প্রতিদিন শিখি

১৫০+ কম্পিউটার বিষয়ক প্রশ্ন ও উত্তর (সকল পরীক্ষার জন্য)

কম্পিউটার বিষয়ক প্রশ্ন ও উত্তর (সকল পরীক্ষার জন্য) একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় গ্রন্থ বা ডকুমেন্ট যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরির ইন্টারভিউ, এবং একাডেমিক পরীক্ষার জন্য অপরিহার্য। বর্তমান যুগে কম্পিউটার জ্ঞান একটি মৌলিক দক্ষতা হিসাবে গণ্য হয়, এবং তাই কম্পিউটার বিষয়ক প্রশ্ন ও উত্তর সম্পর্কে গভীর ধারণা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১) GSM ব্যবহৃত হয় ২১৮টি দেশে

২) GSM 3G এর জন্য প্রযোজ্য

৩) GSM এ বিদ্যুৎ খরচ গড়ে ২ওয়াট

৪) CDMA আবিষ্কার করে Qualcom(১৯৯৫)

৫) রেডিও ওয়েভের ফ্রিকুয়েন্সি রেঞ্জ 10 KHz-1GHz

৬) রেডিও ওয়েভের গতি 24Kbps

৭) CDMA 3G তে পা রাখে ১৯৯৯ সালে

৮) CDMA ডাটা প্রদান করে স্প্রেড স্পেকট্রামে

৯) 1G AMPS চালু করা হয় ১৯৮৩ সালে উত্তর আমেরিকায়

১০) সর্বপ্রথম প্রিপেইড পদ্ধতি চালু হয় 2G তে

১১) MMS ও SMS চালু হয় 2G তে

১২) 3G চালু হয় ১৯৯২ সালে

১৩) 3G এর ব্যান্ডউইথ 2MHz

১৪) 3G Mobile প্রথম ব্যবহার করে জাপানের NTT Docomo (২০০১)

১৫) 4G এর প্রধান বৈশিষ্ট্য IP ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার

১৬) 4G এর গতি 3G এর চেয়ে ৫০ গুণ বেশি

১৭) 4G এর প্রকৃত ব্যান্ডউইথ 10Mbps

১৮) টার্মিনাল দুই ধরনের

১৯) ভৌগলিকভাবে কম্পিউটার নেটওয়ার্ক- ৪ ধরনের

২০) PAN সীমাবদ্ধ ১০ মিটারের মধ্যে

২১) PAN এর ধারণা দেন থমাস জিমারম্যান

২২) LAN সীমাবদ্ধ ১০ কিলোমিটারের মধ্যে

২৩) LAN এ ব্যবহৃত হয় Co-axial Cable

২৪) কেবল টিভি নেটওয়ার্ক- MAN

২৫) NIC=Network Interface Card

২৬) NIC কার্ডের কোডে বিট সংখ্যা-48

২৭) ডেম দুই ধরনের

২৮) Hub হল দুইয়ের অধিক পোর্টযুক্ত রিপিটার

২৯) স্বনামধন্য রাউটার কোম্পানি- Cisco

৩০) ব্রিজ প্রধানত ৩ প্রকার

৩১) নেটওয়ার্কে PC যে বিন্দুতে যুক্ত থাকে, তাকে নোড বলে।

৩২) Office Management-এ ব্যবহৃত হয়- Tree Topology

৩৩) বানিজ্যিকভাবে Cloud Computing শুরু করে- আমাজন (২০০৬)

৩৪) Cloud Computing এর বৈশিষ্ট্য- ৩টি

৩৫) সংখ্যা পদ্ধতিরর প্রতীক- অংক

৩৬) সংখ্যা পদ্ধতি দুই ধরণের

৩৭) Positional সংখ্যা পদ্ধতিরর জন্য প্রয়োজন- 3টি ডাটা১৩৮) সংখ্যাকে পূর্ণাংশ ও ভগ্নাংশে ভাগ করা হয় Radix Point দিয়ে

৩৯) Bit এর পূর্ণরুপ- Binary Digit

৪০) Digital Computerএর মৌলিক একক- Bit

৪১) সরলতম গণনা পদ্ধতি- বাইনারী পদ্ধতি

৪২)  “O” এর লজিক লেভেল : 0 Volt থেকে +0.8 Volt পর্যন্ত

৪৩) “1” এর লজিক লেভেল : +2 Volt থেকে +5 Volt পর্যন্ত

৪৪) Digital Device কাজ করে- Binary মোডে

৪৫) n বিটের মান 2^n টি

৪৬) BCD Code = Binary Coded Decimal Code

৪৭) ASCII=American Standard Code for Information Interchange

৪৮) ASCII উদ্ভাবন করেন- রবার্ট বিমার (১৯৬৫)

