আপওয়ার্ক এ যদি আপনি ফ্রিল্যান্সিং করে থাকেন তাহলে হয়তো আপনি যথেষ্ট পরিমান কাজ আপওয়ার্ক থেকে গ্রহণ করছেন বা কাজ পাচ্ছেন। তবে যদি কোন কারণে আপনি আপ ওয়ার্ক এর ফ্রীলান্সিং করেও যথেষ্ট পরিমান কাজ না পান। তাহলে এক্ষেত্রে আপনার কিছু কিছু কাজ রয়েছে যেগুলো করলে বেশি বেশি কাজ পেতে পারবেন।

আপওয়ার্কে বেশি বেশি কাজ পেতে হলে একজন ফ্রিল্যান্সারের কি কি করনীয় সেইসব বিষয়গুলো নিয়েই মূলত আজকে আমাদের এই আর্টিকেল। আশাকরি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই আর্টিকেল টি মনোযোগ সহকারে পড়লে আপনি জানতে পারবেন, আপওয়ার্কে ফ্রিল্যান্সিং কাজ পেতে হলে আপনার করনীয় কি কি।

এর মাধ্যমে হয়তো আপনি প্রচুর পরিমাণে কাজ আপওয়ার্ক ফ্রিল্যান্সিং সেক্টরে পাবেন। তাহলে চলুন আপওয়ার্কে বেশি বেশি ফ্রিল্যান্সিং এর কাজ পেতে হলে আপনার কি কি করনীয় সেই সব বিষয়গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।

 

সব সময় এক্টিভ থাকা

অাপওয়ার্কে যদি আপনি বেশি বেশি কাজ পেতে চান তাহলে যতটা পারা যায় একটিভ থাকতে হবে। আপনি চাইলে সব সময়ে একটিভ থাকার জন্য বিভিন্ন third-party অ্যাপস ব্যবহার করতে পারেন। যে সব অ্যাপস গুলো চালু করার মাধ্যমে আপওয়ার্কে প্রচুর সময় আপনি এক্টিভ আছেন এটা দেখাবে।

যদি আপনি সবসময় একটিভ থাকতে না পারেন তাহলে আপনি third-party অ্যাপ গুলো ব্যবহার করার মাধ্যমে একটিভ থাকতে পারেন। অনেক ফ্রিল্যান্সাররা বেশি সময় ধরে একটিভ থাকতে না পারার কারণে তারা থার্টি অ্যাপস এর সাহায্য নিয়ে এক্টিভ থাকে।

প্রোফাইল সাজানো

আপওয়ার্কে বেশি বেশি কাজ পেতে চাইলে আপনার প্রোফাইলটা সুন্দরভাবে সাজাতে হবে। যাতে করে একজন ক্লায়েন্ট দেখে আপনাকে কাজ দিতে পারে। যদি কোন ক্লায়েন্ট আপনার প্রোফাইলে প্রবেশ করে দেখে যে বেশি ভালো না বা আপনার প্রোফাইল সাজানো গোছানো নয়।

তাহলে কিন্তু সে ভেবে নেবে আপনি নতুন কোনো ফ্রিল্যান্সার। আপনি কোন কাজ তেমন একটা পারেন না। আর এই জন্য সে আপনাকে কোন কাজ দেওয়ার জন্য হায়ার করবে না। আর তাই সব সময় চেষ্টা করবেন আপওয়ার্কে বেশি কাজ পেতে হলে অবশ্যই প্রোফাইল টা সুন্দর ভাবে সাজাতে হবে।

পোর্টফলিও ডেভলপ

আপওয়ার্কে আপনি যে সেক্টরে কাজ করবেন সেই সেক্টরে উপর আপনার পোর্টফোলিও টা ভালো ভাবে সাজানোর চেষ্টা করবেন। আপনার পোর্টফোলিও যত আকর্ষণ সৃষ্টি করবেন ঠিক ততটাই আকর্ষণ আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ করার জন্য হায়ার করবে। এখন আপনি যদি আপনার পোর্টফলিওর মাধ্যমে প্রতি আকর্ষিত করতে না পারেন।

