জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ খ্রিস্টাব্দের ডিগ্রি পাস কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ আগামী ১১ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হবে। ৩০ অক্টোবর দুপুর ২ টা পর্যন্ত এ আবেদন করা যাবে। মঙ্গলবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ফল পুনর্নিরীক্ষণের ফি ৫০০ টাকা নির্ধারণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ফল পুনর্নিরীক্ষণে আবেদনের ফি সোনালী সেবার মাধ্যমে ৩১ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ খ্রিস্টাব্দের ১ম বর্ষ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল গত সোমবার ( ৮ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। । গড় পাসের হার ছিল ৮৬ দশমিক ১৬ শতাংশ।
সারাদেশের ১৮৬৪ টি কলেজের মোট ৬৯৩ টি কেন্দ্রে ৩ লাখ ২১ হাজার ৯৪৭ জন (নিয়মিত ও মান্নোয়ন) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।