আপনি কি এসএসসি রেজাল্ট (SSC result) ২০২৫ এর অপেক্ষায় রয়েছেন? এটি খুবই স্বাভাবিক কারণ পরীক্ষা শেষ হবার পর নির্ধারিত ৬০ দিনও শেষ হতে চলেছে, সাথে পরীক্ষার্থী এবং অভিভাবকদের মনে চিন্তা্র উদ্রেক হচ্ছে। আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা, তারপরই প্রকাশিত হবে সেই কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে কবে প্রকাশ পেতে যাচ্ছে এসএসসি ২০২৫ এর ফলাফল?
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করা হলো এস এস সি ফলাফল প্রকাশের তারিখ। আগামী ১২ই মে ২০২৫ তারিখে প্রকাশিত হবে এই ফলাফল। এই মুহূর্তে শিক্ষার্থী এবং অভিভাবক উভয়েই বেশ উৎকণ্ঠার মধ্যে আছেন, তবে আর কিছুদিন অপেক্ষা না করলেই নয়। যেহেতু এখন অপেক্ষা না করলেই নয় সেহেতু এই সময়ের মধ্যে জেনে নিন যে সবার আগে কিভাবে আপনার ফলাফলটি দেখবেন। এই লেখাটির মাধ্যমে আমরা আপনাকে রেজাল্ট চেক করার বিষয়টি একেবারে পরিস্কার করে দেয়ার চেষ্টা করবো।
এসএসসি রেজাল্ট ২০২৫ ফলাফল প্রকাশ সংক্রান্ত তথ্যঃ
পরীক্ষার নাম | মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি/দাখিল/কারিগরি) |
পরীক্ষার বছর | ২০২৫ |
পরীক্ষা শুরুর তারিখ | ১৫ ফেব্রুয়ারি ২০২৫ |
ফলাফল প্রকাশের তারিখ | ১২ মে ২০২৫ |
ফলাফল প্রকাশের সময় | সকাল ১০টা |
সরকারী ওয়েবসাইট | www.educationboardresults.gov.bd |
কিভাবে ফলাফল দেখবেন | অনলাইন (ওয়েবসাইট), এসএমএস এবং অ্যাপ |
মোট পরীক্ষার্থীর সংখ্যা | ২০,২৪,১৯২ জন |
এসএসসি রেজাল্ট কবে দিবে?
আগেই উল্লেখ করেছি যে ১২ই মে ফলাফল প্রকাশের তারিখ নির্ধারিত হয়েছে। সাধারণত এসএসসি পরীক্ষা শেষ হবার ৬০ দিন পর ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। হিসাবমত ৬০ দিন পরই প্রকাশ পেতে যাচ্ছে এই ফলাফল। এই বছরে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিলো গত ১৫ই ফেব্রুয়ারি যা দেড় মাস ব্যাপী চলমান ছিলো এবং এটি শেষ হয় গত ১২ই মার্চ। পরবর্তীতে ১৩ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত চলে ব্যবহারিক পরীক্ষা, তবে লিখিত পরীক্ষা শেষ হবার পরই মূলত খাতা দেখার কাজ শুরু হয়ে যায়।
অন্যদিকে বহুনির্বাচনী এমসিকিউ প্রশ্নের ওএমআর শিট মূল্যায়ন করা হয়েছে স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে। তত্ত্বীয় অংশের সৃজনশীল প্রশ্নের খাতা ও MCQ প্রশ্নের উত্তরপত্র মূল্যায়ন শেষ হয়েছে কিছুদিন আগেই, ফলাফল প্রায় প্রস্তুত। আপনারা হয়তো অনেকেই জানেন যে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য সম্ভাব্য তিনটি তারিখ নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ পাওয়া জন্য চিঠি পাঠানো হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রীর দেয়া তারিখ বা সময় অনুযায়ীই প্রকাশ করা হয় ফলাফল। তো ইতিমধ্যেই প্রধানমন্ত্রী একটি তারিখ দিয়ে দিয়েছেন এবং সেটি হচ্ছে ১২ই মে ২০২৫ (রবিবার)।
এ বছর ৯টি সাধারণ ও ২টি কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী। এখন তারা সকলেই ফলাফলের প্রত্যাশায় দিন গুনছে।
কিভাবে এসএসসি রেজাল্ট পাবেন (How to Get SSC Results)?
