শিক্ষাবৃত্তি

জাপানের বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষায় বৃত্তি দেবে বাংলাদেশি শিক্ষার্থীদের

বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় বৃত্তি দেয়ার প্রস্তাব দিয়েছে জাপানের হুগো বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (৯ মে) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লার সঙ্গে সাক্ষাৎ করেছে বিশ্ববিদ্যালয়টির তিন সদস্যের একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে তারা এমন প্রস্তাবের কথা জানান।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়টির এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট মাকোতো কোসাকা। তিনি স্নাতক পর্যায়ে বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি এবং উচ্চশিক্ষায় সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেন।

হুগো বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের স্নাতক শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের বিজনেস ডিগ্রি প্রদান করছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টি ইউজিসির মাধ্যমে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের সঙ্গে একটি সমঝোতা করতে চায়।

সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. আখতার হোসেন, ইউজিসি সচিব ড. মো. খালেদ, আইসিসি শাখার অতিরিক্ত পরিচালক জেসমিন পারভীন এবং উপ-সচিব মো. শাহিন সিরাজ উপস্থিত ছিলেন।

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.