তাহলে কিন্তু কখনই শুধুমাত্র আপওয়ার্ক কেন আর অন্য কোন ফ্রিল্যান্সিং মার্কেটেই কাজ পাবেন না

আর তাই সব সময় আপনি চেষ্টা করবেন আপনার পোর্টফোলিও টা একটু ইউনিক ভাবে সাজানোর জন্য। আপনি কি কি কাজ পারেন, কি কি কাজ করছেন, কি কি কাজ আপনার জানা রয়েছে। এসব বিষয়গুলো নিয়ে ভালোভাবে পোর্টফোলিওতে ডেভেলপ মাধ্যমে আপনি প্রচুর কাজ পেতে পারবেন।

আপনি যদি আপওয়ার্কে বেশি পেতে চান তাহলে কি করবো বলেন। তাহলে আমি বলবো আর কোন কিছুই নেই। আপওয়ার্ক বেশি বেশি কাজ পেতে হলে অবশ্যই আপনার পোর্টফোলিও টা ভালো ভাবে সাজাতে হবে।

ধৈর্য্য ধারন

আপনি যেহেতু একজন নতুন ফ্রিল্যান্সার। আর তাই যেকোনো কাজ পাওয়ার আগে অথবা হওয়ার পরে সব সময় ধৈর্য ধারণ করে থাকার চেষ্টা করবেন। কেননা কখনো ধৈর্য ধারণ না করে আপনি কাজ করলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার একসময় আপনাকে ছেড়ে দিতে হবে। মনে রাখবেন বর্তমানে যারা যারা বড় বড় ফ্রিল্যান্সারের রয়েছে।

তাদের অধিকাংশ সবাই কিন্তু এই ধৈর্য ধারণ করার মাধ্যমেই আজকে সফল হতে পেরেছে। একজন ফ্রিল্যান্সারের সাকসেসফুল হওয়ার সবচেয়ে গোপন সূত্র হল ধৈর্য ধারণ করে কাজ করতে পারা। যে পারবে সেই ফ্রিল্যান্সারের সফল হওয়া ততটাই সহজ হয়ে উঠবে।

আপনি যদি আপওয়ার্ক কাজ করেন একজন ফ্রীল্যান্সার হিসেবে তাহলে উপরের প্রত্যেকটা বিষয় যদি ভালোভাবে মেইনটেন করতে পারেন। তাহলে নিশ্চিত করে বলতে পারি আপনি আপওয়ার্ক প্রচুর পরিমাণে কাজ পাবেন। একজন ফ্রীল্যান্সার হিসেবে অবশ্যই আপনাকে কাজ পেতে হলে প্রতিটি বিষয়ে ভালোভাবে মনোযোগ সহকারে অথবা গুরুত্ব সহকারে প্রয়োগ করলেই বেশি বেশি কাজ পাওয়া সম্ভব হবে।

আশা করি আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আপনি যদি ফ্রীলান্সিং সেক্টরে বেশি বেশি কাজ পেতে চান। তাহলে কি কি করতে হবে এই সব বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জানতে ও বুঝতে পেরেছেন। এখন হয়তো আপনি খুব সহজে আপওয়ার্কে বেশি বেশি কাজ পেতে পারবেন।

এরপর ও যদি আপনি আপওয়ার্কে কাজ না পান অথবা আপওয়ার্কে কাজ পাওয়ার জন্য কি কি করতে হবে তা জানতে বা বুঝতে না পারেন। তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। যাতে করে আমরা আপনার সমস্যাটি সমাধান করে দিতে পারি। আর আপনিও যেন বেশি বেশি করে অাপওয়ার্ক ফ্রীলান্সিং সেক্টর এর কাজ গুলো পেতে পারেন।

জানতে ও জানাতে চাই।