Valentines Day SMS Bangla

শুভ বিশ্ব ভালোবাসা দিবস SMS | হ্যাপি ভ্যালেন্টাইন ডে এসএমএস. Happy Valentines Day বর্তমান পৃথিবীর একটি জনপ্রিয় উৎসব । এই দিনটি সারা পৃথিবীর প্রতিটি দেশে পালিত হয় । বিশেষ করে ইয়ং জেনারেশনের কাছে এই দিনটি খুবই গুরুত্ব পূর্ণ । এই দিনে প্রেমিক-প্রেমিকা তাদের ভালোবাসার গুরুত্ব একে অপরের সঙ্গে বিনিময় করে । তারা নিজেদের কে বোঝার চেষ্টা করে ও একে অপরের জন্য কতটা গুরুত্ব পূর্ণ তা বোঝানোর চেষ্টা করে ।

আজ বিশ্ব ভালোবাসা দিবস `Happy Valentines Day`। তবে তরুণ-তরুণী শুধু নয়, নানা বয়সের মানুষের ভালোবাসার বহুমাত্রিক রূপ প্রকাশের আনুষ্ঠানিক দিন আজ। এ ভালোবাসা যেমন মা-বাবার প্রতি সন্তানের, তেমনি মানুষে-মানুষে ভালোবাসাবাসির দিনও এটি। `কিন্তু শুধু একটি দিন ভালোবাসার জন্য কেন?` এ প্রশ্নে কবি নির্মলেন্দ গুণের ছোট জবাব, `ভালোবাসা একটি বিশেষ ৭ দিনের জন্য নয়। সারাবছর, সারাদিন ভালোবাসার। তবে আজকের এ দিনটি ভালোবাসা দিবস হিসেবে বেছে নিয়েছে মানুষ।`

★ তুমি রেগে গেলে যে তোমার রাগ ভাঙানোর জন্য ব্যকুল হয়ে পড়ে, সে তোমাকে অনেক ভালোবাসে। !

★ তোমার ফোনটা ওয়েটিং পেয়ে যে মনে ব্যথা পায়, সে তোমাকে ভালোবাসে !

★ তোমার পাশে অন্য কাউকে দেখে যার চোখে জল নেমে আসে সে তোমাকে ভালোবাসে। !

★ তোমার ব্যাথাই যে ব্যাথিত হয়, সে তোমাকে ভালোবাসে। !

জীবন পথে চলতে চলতে

এক ঘেয়েমি যখন চলে আসে

ভালোবাসার মানুষকে খুঁজে তখন পেলে

তার হাত দুটিকে শক্ত করে রেখো তখন ধরে।

ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা প্রিয়তম…ভালোবাসা দিবসের শুভেচ্ছা প্রিয়তম

★ যে সারাটা দিন কারনে অকারনে তোমাকে বিরক্ত করে সে তোমাকে ভালোবাসে। !

★তোমার সবদিকটাই যার ভালো লাগে সে তোমাকে ভালোবাসে। !

★ তুমি কষ্ট পাবে ভেবে যে নিজের কষ্ট চেপে রেখে তোমার সাথে হেসে কথা বলে, সে তোমাকে ভালোবাসে

আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া,

আমার জীবনে কোনো স্বপ্ন নেই তুমি ছাড়া ,

আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া,

আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া ,

আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া,

আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া !

ღ হ্যাপি ভালোবাসা দিবস ღ

Happy Valentines Day SMS

এই দিনটি শুরু হয় একে অপরকে এসএমএস পাঠানোর মধ্যমে । তারপর একে অপর মিলিত হয় ও গোলাপ ফুল দিয়ে মানের কথা বোঝানো হয় । প্রাচীন কাল থেকে প্রচলিত এই উৎসব টি ধিরে ধিরে গোটা পৃথিবীতে ছড়িয়ে পরে ও যা আজ গর্বের সাথে পালিত হয় ১৪ ফেব্রুয়ারি দিনটি ।

Happy Valentine’s Day

নিচে ভালবাসা দিবস sms সংগ্রহ দেওয়া হল । আপনি আপনার মনের মত এসএমএস টি কপি করুন ও পাঠান আপনার মানের মানুষ কে । ভরিয়ে দিন তার মন কে ও থাকুন সারা জীবন তার সাথে হাতে হাত রেখে ।

বিশ্ব ভালোবাসা দিবস SMS

১.
এই বর্ষা রাতে একলা ঘরে
থাকে না তো মন।
কাছে যাব, কবে পাব
তোমার উষ্ণ আলিঙ্গন।

২.
শ্রবন রাতে একলা ঘরে থাকার কি জ্বালা
বুঝবে সেদিন যেদিন হবে একলা।

৩.
আজ তুমি কাছে নেই বলে
এ জীবন আর কিছু ভালো লাগে না।
কবে তোমায় কাছে পাব
সেটা এস এম এস করে জানাও না।

