বর্তমান সময়ে অন্যান্য মোবাইল নেটওয়ার্ক এর মত রবি খুবই জনপ্রিয় একটি মোবাইল নেটওয়ার্ক প্রতিষ্ঠান। বর্তমানে এত পরিমাণে গ্রাহক রবি সিম ব্যবহার করে যে যার কারণে রবি এখন দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান’।

আমাদের মধ্যে এমন অনেকেই থাকে যারা রবি সিমে কিভাবে এমবি দেখতে হয় এটা জানে না। আপনি হয়তো অবাক হচ্ছেন যে আসলেই এমন লোক আছে! হ্যাঁ বন্ধুরা এমন অনেক লোক আছে যারা জানে না যে কিভাবে রবি সিমে এমবি দেখতে হয়। বর্তমানে কয়েক ভাবে রবি সিমে এমবি দেখা যায়।

এর মধ্যে সবচেয়ে পুরনো পদ্ধতি হলো কোড ডায়াল করার মাধ্যমে রবি সিমের এমবি দেখা যায়। আর অন্যটি হলো অ্যাপস এর মাধ্যমে রবি সিমে এমবি দেখা যায়। অনেকে ডায়াল করার মাধ্যমে রবি সিমের এমবি দেখতে পারে। তবে অ্যাপসের মাধ্যমে কিভাবে রবি সিমে এমবি দেখা যায় সেটা অনেকেই জানে না।

যারা জানে না যে কিভাবে রবি সিমে এমবি দেখতে হয় মূলত তাদের জন্যই আমাদের আজকের এই আর্টিকেলটি। আশাকরি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে ভালো ভাবে পড়েন। তাহলে হয়তো খুব সহজেই রবি সিমের এমবি দেখার নিয়ম সমূহ সম্পর্কে ভালো ভাবে জানতে এবং বুঝতে পারবেন। তাহলে চলুন জেনে নেয়া যাক কিভাবে রবি সিমে এমবি দেখা যায়।

 

রবিতে এমবি দেখে কিভাবে

রবি সিমে সবচেয়ে সহজ পদ্ধতিতে এমবি দেখার নিয়ম হলো ডায়াল করা মাধ্যমে এমবি দেখা। সবাই ডায়াল করার মাধ্যমে এমবি তে সবচেয়ে বেশি পছন্দ করে। রবি সিম দিয়ে যদি আপনি ডায়াল করার মাধ্যমে এমবি দেখতে চান তাহলে এক্ষেত্রে আপনাকে ডায়াল করতে হবে *3#। এছাড়াও আপনি চাইলে *8444*88# ডায়াল করার মাধ্যমেও রবি সিমের এমবি দেখতে পারবেন। যদিও এটা অনেক পুরনো পদ্ধতি তবে নতুন পদ্ধতি রবি কোম্পানি যেটা চালু করেছে সেটা হল *3# এইটা ডায়াল করার মাধ্যমে খুব সহজেই রবি সিমের এমবি অনায়াসে যেকোন জায়গা থেকে দেখতে পারবেন।

 

রবি সিমে এমবি দেখার নিয়ম (অ্যাপস)

রবি সিমে যদি আপনি কোন রকম ডায়ালের ঝামেলা ছাড়াই এমবি দেখতে চান তাহলে এক্ষেত্রে প্রথমে আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। আর আপনি যদি আইফোন ব্যবহারকারী হন তাহলে ক্ষেত্রে আপনাকে আইফোন এর অ্যাপল অ্যাপ স্টোরে চলে যেতে হবে।

সেখানে গিয়ে আপনাকে মাই রবি লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর প্রথমে যেই অ্যাপসটি চলে আসবে রবি কোম্পানির অফিশিয়াল সেই অ্যাপসটি আপনাদের কে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর যদি ইনস্টল হয়ে যায় তাহলে মাই রবি অ্যাপসটি তে আপনাদের প্রথমে প্রবেশ করতে হবে।