ফলাফল প্রকাশের দিন যতই এগিয়ে আসছে শিক্ষার্থী এবং অভিভাবকরা ততটাই উদ্বিগ্ন হয়ে উঠছেন। রেজাল্ট কি কাঙ্ক্ষিত হবে অথবা কেমন হবে এ বিষয়ে প্রতিনিয়তই তারা ভেবে চলেছেন। এ অবস্থায় একটাই প্রত্যাশা যেন তারা দ্রুততম সময়ের মধ্যে ফলাফল এবং গ্রেড পয়েন্ট পেতে পারেন। আপনি পরীক্ষার্থী হন বা অভিভাবকই হন রেজাল্ট কিভাবে দেখবেন সে ব্যাপারে একটি পরিপূর্ণ ধারণা নিয়ে রাখা আবশ্যক।
ফলাফল ঘোষণার পরই তা ওয়েবসাইট এ পাওয়া যাবে এবং আপনি চাইলে এসএমএস এর মাধ্যমেও তা দেখতে পারেন। রেজাল্ট দেখার একাধিক উপায় জেনে রাখা ভালো কারণ এদিন সবাই রেজাল্ট দেখবে এবং কখনও কখনও ওয়েবসাইট সার্ভার ডাউনও হয়ে যেতে পারে। কাজেই, এসএমএস বা অ্যাপ এর মাধ্যমে রেজাল্ট দেখার উপায় গুলো জেনে রাখতে পারেন। কিভাবে আপনি ফলাফল জানবেন তার একটি বিস্তারিত আলোচনা রয়েছে আর্টিকেল এর পরবর্তী অংশগুলোতে। কিভাবে ssc রেজাল্ট দেখবো বিস্তারিত গাইডলাইন
এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
এসএসসি রেজাল্ট দেখার বেশ কয়েকটি নিয়ম আছে, আপনি যে নিয়মটি সহজভাবে অনুসরণ করতে পারবেন সেটা দিয়েই ফলাফল দেখতে পারেন। যেহেতু ঐদিন একইসাথে প্রায় সকলেই ফলাফল দেখার চেষ্টা করবে সেহেতু অনলাইন বা ওয়েবসাইট এর মাধ্যমে রেজাল্ট দেখা খুব সহজ নাও হতে পারে।
এ ক্ষেত্রে বিকল্প উপায়সমূহ সম্পর্কেও ধারণা রাখা আবশ্যক। বিকল্প উপায় হিসেবে মোবাইল থেকে এসএমএস পাঠিয়েও আপনি ফলাফল জানতে পারবেন। যাইহোক, এ পর্যায়ে আমরা এসএসসি রেজাল্ট দেখার উপায় গুলোকে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করবো।
ওয়েবসাইট এর মাধ্যমে ফলাফল দেখার নিয়ম
আপনার কাছে যদি ইন্টারনেট সংযোগসহ একটি স্মার্টফোন বা কম্পিউটার থাকে তাহলে খুব সহজেই বাড়িতে বসেই দেখতে পারবেন এসএসসির রেজাল্ট। নিচে রেজাল্ট দেখার উপায়টি ধাপে ধাপে দেখানো হলোঃ
- প্রথমেই, আপনার ডিভাইস থেকে একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ বারে শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট educationboardresults.gov.bd তে ভিজিট করুন।
- আপনার সামনে যে পেজ টি আসবে সেখানকার অপশন গুলো লক্ষ্য করুন। প্রথমে Examination অপশন থেকে “SSC/Dakhil/Equivalent” সিলেক্ট করুন।
- এরপর Year অপশন থেকে আপনার পরীক্ষার সাল “2024” নির্বাচন করুন।
- বোর্ড অপশন থেকে আপনার বোর্ডের নামটি খুঁজুন এবং সিলেক্ট করুন।
- এখন Roll এর ঘরে আপনার এসএসসির রোল নম্বরটি সঠিকভাবে বসান।
- এরই নিচের Reg: No এর ঘরে আপনার রেজিস্ট্রেশন নম্বর বসান।
- সর্বশেষ, নিচে থাকা সংখ্যা দুইটি যোগ করে বসিয়ে দিন। এরপর Submit বাটনে ক্লিক করুন।
নিচের ছবিটি লক্ষ্য করুনঃ
SMS এর মাধ্যমে SSC রেজাল্ট দেখার নিয়মঃ
আপনি যদি ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে স্বাচ্ছন্দ্যবোধ না করেন বা আপনার কাছে যদি স্মার্টফোন না থাকে তাহলেও অন্য উপায় রয়েছে। আপনি আপনার ফোন থেকে একটি এসএমএস পাঠিয়েই ফলাফল জানতে পারবেন। তবে এজন্য আপনাকে ধাপে ধাপে কয়েকটি কাজ করতে হবে। আপনাদের সুবিধার্থে নিচে এটি বর্ণনা করছিঃ
