অনেক নতুন নগদ ব্যবহারকারীরা সবচেয়ে বেশি যে কমেন্ট করে সেটা হল নগদ একাউন্ট দেখার নিয়ম অথবা নগদ একাউন্ট কিভাবে দেখবো এই প্রশ্ন দুটি সবচেয়ে বেশি নতুন নগদ ইউজাররা করে থাকে। যদি আপনি এই দুটি সমস্যা সমাধান করতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি মনোযোগ সরকারের শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন।
যাতে করে আপনি জানতে ও বুঝতে পারেন যে, নগদ একাউন্ট দেখার নিয়ম কি! অথবা আপনি যেন আর বলতে না পারেন যে, নগদ একাউন্ট কিভাবে দেখবো! যদি আপনি পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েন তাহলেই হয়তো নগদ একাউন্ট দেখার নিয়ম কি সম্পর্কে জানতে পারবেন।
আর হ্যাঁ এই আর্টিকেলটি মূলত তাদের জন্যই যারা নতুন নগদ ব্যবহার করছেন এছাড়াও যারা নতুন নগদ একাউন্ট ব্যবহার করছেন কিন্তু জানেন না যে কিভাবে নগদ একাউন্ট এর ব্যালেন্স চেক করতে হয় তাদের জন্য আজকের এই আর্টিকেলটি। তাহলে চলুন জেনে নেওয়া যাক নগদ একাউন্ট দেখার নিয়ম কি অথবা নগদ একাউন্ট কিভাবে প্রশ্নের উত্তর সম্পর্কে।
নগদ একাউন্ট টাকা দেখার নিয়ম
যদি আপনি নতুনের নগদ একাউন্ট ব্যবহার করে থাকেন। আর যদি না জানেন যে কিভাবে নগদ একাউন্ট এর টাকা দেখতে হয়। অথবা নগদ একাউন্টে কত টাকা আছে সেটা কিভাবে দেখবেন। তাহলে নগদ একাউন্টের ব্যালেন্স অথবা টাকা দেখার জন্য দুইটি উপায় অবলম্বন করতে পারেন।
নগদ *USSD (ইন্টারনেট ছাড়াই) — 167# ডায়াল করে
আপনি যদি নগদ অ্যাপস ব্যবহার না করে কখনো ব্যালেন্স দেখতে চান। অথবা নগদ একাউন্টে কত টাকা আছে সেটা জানতে চান। তাহলে এই জন্য আপনি নগদ ইউএসএসডি ডায়াল করতে পারে। এজন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনে ডায়াল প্যাডে ডায়াল প্যাড এ গিয়ে আপনাকে টাইপ করতে হবে *167#।
আর হ্যাঁ সবসময় নগদ একাউন্টের মাধ্যমে লেনদেন করতে হলে নগদ ইউএসএসডি ব্যবহার করতে পারেন। যদি আপনি টাকা লেনদেন করতে চান তাহলে এই জন্য আপনাকে নগদ একাউন্টে ইউএসএসডি সবসময় মনে রাখতে হবে। নগদ একাউন্টের ইউএসএসডি কোড হল *167#।
নগদ একাউন্টের ব্যালেন্স দেখতে চাইলে প্রথমে আপনাকে ডায়াল প্যাডে ডায়াল করতে হবে *167#।
এর পরে আপনি সেখানে অনেক গুলো মেনু দেখতে পাবেন। যেহেতু আপনি নগদ একাউন্টের ব্যালেন্স দেখবেন তাই আপনাকে My Nagad লেখা অপশনটিতে ঢোকার জন্য (7) লিখে রিপ্লাই করতে হবে।
এরপরে (7) লিখে রিপ্লাই করার পর আপনার সামনে ব্যালান্স ইনকোয়ারি Balance Enquiry নামক একটি অপশন আসবে। এই অপশনটি তে প্রবেশ করার জন্য আপনাকে (1) লিখে রিপ্লাই করতে হবে। 1 লিখে রিপ্লাই করার পর আপনার নগদ একাউন্টের 4 ডিজিটের পিন ভেরিফাই করতে হবে। এজন্য এখানে আপনার চার ডিজিটের পিন লিখে রিপ্লাই দিবেন।
রিপ্লাই দেওয়ার সাথে সাথেই আপনি দেখতে পাবেন আপনার নগদ একাউন্টে বর্তমানে কত টাকা রয়েছে। এভাবে খুব সহজেই ডায়াল প্যাড এর সাহায্যে নগদ একাউন্টে ইউএসএসডি ডায়াল করে ব্যালেন্স চেক করতে পারবেন।
কী করবেন:
-
আপনার ফোনে
*167#ডায়াল করুন। -
মেন্যু থেকে “My Nagad” সিলেক্ট করুন।
