Home জানা-অজানা আয়াত নামের অর্থ কি? (বাংলা ও ইসলামিক অর্থ জানুন) – Ayat namer...

আয়াত নামের অর্থ কি? (বাংলা ও ইসলামিক অর্থ জানুন) – Ayat namer ortho

0

যে কোন পরিবারে নতুন একটি সন্তান এর আগমন ঘটল তার নাম রাখা সবার প্রথমে চলে আসে। যদি আপনার পরিবারের কোন ছেলে সন্তান হয় আর তার নাম যদি রাখতে চান। অথবা আপনার আত্মীয় স্বজনের কাছে ছেলে সন্তান হয় তার নাম যদি রাখতে চান আয়াত। কিন্তু হয়তো আপনারা জানেন না যে আয়াত নামটা একটি ইসলামিক নাম কিনা? অথবা হতে পারে যে আপনারা আয়াত নামের অর্থ জানেন না।

আর এই কারণে হয়তো আয়াত নামটি রাখতে চাইছেন অথবা চাইছেন না এমন একটি পর্যায়ে পড়ে গেছেন। যদি আপনি জানতে চান আয়াত নামটির অর্থ ও আয়াত নামটি ইসলামিক নাকি ইসলামিক না। তাহলে আজকের এই আর্টিকেলটি মূলত আপনার জন্যই আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আপনি জানতে পারবেন আয়াত নামের অর্থ কি? এই নামটি ইসলামিক নাম কিনা।

এইসব ব্যাপার গুলো জানার কারণ আমাদের মুসলিম পরিবার গুলোর মধ্যে ইসলামিক নাম রাখা খুবই প্রয়োজন। কেননা ইসলামিক নাম গুলো খুবই সুন্দর এবং অর্থবহুল হয়। আর তাই অনেকেই মুসলিম ইসলামিক নাম খুঁজে থাকেন। যদিও কেউ কোন ইসলামিক নাম খুঁজে পান তাহলে তার অর্থ অবশ্যই হয়তো জানেন না। তো চলুন জেনে নেয়া যাক আয়াত নামের অর্থ কি ও আয়াত নামটি ইসলামিক নাকি ইসলামিক নাম না।

আয়াত কি ইসলামিক নাম?

আয়াত নামটি আরবি শব্দ থেকে আগত। আমরা অনেকে হয়তো বিভিন্ন সূরা পাঠ করে নামায আদায় করে থাকি। প্রত্যেকটা সুরায় কিন্তু আয়াত রয়েছে। এতে হয়তো আপনি বুঝতে পেরেছেন যে আয়াত নামটি একটি ইসলামিক নাম। আয়াত একটি ইসলামিক নাম হওয়ায় আয়াত নামটি শুধুমাত্র মুসলিম ছেলেরা সবচেয়ে বেশি রাখে। মুসলিম দেশ গুলোতে আয়াত নাম রাখার সবার শীর্ষে পাকিস্তান, বাংলাদেশ ও ভারত। এসব দেশ গুলোতে প্রচুর পরিমাণে মুসলিম ছেলেদের নাম আয়াত রাখা হয়।

আয়াত নামের অর্থ কি?

আয়াত একটি ইসলামিক পারিভাষিক নাম। তবে আয়াত শব্দটি একটি ফারসি শব্দ থেকে এসেছে। শব্দের অর্থ হলো। আরও সহজভাবে বলা গেলে বলা যায় যে আয়াত নামের অর্থ হলো আল্লাহর মহত্ত্ব চিহ্ন বা কুরআনের আয়াত সমূহ। আয়াত একটি আরবি শব্দ আয়াত নামের বাংলা অর্থ হল চিহ্ন।

আরও দেখুনঃ আয়ান নামের অর্থ কি? (বাংলা ও ইসলামিক অর্থ জানুন)

আয়াত নামটি ছেলে নাকি মেয়েদের নাম?

আয়াত এমন একটি নাম যে নামটি ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই প্রযোজ্য হয়। যদি আপনার কোন ছেলে সন্তানের নাম আয়াত রাখতে চান তাহলে রাখতে পারেন। আবার এমন অনেক মেয়েদের নাম ও আয়াত রয়েছে। যদি আপনার মেয়ের নাম বা আপনার পরিবারের অথবা আত্মীয় স্বজনের কারো কোনো মেয়ের নাম যদি রাখতে চান তাহলে আয়াত নামটি রাখতে পারেন

এটি খুবই সুন্দর একটি নাম। আয়াত ছেলে ও মেয়ে সবার জন্যই রাখা যেতে পারে। তবে এই বিষয় গুলোর মধ্যে আয়াত নামটি ছেলেদের জন্যই বেশি রাখা হয়ে থাকে। কিন্তু মেয়েদের ও অনেক নাম আয়াত রাখা হয়। তাই বলা যায় যে, আয়াত নামটি ছেলে ও মেয়ের জন্য রাখা যেতে পারে।

বিশ্বের বিভিন্ন ভাষায় আয়াত নামের বানান

বিশ্বের প্রতিটা মুসলিম দেশের ভাষা কিন্তু আলাদা আর আলাদা হওয়ার কারণে তাদের নামের বানান লেখা হয় ও আলাদা আলাদা বিভিন্ন ভাষায় মুসলিম দেশ গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় কয়েকটি ভাষায় আয়াত নামের বানান গুলো জেনে নেওয়া যাক। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো; আয়াত নামের ইংরেজি বানান হলো (Ayat), আয়াত নামের উর্দু বানানো হলো ( آیات), আয়াত নামের হিন্দি বানান হলো (वर्सेज), আয়াত নামের আরবি বানান হল ( آيات)।

যেসব দেশে আয়াত নামটি জনপ্রিয়

বাংলাদেশ ভারত পাকিস্তানের সবচেয়ে বেশি ছেলেদের নাম আয়াত রাখা হয়। এছাড়াও সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, ইরাক, ইরান ও তুরস্কের অনেক মুসলিম ছেলেদের নাম আয়াত রাখা হয়। আপনিও আপনার ছেলে সন্তানের নাম আয়াত রাখতে পারেন। আয়াত নামটি কিন্তু খুবই সুন্দর একটি নাম।