- প্রথমে আপনার ফোনের ম্যাসেজ অপশনে যান এবং টাইপ করুন SSC তারপর একটি স্পেস দিয়ে লিখুন আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর। অবশ্যই এখানে বড় হাতের অক্ষর লিখবেন।
- এরপর আবার একটি স্পেস দিয়ে নির্ভুলভাবে আপনার রোল নম্বরটি লিখুন। এখন আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার বছর অর্থাৎ ২০২৫ লিখুন।
- সব ঠিকভাবে লেখা হয়েছে কিনা চেক করে এসএমএস টি পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণঃ SSC <স্পেস> Board <স্পেস> Roll <স্পেস> 2025 and পাঠিয়ে দিন, 16222 নাম্বারে।
- একটু পরেই একটি ফিরতি ম্যাসেজের মাধ্যমে আপনি লেটার গ্রেড সহ ফলাফল পেয়ে যাবেন।
এখানে একটি বিষয় মনে রাখা ভালো যে আপনি ওয়েবসাইট বা SMS যেটার মাধ্যমেই রেজাল্ট দেখতে চান না কেন আপনাকে অবশ্যই সেটা করতে হবে ফলাফল প্রকাশের পর। তার আগে যদি দেখার চেষ্টা করেন তাহলে সেটি সম্ভব নয়। এ ক্ষেত্রে ম্যাসেজ পাঠানোর পর ফিরতি ম্যাসেজ না পেয়ে অনেকেই হতাশ হয়ে পড়েন।
ফিরতি ম্যাসেজ না আসার বেশ কিছু কারণ থাকতে পারে যেমনঃ হয়তো ফলাফল প্রকাশিত হবার আগেই চেষ্টা করেছেন, অথবা ম্যাসেজে কোন ভুল তথ্য দিয়েছেন। এছাড়া অনেকেই sms দিয়ে রেজাল্ট দেখার চেষ্টা করে এবং সেজন্য কিছুটা বিলম্ব হতে পারে। তবে হতাশ হবার কিছু নেই, প্রয়োজনে কিছু সময় অপেক্ষা করে আবার চেষ্টা করতে পারেন।
সরাসরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে
এসএসসি রেজাল্ট দেখার উপরের পদ্ধতিগুলো ছাড়াও আরেকটি উপায় থেকেই যায় সেটি হচ্ছে সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানে যেয়ে ফলাফল দেখা। আগে অনলাইনে বা SMS এর মাধ্যমে রেজাল্ট দেখা এত জনপ্রিয় ছিলোনা, তখন সবাই স্কুলে গিয়েই নোটিশ বোর্ড থেকে যার যার ফলাফল দেখে নিতো। এখনও অনেকেই নিজের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েই ফলাফল দেখে।
আপনিও চাইলে এভাবে দেখতে পারেন। ফলাফল প্রকাশের দিনে নির্ধারিত সময়ে স্কুলের নোটিশ বোর্ডে টানিয়ে দেয়া হয় ফলাফল, সেখান থেকে আপনার রোল এবং রেজিস্ট্রেশন মিলিয়ে খুব সহজেই দেখে নিতে পারবেন আপনার রেজাল্ট।
মার্কশিট সহ এসএসসি রেজাল্ট পাবেন কিভাবে?
শিক্ষার্থী এবং অভিভাবকরা শুধুমাত্র রেজাল্ট জেনেই নিশ্চিন্ত হন না বরং তারা প্রতিটি বিষয়ের গ্রেড পয়েন্ট সম্পর্কে জানতে আরও বেশি আগ্রহী থাকেন। আপনি যদি ওয়েবসাইট থেকে ফলাফল দেখেন তাহলে সেখানে আপনি মার্কশিট সহই পাবেন। আপনি চাইলে মার্কশিট ডাউনলোড করেও রাখতে পারবেন।
একটু আগেই ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে জেনেছেন। এ খেত্রেও আপনাকে একই উপায় অবলম্বন করতে হবে। আপনি একইভাবে ওয়েবসাইট এ ঢুকে ফলাফল দেখবেন। যে পেজে আপনার সামনে ফলাফল প্রদর্শিত হবে সেই পেজেই ডাউনলোড করার একটি অপশন আপনি দেখতে পাবেন। সেখানে ক্লিক করে আপনি এটি ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া আপনার যদি প্রিন্টার থাকে তাহলে প্রিন্ট করে একটি কপিও বের করে নিতে পারেন।
অ্যাপ দিয়ে কি এসএসসি ফলাফল চেক করা যায়?
