আমাদের মধ্যে যারা কম্পিউটার ব্যবহার করে তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হল ম্যালওয়ার বা ভাইরাস। আপনার উইন্ডোজ পিসি যদি নিরাপদ রাখতে চান তাহলে এমন কিছু সেটিংস রয়েছে যেগুলো চালু করে রাখলে আপনার পিসিতে নতুন নতুন ম্যালওয়ার ভাইরাসগুলো প্রবেশ করতে পারবে না। আর আপনার পিসি থাকবে সবচেয়ে নিরাপদ।

কেননা বর্তমান সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন ম্যালওয়ার এর আবির্ভাব ঘটছে। আর যদি আপনি একটু খামখেয়ালী হন তাহলে এই নতুন ম্যলওয়ার ভাইরাসগুলো আপনার কম্পিউটারের নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে। আর তাই আপনার কম্পিউটার বা আপনার উইন্ডোজ এর নিরাপত্তা বাড়াতে কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। যেগুলোর মাধ্যমে খুব সহজেই আপনার কম্পিউটার নিরাপদ রাখতে পারবেন।

আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো উইন্ডোজ পিসি’র নিরাপত্তার জন্য যেসব সেটিংস গুলো চালু রাখা দরকার সেসব সেটিংস গুলো সম্পর্কে। আশাকরি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন। এতে করে হয়তো আপনি আপনার উইন্ডোজ পিসি নিরাপত্তা সেটিংস গুলো চালু করার মাধ্যমে ভাইরাস থেকে নিরাপদ রাখতে পারবেন। চলুন জেনে নেয়া যাক উইন্ডোজ পিসি নিরাপত্তার জন্য কি কি সেটিং চালু করা প্রয়োজন সেসব সম্পর্কে।

র‍্যানসমওয়্যার

উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য built-in র‍্যানসমওয়্যার নামের একটি দারুন ফিচার প্রোটেক্সশন আছে। যেটার সাহায্যে কম্পিউটারে থাকা বিভিন্ন ফাইল ও ফোল্ডার আগের তুলনায় অধিক নিরাপদ রাখা যায়। আর এই র‍্যানসমওয়্যার প্রটেকশন চালু যদি আপনি একবার করে রাখেন বাা করতে পারেন। তাহলে দেখবেন আপনার পিসিতে থাকা বিভিন্ন ধরনের ফাইল গুলো আগের তুলনায় অধিক সিকিউরিটি পাচ্ছে।

আর আপনার পিসিটা ও নতুন নতুন ম্যালওয়ার ভাইরাসগুলো দ্বারা আক্রান্ত হচ্ছে না। এই উইন্ডোজ র‍্যানসমওয়্যার রক্ষাকারী ফিচারটি চালু করার জন্য প্রথমেই আপনাকে চলে যেতে হবে উইন্ডোজ সিকিউরিটি সেটিংস অপশনে। উইন্ডোজ সেটিং অপশনে চলে যাওয়ার পর সেখানে আপনি দেখতে পাবেন প্রাইভেসি এন্ড সিকিউরিটি নামক একটি অপশন। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামক অপশনে ক্লিক করার পর আপনাকে খুঁজে নিতে হবে।

উইন্ডোজ সিকিউরিটি নামক আরেকটি অপশন। এরপর ইউন্ডোজ সিকিউরিটি অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পড়ে আপনি সেখানে দেখবেন ভাইরাস এন্ড প্রটেকশন নামক একটি অপশন। এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ম্যানেজ র‍্যানসমওয়্যার প্রটেকশন নামক একটি ফিচার দেখতে পাবেন। এবার আপনাকে ম্যানেজ রানসমওয়্যার প্রটেকশন অপশনটিতে ক্লিক করে এই ফিচারটি প্রবেশ করতে হবে।

এই ফিচারটিতে প্রবেশ করার সাথে সাথে আপনি সেখানে দেখতে পাবেন কন্ট্রোল এর ফোল্ডার অ্যাক্ট্রেস নামে একটি অপশন। এ অপশনটি যদি বন্ধ থাকে তাহলে সাথে সাথে এই অপশনটি কি আপনাকে চালু করে দিতে হবে। এই অপশনটি চালু করে দেওয়ার পরে আপনার বিভিন্ন ধরনের অডিও গান, ভিডিও গান, ছবি, ডকুমেন্ট ও সফটওয়্যার সহ বিভিন্ন ধরনের ফাইলে প্রবেশ অথবা সম্পাদনা করার জন্য আপনাকে এপ্রুভ করতে হবে।

এভাবে আপনি খুব সহজেই এই নতুন র‍্যানসমওয়্যার ফিচারটি চালু করার মাধ্যমে আপনার উইন্ডোজ পিসি আগের তুলনায় অধিক নিরাপদ রাখতে পারবেন। এছাড়াও উইন্ডোজ বিটলকার, উইন্ডোজ স্যান্ডবক্স নামক আরো দুটি ফিচার চালু করার মাধ্যমে পিসির নিরাপত্তা অনেক বাড়ানো যায়।

আমাদের মধ্যে যারা পিসি ব্যবহার করে তাদের মধ্যে বিভিন্ন ধরনের ভাইরাস বা ম্যালওয়ার প্রবেশ করার প্রবণতা অনেক বেশি দেখা যায়। আর এটা সবচেয়ে বেশি দেখা যায় যখন আমরা একটু খামখেয়ালি ভাবে পিসি ব্যবহার করে থাকি। আর তাদের জন্য মূলত নিরাপদ রাখার ক্ষেত্রে মাইক্রোসফট প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ফিচার প্রকাশ করে যাচ্ছে। যাতে করে তাদের ব্যবহারকারীদের পিসি কোন ভাইরাস দ্বারা আক্রান্ত না হয়।

আশা করি আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আপনি খুব ভালোভাবে জানতে এবং বুঝতে পেরেছেন যে উইন্ডোজ পিসি’র নিরাপত্তার জন্য যেসব সেটিংস গুলো চালু রাখা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের ভাইরাসের আক্রমণ ঠেকাতে। আশাকরি এখন আপনি খুব সহজে আপনার পিসি নিরাপত্তার জন্য এইসব সেটিংসগুলো চালু করার মাধ্যমে পিসির নিরাপত্তা জোরদার করতে পারবেন।

এরপরও যদি কোন ভাবে কোন কিছু আপনি বুঝতে না পারেন। তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করে আপনার সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। এতে করে হয়তো আপনি পরবর্তী সময়ে আপনার পিসি নিরাপত্তার জন্য যেই সেটিংস গুলো চালু রাখা খুবই প্রয়োজন। সেই সব সেটিংস গুলো চালু রেখে আপনার পিসি নিরাপদ রাখতে পারেন।

 

জানতে ও জানাতে চাই।