৪৯) ASCII কোডে বিট সংখ্যা- ৭টি

৫০) EBCDIC=Extended Binary Coded Decimal Information Code

আরও দেখুনঃ ১০০+ গুরুত্বপূর্ণ কম্পিউটার বিষয়ক প্রশ্ন ও উত্তর

৫১) Unicode উদ্ভাবন করে Apple and Xerox Corporation (1991)

৫২) Unicode বিট সংখ্যা- 2 Byte

৫৩) Unicode এর ১ম 256 টি কোড ASCII কোডের অনুরুপ

৫৪) Unicode এর চিহ্নিত চিহ্ন- ৬৫,৫৩৬টি (2^10)

৫৫) ASCII এর বিট সংখ্যা- 1 Byte

৫৬) বুলিয়ান এলজেবরার প্রবর্তক- জর্জ বুলি(১৮৪৭)

৫৭) বুলিয়ান যোগকে বলে- Logical Addition

৫৮) Dual Principle মেনে চলে- “and” ও “OR”

৫৯) এক বা একাধিক চলক থাকে Logic Function এ

৬০) Logic Function এ চলকের বিভিন্ন মান- Input

৬১) Logic Function এর মান বা ফলাফল- Output

৬২) বুলিয়ান উপপাদ্য প্রমাণ করা যায়- ট্রুথটেবিল দিয়ে

৬৩) Digital Electronic Circuit হলো- Logic Gate

৬৪) মৌলিক Logic Gate – ৩টি (OR, AND, NOT)

৬৫) সার্বজনীন গেইট- ২টি (NAND,NOR)

৬৬) বিশেষ গেইট- X-OR,X-NOR

৬৭) Encoder এ 2^nটি ইনপুট থেকে n টি আউটপুট হয়

৬৮) Decoder এ nটি ইনপুট থেকে 2^nটি আউটপুট দেয়

৬৯) Half Adder এ Sum ও Carry থাকে

৭০) Full Adder এ ১টি Sum ও ২টি Carry থাকে

৭১) একগুচ্ছ ফ্লিপ-ফ্লপ হলো- রেজিস্ট্রার

৭২) Input pulse গুনতে পারে- Counter

৭৩) Web page তৈরি করা হয়- HTML দ্বারা

৭৪) ছবির ফাইল-. jpg/.jpeg/.bmp

৭৫) ভিডিও ফাইল-.mov/.mpeg/mp4

৭৬) অডিও ফাইল- mp3

৭৭) ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করতে ব্যবহৃত হয়-.css

৭৮) বর্তমানে চালু আছে- IPV4

৭৯) IPV4 প্রকাশে প্রয়োজন- 32bit

৮০) IP address এর Alphanumeric address- DNS

৮১) সারাবিশ্বের ডোমেইন নেইম নিয়ন্ত্রণ করে- InterNIC

৮২) জেনেরিক টাইপ ডোমেইন- টপ লেভেল ডোমেইন

৮৩) http = hyper text transfer protocol

৮৪) URL = Uniform Resource Locator

৮৫) HTML আবিষ্কার করেন- টিম বার্নার লী (১৯৯০)

৮৬) HTML তৈরি করে W3C

৮৭) ওয়েব ডিজাইনের মূল কাজ- টেমপ্লেট তৈরি করা

৮৮) প্রোগ্রামিংয়ের ভাষা- ৫স্তর বিশিষ্ট

৮৯) Machine Language(1G)-1945

৯০) Assembly Language(2G)-195

৯১) High Level Language(3G)-1960

৯২) Very High Level Language(4G)-1970

৯৩) Natural Language(5G)-1980

৯৪) লো লেভেল vaSha-1G,2G

৯৫) বিভিন্ন সাংকেতিক এড্রেস থাকে- লেভেলে

৯৬) C Language তৈরি করেন- ডেনিস রিচি (১৯৭০)

৯৭) C++ তৈরি করেন- Bijarne Stroustrup(১৯৮০)

৯৮) Visual Basic শেষবার প্রকাশিত হয়- ১৯৯৮ সালে

৯৯) Java ডিজাইন করে- Sun Micro System

১০০) ALGOL এর উদ্ভাবন ঘটে- ১৯৫৮ সালে

১০১) Fortran তৈরি করেন- জন বাকাস(১৯৫০)

১০২) Python তৈরি করেন- গুইডো ভ্যান রোসাম (১৯৯১)

১০৩) 4G এর ভাষা- Intellect,SQL

১০৪) Pseudo Code- ছদ্ম কোড

১০৫) Visual Programming- Event Driven

১০৬)C Language এসেছে BCPL থেকে

১০৭) Turbo C তৈরি করে- Borland Company

১০৮) C ভাষার দরকারী Header ফাইল- stdio.h

১০৯) C এর অত্যাবশ্যকীয় অংশ- main () Function

১০০) ANSI C ভাষা সমর্থন করে- 4 শ্রেণির ডাটা

১১১) ANCI C তে কী-ওয়ার্ড- 47 টি

১১২) ANSI C++ এ কী-ওয়ার্ড- 63 টি

১১৩) ডাটাবেজের ভিত্তি- ফিল্ড

১১৪) Database Modelএর ধারণা দেন- E.F.Codd (১৯৭০)