প্রবেশ করার পর আপনি যেই সিমের এমবি দেখতে চান ওই রবি সিমের নাম্বারটি লিখে ওকে করে ক্লিক করে দিবেন এরপরে আপনার ওই নাম্বারে একটি ওটিপি কোড যাবে ওইটা করতেই যথাযথভাবে দিয়ে মাই রবি অ্যাপটিতে প্রবেশ করুন প্রবেশ করলে আপনার রবি সিমের এই নাম্বারে মাই রবি অ্যাপসটিতে একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।

এবার আপনি এই অ্যাপসের মাধ্যমে আপনার ফোনে কত এমবি আছে সেটা খুব সহজেই দেখতে পারবেন। এছাড়াও আপনি দেখতে পারবেন আপনার ফোনে কতটা এসএমএস বাকি রয়েছে, কতদিন তার মেয়াদ ও আপনার ফোনে কত মিনিট রয়েছে, সে মিনিটের মেয়াদ কতটুকু এ সমস্ত তথ্য আপনি অ্যাপটির মাধ্যমে জানতে পারবেন।

আবার যদি আপনি চান এই অ্যাপসটির মাধ্যমে বিভিন্ন ভাবে আপনার নাম্বারে মোবাইল রিচার্জ করতে পারবেন
এছাড়াও এই অ্যাপসটিতে অনেক ধরনের অফার থাকে সেই অফার গুলো ক্রয় করতে পারবেন। এরকম ধরনের সুযোগ-সুবিধা পাবেন। মাই রবি অ্যাপস শুধু মধ্যে সুযোগ সুবিধাগুলো পাবেন তাই নয় এরকম আরও অনেক তথ্য খুব সহজে জানতে পারবেন।

আমাদের দেশের অনেক গ্রাহকরাই রবি নেটওয়ার্ক সেবা বেশি পছন্দ করে। আপনি জানলে অবাক হবেন যে রবি সেবা আমাদের দেশের সবচাইতে জনপ্রিয় হওয়ার মূল কারণ হল এর ইন্টারনেট সেবা। রবিতে ইন্টারনেট যেমন সস্তা সেই সাথে রবি ইন্টারনেট কানেকশন ও অন্যান্য নেটওয়ার্ক এর চাইতে সবচাইতে বেশি।

এমন জায়গা আছে যেখানে অন্যান্য মোবাইল ফোনে নেটওয়ার্ক না পেলে ও রবি সিমের নেটওয়ার্ক ঠিকই পাবেন। এছাড়াও যদি আপনি কখনো কম দামে এমবি ক্রয় করতে চান তাহলে সেখানে রবি থাকবে সবার আগে। যেখানে অন্যান্য মোবাইল সেবা প্রদানকারী কোম্পানি ৩০ দিনের জন্য ৩০ জিবি এমবি এর দাম রাখে ৪০০ থেকে ৭০০ টাকা, সেখানে রবি ৩৫০ টাকা রাখে।

আশা করি আপনারা এখন রবি সিমে কিভাবে ডায়াল করার মাধ্যমে এমবি দেখা যায় সেটা সম্পর্কে জানতে পারলেন। এছাড়া ও আরও জানতে পারলেন যে অ্যাপস এর মাধ্যমে কিভাবে রবি সিমে এমবি দেখা যায়। এখন আপনি হয়তো খুব সহজেই রবি সিমে অ্যাপস ও ডায়াল করার মাধ্যমে খুব সহজেই যে কোন জায়গায় যেকোনো মুহূর্তে এমবি চেক করতে পারবেন।

এর পরও যদি কেউ কোন কিছু ভালো ভাবে বুঝতে বা জানতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার সমস্যাটি লিখে আমাদের কে বলতে পারেন। আশা করি আমরা আপনার সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর আপনি ও খুব সহজেই রবি সিমে এমবি দেখার নিয়ম সম্পর্কে জানতে পারবেন।

 

জানতে ও জানাতে চাই।