্রতীক ও পারমাণবিক ভর
নিচে যৌগিক পদার্থের নাম, সংকেত এবং মৌলের প্রতীক,পারমাণবিক ভর ও যৌগের আণবিক ভর হিসাব করা হল :
১/ পানি ( H2O) :
যেখানে দুইটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন পরমাণু বিদ্যমান। মৌলগুলো হলো হাইড্রোজেন, অক্সিজেন।
H2O এর আণবিক ভর = হাইড্রোজেনের পারমাণবিক ভর x 2 + অক্সিজেনের পারমাণবিক ভর
= 1 x 2 + 16
= 18 gm
সুতরাং, পানির আণবিক ভর 18 gm.
২/ কার্বোহাইড্রেট (C6H12O6):
(সরল উপাদান হিসেবে গ্লুকোজ) যেখানে 6 টি কার্বন পরমাণু, 12 টি হাইড্রোজেন পরমাণু এবং 6 টি অক্সিজেন পরমাণু বিদ্যমান। মৌল গুলো হল কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন।
C6H12O6 এর আণবিক ভর = কার্বনের পারমাণবিক ভর x 6 + হাইড্রোজেনের পারমাণবিক ভর x 12+ অক্সিজেনের পারমাণবিক ভর x 6
= 12 x 6+1 x 12 + 16 x 6
= 180 gm
সুতরাং, গ্লুকোজ এর আণবিক ভর 180 গ্রাম l
৩/ কার্বন ডাই অক্সাইড (CO2) :
যেখানে একটি কার্বন পরমাণু , দুইটি অক্সিজেন পরমাণু রয়েছে। মৌল গুলো হল কার্বন এবং অক্সিজেন।
CO2 (কার্বন ডাই অক্সাইড) যৌগটির আণবিক ভর =12.0107 × 1 + 15.994 × 2
= 43.9987 gm
সুতরাং, কার্বন ডাই অক্সাইড এর আণবিক ভর 44 গ্রাম।