প্রাথমিক শিক্ষক নিয়োগ primary teacher

প্রাথমিকে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি : সাধারণ জ্ঞান

সম্প্রতি শেষ হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ পদে আবেদনের সময়সীমা। এবার পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সম সময় শুরু। লিখিত পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। সে জন্য বিভিন্ন বিষয়ে চর্চার প্রয়োজন সবচেয়ে বেশি। বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞান থেকে ২০টি করে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। আজ সাধারণ জ্ঞান বিষয়ে দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর-

১. বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে?
উত্তর: ২টি।

২. গারো পাহাড় কোন জেলায় অবস্থিত?
উত্তর: ময়মনসিংহ।

৩. নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তর: ফরিদপুর।

৪. ‘রুটির ঝুড়ি’ বলা হয় কোন জেলাকে?
উত্তর: দিনাজপুর।

৫. বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য রাষ্ট্র?
উত্তর: ৩২তম।

৬. বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান ঘোষণা করেছে?
উত্তর: ষাট গম্বুজ মসজিদ।

৭. সুইফট কোডের সংখ্যা কত?
উত্তর: ১০।

৮. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি?
উত্তর: ভুটান।

৯. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে?
উত্তর: সম্রাট আকবর।

১০. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
উত্তর: হামিদুর রহমান।

১১. মালয়েশিয়ার মুদ্রার নাম কী?
উত্তর: রিঙ্গিত।

১২. হিউম্যান প্যাপিলোমা কী?
উত্তর: ভাইরাস।

১৩. ‘নিরাপদ মাতৃত্ব দিবস’ কবে?
উত্তর: ২৮ মে।

১৪. সিসমোগ্রাফ কী?
উত্তর: ভূমিকম্প মাপক যন্ত্র।

১৫. টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেন কে?
উত্তর: ব্রেন্ডন ম্যাককালাম।

১৬. মহাকর্ষীয় তরঙ্গ আবিষ্কারক দীপংকর তালুকদারের নিজ জেলা কোনটি?
উত্তর: বরগুনা।

১৭. বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার অবস্থান কততম?
উত্তর: ৭ম।

১৮. কোন জেলাকে ‘শস্য ভান্ডার’ বলা হয়?
উত্তর: বরিশাল।

১৯. লাল গ্রহ কাকে বলে?
উত্তর: মঙ্গল গ্রহ।

২০. কিসের অভাবে গলগণ্ড রোগ হয়?
উত্তর: আয়োডিন।

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.