-
Balance Inquiry / Balance অপশনটি নির্বাচন করুন।
-
আপনার ৪-ডিজিট Nagad PIN দিন — স্ক্রিনে বা এসএমএসে ব্যালান্স দেখাবে।
আরো দেখুনঃ হ্যাকারদের কবল থেকে স্মার্টফোনটিকে নিরাপদ রাখতে টিপস
Nagad মোবাইল অ্যাপ — সবচেয়ে সহজ ও সম্পূর্ণ পদ্ধতি
যদি আপনি নগদ একাউন্ট ব্যবহার করেন তাহলে নগদ অ্যাপস এর সাহায্যে একেবারে সহজেই টাকা লেনদেন করতে পারবেন। নগদ অ্যাপস এ প্রবেশ করার সাথে সাথেই একেবারে উপরে আপনি দেখতে পাবেন Tap Banalace এ ক্লিক করে নগদ একাউন্টে কত টাকা রয়েছে।
এছাড়া আপনি খুব সহজেই নগদ অ্যাপ ব্যবহার করে যে কাউকে সেন্ড মানি করতে পারবেন। আবার ক্যাশ আউট করতে পারবেন। এরকম আরও বিভিন্ন ধরনের ফিচার নগদ অ্যাপসে আছে। আপনি চাইলে নগদ অ্যাপসে খুব সহজ এবং নিরাপদ ভাবে ব্যবহার করে টাকা লেনদেন করতে পারেন।
স্মার্টফোন + Nagad অ্যাপ (Google Play / App Store) + আপনার মোবাইল নম্বর ও PIN।
কী করবেন:
-
Play Store / App Store থেকে Nagad অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করুন।
-
মোবাইল নম্বর দিয়ে লগইন করুন (OTP/PIN দিয়ে যাচাই)।
-
অ্যাপের হোম স্ক্রিনেই আপনার ব্যালান্স দেখাবে; একই জায়গা থেকে ট্রানজেকশন হিস্ট্রি/স্টেটমেন্টও দেখা যায় (Statement)।
পয়েন্টস / সুবিধা: ব্যালান্স, ট্রানজেকশন লিস্ট, মাসিক স্টেটমেন্ট, এক-ক্লিক ব্যালান্স চেক—সবই পাওয়া যায়; ইন্টারনেট দরকার।
এমন অনেক নগদ একাউন্ট ব্যবহারকারী রয়েছে যারা নতুন নগদ অ্যাকাউন্ট ব্যবহার করে। আর তারা হয়তো নতুন হওয়ার কারণে জানে না যে কিভাবে নগদ একাউন্ট দেখতে হবে। আবার অনেকে নগদ একাউন্ট চালু হয়েছে কিনা এটা জানতে পারে না। কিন্তু এখন হয়তো তারা খুব সহজেই জানতে পারবে যে তাদের নগদ একাউন্ট কিভাবে ব্যবহার করতে হবে ।
কাস্টমার কেয়ার / হেল্পলাইন
- ফোন নম্বর:
16167বা09609616167— সমস্যার জন্য কল ও নির্দেশনা নিন। (অফিশিয়াল কনট্যাক্ট পৃষ্ঠা)।
স্টেটমেন্ট (বিস্তারিত লেনদেন)
- হোম-স্ক্রীন থেকে বা মেনু > Statement/Transaction history অপশনে গিয়ে নির্দিষ্ট সময়ের লেনদেন ডাউনলোড/দেখতে পারবেন; অ্যাপ-ভিত্তিক।
অথবা নগদ একাউন্ট চালু হয়েছে কিনা ইত্যাদি। আশা করি আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আপনি জানতে পেরেছেন যে নগদ একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে এর পরও যদি আপনি নগদ একাউন্ট কিভাবে দেখতে হয় এটা না জানেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে আপনার সমস্যাটি জানাতে পারেন।
সমস্যা হলে করণীয় (Troubleshooting)
- USSD কাজ না করলে নেটওয়ার্ক সিগন্যাল দেখুন, ফোন রিস্টার্ট দিন
- অ্যাপ ত্রুটি থাকলে অ্যাপ আপডেট/রিইনস্টল করুন।
- PIN ভুল হলে Nagad PIN Reset অপশন/হেল্পলাইন ব্যবহার করুন—প্রয়োজনে নথি প্রমাণ দেখাতে হতে পারে।
যাতে করে আমরা আপনার সমস্যা অনুযায়ী সমাধান করে দিতে পারি। তাহলে হয়তো আপনি নগদ একাউন্ট কিভাবে দেখতে হয় এটা জানতে পারবেন। সেই সাথে আপনাকে আর নগদ একাউন্ট দেখার উপায় সম্পর্কে জানতে হবে না।