৪.
প্রেমের সোনার রঙে নিজেকে নিয়েছি রাঙিয়ে,
জতনে গেথেছি মালা তোমায় দেব পরায়ে।

৫.
মনে কি পরে প্রিয়া হয়েছিল যে কথা কানে কানে
বসেছিলাম পাশাপাশি কেতে ছিল দিন গানে গানে।

৬.
জীবনে যে পথ আমার ছিল গো তোমার ছায়ায় আকা
সেই পথ তেমনি আছে সবুজ ঘাসে ঢাকে

৭.
কাটে না সমায় জখন আর কিছুতেই বন্ধুর টেলিফনে মন বসে না।
তখন sms পাঠাই তোমাকে, তুমিও আর জবাব দেও না।

৮.
বনলতা ফুলে ফুলে ঢাকা
দুর নিলিমায় ওঠে চাঁদ বাকা।
ওই পথে চেয়ে থাকি কি যে ভালো লাগে।
তোমার সঙ্গে দেখা করতে মনে শখ জাগে।

৯.
চাঁদ সুন্দর ফুল সুন্দর আর সুন্দর তুমি।
পৃথিবীতে দুই জন তুমি আর আমি।

১০.
আমার ভালবাসার অন্ত হবে তোমায় কাছে পেলে।
তোমার সঙ্গে মিলিয়ে গিয়ে সব ব্যাথা যাবো ভুলে।

ভালোবাসা দিবসের এস এম এস ছবি

১১.
বসন্ত লেগেছে ফুল ফুটেছে বনে বনে
তুমি নাই কাছে তাই শান্তি নাই মনে।

১২.
প্রেম যে কি নিষ্ঠুর খেলা কত যে এলমেলে
এত বিপদ আসবে আমি ভাবিনাই আগে।

১৩.
কাঁদে যে মন কেন কেউ জানে না
কত ব্যাথা যে তুমি দিলে জীবনে ভুলব না।

১৪.
যখন আমি থাকি আশহায়
তুমিই আমার চলার পথিক, তুমিই আমার চাদের আলো
ধুরবুতারা হয়ে পথ দেখাও তুমি তখন।

১৫.
তুমি আমার চাদের আলো তুমি আমার পূর্ণিমা চাঁদ
তোমাকে পাব এটা আমার চির কালের সাদ।

১৬.
ওগো আমার প্রিয়া একটি বার দেখা দাও
sms দিলাম তোমায় এবার উত্তর দাও, প্রান জুরাও।

১৭.
উঠল বেজে মোবাইল দৌড়ে যাই এগিয়ে
তুমি ডাক দিয়েছ এই আশা নিয়ে।

১৮.
তুমি রবে আমি রব আর রবে না কেউ
sms পাঠাবে তুমি উঠবে প্রেমের ঢেউ।

১৯.
ঘুমে ঘুমে স্বপ্না দেখি কত হাজার হাজার
তুমি শুধু আমার, তুমি শুধু আমার, তুমি শুধু আমার।

২০.
তোমার বাবার শাসানিতে ভয় নেই আমার
তোমায় পেয়েছি বুকে
আর কোন ভয় নেই আমার।

Valentines Day SMS For Friend & Girlfriend

হ্যাপি ভ্যালেন্টাইন ডে sms কালেকশন

২১.
পন করেছি, পন করেছি নেবনা পন
তোমায় পেয়েছি, তুমি যে আমার মন।

২২.
ফুলসুরজ্যার গল্প শুনি লোকের মুখে
তুমি এসো আজ আমার কাছে।

২৩
কারো ভালবাসা পাওয়ার জন্য নিজের জীবন কে নস্ট কর না ,
আগে নিজের জীবন কে ভালবাস,
নিজের জীবন কে প্রতিষ্ঠা কর,
দেখবে একদিন হাজারো মানুষ তমাকে ভালবাসবে।

২৪
তমাকে হারানর কোন ভয় নেই আমার
কারন তুমি কখন আমার ছিলে না
ভয় হয় শুধু……
আমি না তোমার কাছ থেকে হারিয়ে যাই।

২৫
দুটি চোখে স্বপ্ন ছিল, মনে ছিল আশা
সারা জীবন পেয়ে যাবো তোমার ভালবাসা
আশা ছিল দুজনে হব একি গাছের ফুল
কিন্তু তুমি চলে গেলে আমায় বুঝে ভুল।

২৬
ভুল করেও যাকে একবার ভালবাসা যায়…
হাজার চেস্ট করেও তাকে ভোলা যায় না।

২৭
তুমি জান না ……।।
তোমার একটি মেসেজের জন্য
আমি সারাদিন আপেক্ষা করি।

২৮
ভালবাসা শুধু চাওয়া পাওয়া নয়
মনের মানুষকে মনের কথা
বুঝে নেওয়াই হল আসল ভালবাসা

২৯
আমি তোমায় হাসাব
মাঝে মাঝে কাঁদাব।
হয়ত বা রাগাব…।
একদিন হঠাত করে হারাব
চিরতরে ঘুমাব
তমাকে চিরদিন ভাবাব।

I hope you are enjoying this article. Thanks for visiting this website.