২০২২-১৯ শিক্ষাবর্ষে মিসরে শিক্ষাবৃত্তির মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের তত্তাবধানে যোগ্য প্রার্থী নির্বাচন করতে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব (বিদ্যালয়) সৈয়দ আলী রেজার সাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বলা হয়েছে, মিসরে স্নাতক শ্রেণিতে বৃত্তির জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে আবেদন চাওয়া হয়েছে। আবেদনকারীদের ১৮ থেকে ২৫ বছর বয়সী হতে হবে। আগ্রহী শিক্ষার্থীদের মিসরীয় উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েব সাইট www.mohe-casm.edu.en আবেদন করতে হবে। নিয়ম মাফিক আবেদন ও অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইন আবেদন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
বৃত্তির ফরম পেতে
আরও বলা হয়েছে, মিসরীয় বৃত্তির আবেদন কার্যক্রম ২২ জুলাই শুরু হয়ে আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে। প্রার্থীর তথ্য বিবরণীসহ তিন সেট আবেদপত্র ও প্রয়োজনীয় সব কাগজপত্র সংযুক্ত করতে হবে।
সংযুক্ত সব ডকুমেন্ট ইংরেজি ভাষায় হতে হবে। আবেদনকারীকে শিক্ষা মন্ত্রণালয়ের hyyp://schoolar.banbcis.gov.bd/egypt/ এই ঠিকানায় প্রাথমিক তথ্য বিবরণী পাঠাতে বলা হয়েছে। দাখিলকৃত প্রাথমিক তথ্য বিবরণী ফরম এবং সংযুক্ত সব ডকুমেন্ট খামের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে সকালে বিকেলে নির্ধারিত সময়ে ২নং প্রবেশ গেটের ৯নং কাউন্টারে জমা দিতে হবে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক যাচাই-বাছাই পরে নির্বাচিদের চূড়ান্ত করতে তাদের আবেদনগুলো মিসরের প্রতিনিধিদের কাছে পাঠানো হবে।