মাধ্যমিকের ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হল: ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ডাউনলোড: দেশের মাধ্যমিক স্তরের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীর মূল্যায়নের লক্ষ্যে ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অফিদপ্তর; ২৫ নভেম্বর ২০২৫ মাউশির ওয়েবসাইটে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত মাধ্যমিকের ৫ম সপ্তাহের ৫ম অ্যাসাইনমেন্ট (নির্ধারিত কাজ) প্রকাশিত হয়।
৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট
করোনা ভাইরাস সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে সব স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। এ পরিস্থিতে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়া সম্ভব হবেনা।
কিন্তু পরবর্তী শ্রেণিতে প্রমোশন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোন মার্কিং বা গ্রেডিং দেয়া হবে না। সবাই সমান পাস। এ প্রেক্ষিতে ৩০ দিনের মধ্যে শেষ করা যায় এমন সিলেবাস তৈরি করা হয়েছে।
৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট উওর
ষষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট সমাধান
১। এন্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন? এই মিশ্রণকে কী বলে?
২। দুধ কী জাতীয় মিশ্রণ, ব্যাখ্যা কর।
৩। নিচের ছকে ছবিগুলো দেখে i) ও ii) নং এর উত্তর দাও:
সরল যন্ত্র i) কোন শ্রেণির লিভার, যুক্তি দাও ii) কীভাবে যান্ত্রিক রল যন্ত্র চিহ্নিত সুবিধা বাড়ানো যায়
এ সিলেবাসের আলোকে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেয়া হচ্ছে। ৬ সপ্তাহে শিক্ষার্থীদের এসব অ্যাসাইনমেন্ট দেয়া হবে।
যায়
৭ম শ্রেণির অ্যাসাইনমেন্ট উওর ৫ম সপ্তাহ
১। ২ মাইল এবং ৩ কিলােমিটারের পার্থক্য কত মিটার?
২৷ একটি ঘনকের একটি তলের পরিসীমা ১২ মিটার হলে এর আয়তন কত?
৫৷ তােমার পড়ার টেবিলের প্রস্থ ২ ফুট এবং দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। টেবিলটির উপরি তলের ক্ষেত্রফল কত?
৯। ৭ কিলােমিটার ৭ সেন্টিমিটার = কত মিটার?
১০৷ উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত দূরত্বের কত ভাগের এক ভাগকে এক মিটার বলে?
- ক) তাপ সঞ্চালন কাকে বলে ?
- খ) তাপমাত্রা বাড়লে বায়ুমন্ডলের চাপ কমে যায় কেন?
- গ) দন্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয় কর।
- ঘ) উদ্দীপকের আলোকে বস্তুতে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে? বিশ্লেষণ কর।
সংক্ষিপ্ত প্রশ্ন: ১। গরম হ্যারিকেনের চিমনিতে ঠাণ্ডা পানি পড়লে চিমনি ফেটে যায় কেন?
জনাব ‘ক’ এর মধ্যে আখলাকে হামিদাহর কোন গুণটি বিদ্যমান ব্যাখ্যা কর
জনাব “খ” এর কার্যক্রমটি তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর
৮ম শ্রেণির অ্যাসাইনমেন্ট উওর ৫ম সপ্তাহ
১ পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন হয় কেন- ব্যাখ্যা কর।
২ পৃথিবীতে তোমার ভর ৫০ কেজি চাঁদে তোমার ওজন কমে যায় কেন ব্যখ্যা করা
৩) একটি চকচকে কাঁচের গ্রাস কিছু পানি নাও। এবার গ্রাসের মধ্যে একটি পাথর ফেলে দাও। এবার নিচের কাজগুলো কর
- (i) গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টা কর।
- (ii) কিছুটা তির্যকভাবে পাথরটিকে দেখার চেষ্টা কর।
- (iii) গ্রাসে যে পর্যন্ত পানি আছে তার একটু নিচ থেকে দেখার চেষ্টা কর। তিনটি ক্ষেত্রে কী ঘটছে ও কেন ঘটছে? ব্যখ্যা কর।
- গ. নকীব সাহেবের মাঝে ইসলামের কোন সেবার বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
- ঘ. ইসলামের দৃষ্টিতে কায়েসের দৃষ্টিভঙ্গি কীসের পরিচায়ক? আলােকপাত কর
৯ম শ্রেণির অ্যাসাইনমেন্ট উওর ৫ম সপ্তাহ
HW: Activity 3 (Page No.- 183, 184)
Suppose, you are Lima/Limon. You are a student of class nine in Sreepur Kumaria High School, Sreepur. In your school, you don’t have any supply of safe drinking water. Now, write an application to your Headteacher to arrange safe drinking water for the students.
Class 9 English Assignment Answer
২। 400cm’ আয়তনের একটি বস্তুর বাতাসের ওজন 19.6 N। পানিতে নিমজ্জিত করলে বস্তুটির ওজন হয় 15.68N। পরীক্ষণীয় স্থানের অভিকর্ষজ ত্বরণ, g = 9.8m/s।
- (ক) প্যাসকেলের সূত্র বিবৃত কর।
- (খ) নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীল। ব্যাখ্যা কর।
- (গ) উদ্দীপকের বস্তুটির ঘনত্ব নির্ণয় কর।
- (ঘ) উদ্দীপকের তথ্যটি আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে কিনা গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।
১। ভূমিকম্প ও আগ্নেয়গিরি কাকে বলে? ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণ ও ফলাফল বর্ণনা কর।
- ১. ব্যবসায়ের জন্য মেশিন ক্রয় ৫০,০০০ টাকা
- ২. অগ্রিম দোকান ভাড়া প্রদান ২০,০০০ টাকা
- ৩. বিক্রয়ের উদ্দেশ্যে গাড়ী ক্রয় ১,০০,০০০ টাকা
- ৪. ক্রীত মেশিনের সংস্থাপন ব্যয় প্রদান ৫,০০০ টাকা
- ৫. বাকিতে পণ্য বিক্রয় ৬০,০০০ টাকা
খ) নিম্নলিখিত লেনদেনগুলাে “শাপলা ফ্যাশনস” এর সাধারণ জাবেদায় লিপিবদ্ধ কর:
২০২৫ সালের ১ মার্চ মি. রুবাইয়াত নগদ ২০,০০০ টাকা, আসবাবপত্র ১,০০,০০০ টাকা এবং ১,০০,০০০ টাকার তৈরি পােশাকসহ “শাপলা ফ্যাশনস” এর কার্যক্রম শুরু করেন।
- মার্চ-২, ব্যাংকে ১০,০০০ টাকা জমা দিয়ে হিসাব খােলেন।
- মার্চ-১০, ৫ ডজন থ্রি পিছ ও ২ ডজন শাড়ি বাকিতে ক্রয় ৪০,০০০ টাকা।
- মার্চ-১০, প্রতিটি ১,০০০ টাকা করে ২ ডজন থ্রি পিছ নগদে বিক্রয়
- মার্চ-২০, ব্যক্তিগত প্রয়ােজনে মালিক উত্তোলন করেন ২,০০০ টাকা।
সেই ধারাবাহিকতা ২৫ নভেম্বর ২০২৫; ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।
প্রকাশিত হল মাধ্যমিকের – ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ডাউনলোড করুন
নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ডাউনলোড করে নিতে পারেন।
৬ষ্ঠ – ৯ম শ্রেণির ৫ম এস্যাইনমেন্ট ডাউনলোড
1 Comment
vai answer koi