মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ২৪৮ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
এদের মধ্যে ফেল করা শিক্ষার্থীদের মধ্যে পাস করেছেন ১০১ জন; জিপিএ-৫ পাওয়ার তালিকায় উঠেছেন ৩২ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে সুত্র জানায়,দাখিলের ফল পুনর্নিরীক্ষণের জন্য এবছর ২১ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থী আবেদন করেছিল। এজন্য ৩৫ হাজার ৯০৪টি উত্তরপত্র পুনরায় নিরীক্ষণ করা হয়েছে।
গত ৬ মে সারাদেশে একযোগে এসএসসি সমমানের দাখিল পরীক্ষার ফল প্রকাশিত হয়।
এবছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার ছিল ৭০ দশমিক ৮৯ শতাংশ।
প্রকাশিত ফলে জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ হাজার ৩৭১ জন। পুনর্নিরীক্ষণে এর সাথে নতুন করে আরও ৩২ জন যোগ হল।