বিলম্ব ফিসহ অনার্স পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ১৩ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত পরীক্ষার্থীরা ৫ হাজার টাকা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করতে পারবেন। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ জানুয়ারি ফরম পূরণ করে ২২ জোনুয়ারি ডাটা নিশ্চয়ন করতে পারবেন পরীক্ষার্থীরা। ২৩ জানুয়ারি সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। ২৪ জানুয়ারি বিবরণী ফরম ও অন্যান্য কাগজপত্র জমা দেওয়া যাবে।
বিজ্ঞপ্তি দেখুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের বিএ/বিএসএস/বিবিএ/বিএসসি অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার আবেদন ফরম পূরণ শুরু হয়েছে।
বুধবার (০৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, বুধবার থেকে অনলাইনে এ ফরম পূরণ করা যাবে, যা চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত।
Honours 4th Form Fill-Up Notice Download
ফরম পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nubd.info/honours) থেকে জানা যাবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি এবং অন্যান্য যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরে জানানো হবে।