আপনি অ্যাপ দিয়েও SSC result চেক করতে পারেন। অনেকেই এ ব্যাপারে প্রশ্ন করে থাকেন যে এর জন্য আসলেই কোন অফিসিয়াল অ্যাপ আছে কিনা। হ্যাঁ আছে, আপনি গুগল প্লে স্টোর থেকে EducationBoardResult অ্যাপটি ইন্সটল করে ফলাফল দেখতে পারবেন। এ ক্ষেত্রে আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে এই নাম দিয়ে অ্যাপ টি অনুসন্ধান করতে হবে।
সার্চ করার পর আপনার সামনে অনেকগুলো ফলাফল আসবে, সেখান থেকে শিক্ষাবোর্ডের লোগো সহ applicationটি বেছে নিতে হবে এবং সেটিই ইন্সটল করতে হবে। অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা অত্যন্ত সহজ। ইন্সটল করার পর এটি ওপেন করে কয়েকটি ধাপ অনুসরণ করলেই পেয়ে যাবেন ফলাফলটি। তবে আপনাদের সুবিধার জন্য ধাপ গুও একবার উল্লেখ করতে চাইঃ
- প্রথমে আপনার নিজের পরীক্ষা নির্বাচন করুন অর্থাৎ “এসএসসি বা সমমান”
- এরপর আপনার পরীক্ষার বছর সিলেক্ট করুন অর্থাৎ “২০২৫”
- এখন আপনি একটি মেন্যু পাবেন যেখানে শিক্ষা বোর্ডের নামগুলো থাকবে। এখান থেকে আপনার শিক্ষা বোর্ডের নামটি বাছাই করুন।
- এরপর নির্ধারিত স্থানে আপনাকে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর বসাতে হবে।
- পরবর্তী শাপে যখন যাবেন তখনও আপনাকে অন্যান্য কিছু তথ্য ইনপুট করতে হবে।
- সমস্ত তথ্য ইনপুট করার পর সাবমিট বোতামে ক্লিক করুন।
- আপনার রেজাল্ট এখন আপনার সামনে।
এটি ছাড়া আপনি অন্য কোন অ্যাপও ব্যবহার করতে পারেন যেগুলো প্লে স্টোরে রয়েছে। তবে আমাদের পরামর্শ হচ্ছে অ্যাপ ইন্সটল করার পূর্বে সেটির রেটিং দেখে নিবেন এবং যেই অ্যাপ এর রেটিং ভালো সেটাই ইন্সটল করবেন। এ ক্ষেত্রে আরেকটি কথা না বললেই নয়। কিছু কিছু থার্ডপার্টি অ্যাপস রয়েছে যেগুলো ব্যবহার করা বেশ ঝুঁকিপূর্ণ।
এসব অ্যাপ আপনার ফোনে ডাউনলোড করলে আপনার অজান্তেই ভাইরাস প্রবেশ করবে ফোনে। এজন্য অ্যাপ ডাউনলোড এর ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করা উচিত। সবথেকে ভালো হয় যদি আপনি অফিসিয়াল অ্যাপটি ব্যবহার করেন কারণ এটি একইসাথে নিরাপদ এবং ব্যবহার করা সহজ। এটি ছাড়া অন্য কোন অ্যাপ ডাউনলোড করতে চাইলে সেটির রিভিউ দেখে নিবেন।
উপসংহার
এসএসসি রেজাল্ট সংক্রান্ত অনেক কথাই বলেছি উপরের আলোচনার মধ্য দিয়ে। মাত্র কয়েকদিন পরই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এর বহু আকাঙ্ক্ষিত ফলাফল প্রকাশ পেতে যাচ্ছে। আমরা জানিনা আগামী ১২ই মে দিনটি কার জন্য কেমন হতে চলেছে, তবে সবার জন্য দোয়া থাকবে যাতে সকলেই তাদের কাংখিত ফলাফল অর্জন করতে পারে। কিভাবে দ্রুততম সময়ের মধ্যে এসএসসির ফলাফল পাবেন তা ইতিমধ্যেই উপরে আলোচনা করা হয়েছে, আশা করা যায় এগুলো আপনার জন্য যথেষ্ট সহায়ক হবে।
এরপরও যদি আপনার কোন প্রশ্ন থাকে বা এই উপায়গুলোর দ্বারা ফলাফল দেখতে গিয়ে কোনরূপ সমস্যায় পড়েন তাহলে নির্দ্বিধায় কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমরা যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরিশেষে, সকল পরীক্ষার্থী ভাইবোনদেরকে আবারো শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।