প্রাথমিক সমাপনী পরীক্ষায় ইবতেদায়িতে পাসের হারে এগিয়ে রাজশাহী বিভাগ। আর সর্বনিম্ন পাসের হার সিলেটে।
শনিবার (৩০ ডিসেম্বর) সকালে প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়।
এবছর ইবতেদায়িতে ২ লাখ ৫৪ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ২ লাখ ৩৬ হাজার ৪৪৪ জন।
রাজশাহী বিভাগে পাস করেছে ৯৬ দশমিক ২৮ শতাংশ। যা ৭ বিভাগের মধ্যে সর্বোচ্চ। আর সিলেট বিভাগে পাস করেছে ৮৬ দশমিক ৯২ শতাংশ।
সারাদেশের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এবছর ৬১টি উপজেলায় পাসের হার শতভাগ। এরমধ্যে পঞ্চগড় জেলার পাসের হার সর্বোচ্চ। এই জেলায় পাস করেছে ৯৯ দশমিক ০২ শতাংশ। আর সর্বনিম্ন পাসের হার ফরিদপুর জেলায়। জেলাটিতে গড় পাসের হার ৭৮ দশমিক ৪০ শতাংশ। জেলার চরভদ্রাসন উপজেলায় সবচেয়ে কম পরীক্ষার্থী পাস করেছে। এই উপজেলায় পাস করেছে মাত্র ৪৪ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী।