Home Science Assignment

তোমার গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নামগুলো লেখ

আজ তোমাদের গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নাম, গৃহের অভ্যন্তরীণ স্থান এবং সেই স্থানগুলোতে পরিবারের সদস্যরা যে যে কাজ করে সে সম্পর্কে ধারণা দেয়া হবে।

আজকের আলোচনার মূল বিষয়- গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নাম, অভ্যন্তরীণ স্থান এবং সেই স্থানগুলোতে সম্পাদিত কাজ।

গৃহ হল এমন একটা স্থান যেখানে আমরা পরিবার বদ্ধ হয়ে বাস করি। গৃহ আমাদের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম । আমরা আমাদের বিভিন্ন রকম চাহিদা পূরণের জন্য সারাদিন নানা কাজে ব্যস্ত থাকি। কাজের শেষে বিশ্রাম ও আরামের জন্য আমরা গৃহে ফিরে আসি । ফলে আমাদের সব ক্লান্তি দূর হয় ।

গৃহে আমাদের খাদ্য, বস্ত্র ও পোশাক পরিচ্ছদ, শিক্ষা ,স্বাস্থ্য, নিরাপত্তা, বিনোদন, বিভিন্ন শখ ইত্যাদি পূরণ হয় । এখানে সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও সহযোগিতা থাকার ফলে পারিবারিক বন্ধনটা ও মজবুত হয়।

১। তোমার গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নামগুলো লেখ

প্রতিটি মানব শিশুর জীবনের প্রথম পরিবেশ হল গৃহ। আশেপাশের সব কিছু নিয়ে গৃহ পরিবেশের সৃষ্টি হয়। গৃহের ভিতর ও বাইরের সব অংশ নিয়েই গড়ে ওঠে গৃহপরিবেশ।

পরিবারের সদস্যদের সুখ-শান্তি এবং শারীরিক ও মানসিক সুস্থতা নির্ভর করে গৃহ পরিবেশের উপর।

গৃহপরিবেশের অংশগুলোর অন্তর্ভুক্ত হলোঃ

  • বিভিন্ন ঘর বা কক্ষ,
  • ছাদ/চালা,
  • বারান্দা,
  • আঙিনা ইত্যাদি।

আরও দেখুনঃ

২। নিম্নে উল্লেখিত গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে ছকে সাজাও এবং সেই স্থানগুলোতে তোমার পরিবারের সদস্যরা কী কী কাজ করে তা উল্লেখ কর;

শোবার ঘর, ড্রইং রুম, রান্নাঘর, খাওয়ার ঘর, পড়ার ঘর, বাথরুম;

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.