আজকের আর্টিকেলটি পড়ার পর তোমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের নির্ধারিত কাজ ইসলাম ও ইমানের সম্পর্ক, কপটতা, নবি-রাসুল এবং হাশরের ময়দান সমাধান করতে পারবে।
ইসলামের সাথে ইমানের সম্পর্ক খুবই নিবিড় কথাটির ব্যাখ্যা
ইসলামের মূল বিষয়গুলো প্রতি বিশ্বাস কে ঈমান বলে। প্রকৃত অর্থে আল্লাহতালা, নবী রাসুল, ফেরেশতা, আসমানী কিতাব, আখিরাত, তাকদিরে বিষয়গুলো মনেপ্রাণে বিশ্বাস করা, মুখে স্বীকার করা ও তদনুযায়ী আমল করা কে ইমান বলে।
ইসলামের এই সাতটি বিষয়ের কোন একটি ওপর পড়ে থাকলে ঈমান সম্পন্ন হবে না।
তাই বলা যায়, ইসলামের সাথে ঈমানের সম্পর্ক খুবই নিবিড়
আরও দেখুনঃ