১১৫) সবচেয়ে জনপ্রিয় Query- Selec Query

১১৬) SQL = Structured Query Language

১১৭) SQL তৈরি করে- IBM(১৯৭৪)

১১৮) ERP = Enterprise Resource Planning

১১৯) বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়- ২১ মে, ২০০৬

১২০) MIS = Management Information System

১২১) ভুয়া মেইল জমার স্থান- Spam

১২২) CD= Compact Disk

১২৩) MS Excel হলো Spreadsheet Software

১২৪) বাংলাদেশে ইন্টারনেট চালু হয়- ১৯৯৬ সালে

১২৫) বিশ্বের প্রথম কম্পিউটার- ENIAC

১২৬) ল্যাপটপ প্রথম বাজারে আসে-১৯৮১ সালে

১২৭) ROM=Read Only Memory

১২৮) বর্তমান প্রজন্ম- 4G

১২৯) টুইটারের জনক- জ্যাক ডরসি

১৩০) MODEM এ আছে – Modulator + Demodulator

১৩১) UNIX হলো Operating System

১৩২) CPU= Central Processing Unit

১৩৩) IC দিয়ে তৈরি প্রথম কম্পিউটার- IBM360

১৩৪) ডিজিটাল কম্পিউটারের সূক্ষতা ১০০%

১৩৫) ১ম প্রোগ্রামার- লেডি অগাস্টা

১৩৬) ১ম প্রোগ্রামিং ভাষা-ADA

১৩৭) কম্পিউটারে দেয়া অপ্রয়োজনীয় তথ্য-গিবারিশ

১৩৮) কম্পিউটার ভাইরাস আসে-১৯৫০ সালে

১৪০) কম্পিউটার ভাইরাস নাম দেন-ফ্রেড কোহেন

১৪১) Mother of All Virus-CIH

১৪২) VIRUS=Vital Information Resources Under Seize

১৪৩) প্রোগ্রাম রচনার সবচেয়ে কঠিন ভাষা- মেশিন ভাষা

১৪৪) NORTON-একটি এন্টিভাইরাস

১৪৫) মুরাতা বয়-জাপানি রোবট

১৪৬) 1nm=10^(-9) m

১৪৭) স্বর্ণের পরমাণুর আকার- 0.3nm

১৪৮) আইসোক্রোনাস ট্রান্সমিশনে সময় লাগে শূন্য সেকেন্ড

১৪৯) অপটিক্যাল ফাইবারের কোর ডায়ামিটার- ৮-১০ মাইক্রন

১৫০) ১ম Wireless ব্যবহার করেন-Guglielimo Marconi(1901)

১৫১) ASCII-7 কোডের প্রথম 3bitকে জোন এবং শেষ 4bitকে সংখ্যাসূচক বলে

১৫২) ASCII সারণি মতে,
0-3 & 127 = Control Character
32-64 = Special Character
65-96 = Capital Letters & Some Signs                                                                      97-127 = Small Letters & Some Signs

১৫৩) EBCDIC কোডে- 0-9 = 1111 A-Z = 1100,1101,1110 Special Signs = 0100,0101,0110,0111

১৫৪) EBCDIC কোডে ২৫৬টি বর্ণ,চিহ্ন ও সংখ্যা আছে

১৫৫) EBCDIC কোড ব্যবহৃত হয়- IBM Mainframe Computer ও Mini Computer- এ।

১৫৬) Unicode উন্নত করে-Unicode Consortium

১৫৭) ফাইবার অপটিক ক্যাবল তৈরিতে ব্যবহৃত অন্তরক পদার্থ- সিলিকন ডাই অক্সাইড ও Muli Component Glass (Soda Boro Silicet, NaOH Silicet etc.)

১৫৮) Real Time Application এর Data Transfer এ বেশি ব্যবহৃত হয় Isochronous

১৫৯) Radio Wave এর Data Transmission Speed –24 Kbps

১৬০) Wifi এর দ্রুততম সংস্করণ-IE

কম্পিউটার বিষয়ক প্রশ্ন ও উত্তর (সকল পরীক্ষার জন্য) গ্রন্থ বা ডকুমেন্টটি ছাত্রছাত্রী, পেশাজীবী, এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য একটি মূল্যবান সম্পদ। এটি তাদের প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধিতে এবং বিভিন্ন পরীক্ষায় সফলতা অর্জনে সহায়তা করে। বর্তমান যুগে প্রযুক্তির গুরুত্ব বিবেচনায়, এই গ্রন্থ বা ডকুমেন্টটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং অপরিহার্য।

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.