happy new year bangla

বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনকে যদি নতুন বছরের শুভেচ্ছা 2023 পিক দিয়ে জানাতে চান তাহলে ধৈর্য নিয়ে আমাদের গাইডলাইন পড়ুন। আমরা এমন দুর্দান্ত সব পিক দিব যা দেখে সবাই অনেক আনন্দিত হবে। আপনি নিশ্চয়ই চাইবেন আপনার পাঠানো শুভেচ্ছা অন্যদের চেয়ে ইউনিক হউক। আমরা দিচ্ছি ইউনিক সব পিক।

এ ছাড়া নতুন বছরের শুভেচ্ছা 2023 ব্যানার দিয়েও অভিবাদন করতে পারেন নতুন বছরকে। এতে আপনার অভিরুচি ফুটে উঠবে চমৎকারভাবে। নতুন বছরের শুভেচ্ছা 2023 পোস্টার এর মাধ্যমেও জানাতে পারবেন। আমরা সব আয়োজনই সম্পন্ন করেছি। চলুন তাহলে এবার দেখে নেই নতুন বছরের আগমন উপলক্ষে কি কি পিক, ব্যানার, পোস্টার নিয়ে এসেছি।

নতুন বছরের শুভেচ্ছা

নতুন বছরের শুভেচ্ছা 2023 বার্তা

দেখতে দেখতে আরও একটি বছর চলে যাচ্ছে এ ধরা থেকে। একের বিদায় অন্যের আগমন এ ধারা মেনেই প্রতি বছর নতুন বছর হাজির হয় আমাদের সামনে। মহাকালের গর্ভে বিলীন হয়ে যাবে আরও একটি বছর। তাই আমরা সবাই মুখিয়ে আছি নতুন বছরকে স্বাগত জানাতে। নতুন বছর উপলক্ষে প্রিয় মানুষদের শুভেচ্ছা জানিয়ে উদযাপন করা হয়।

শুভেচ্ছা সবাই লিখতে পারে কিন্তু মানুষের মনে দাগ কেটে যাবে এ রকম শুভেচ্ছা ক’জন লিখতে পারে? হ্যাঁ মনে দাগ কাটানোর মতই আমরা দুর্দান্ত সব শুভেচ্ছা বার্তা নিয়ে এসেছি আপনাদের জন্য। যে কোন একটা কপি করে পাঠিয়ে দিন আর তাক লাগিয়ে দিন সবাইকে। নতুন বছরের শুভেচ্ছা বার্তাগুলো পয়েন্ট আকারে উল্লেখ করা হল।

  • নতুন বছর মানেই সব কিছু নতুন। পুরানো দুঃখ, কষ্ট ভুলে গিয়ে নতনত্বের আনন্দে মেতে উঠি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
  • জানি হাজার হাজার শুভেচ্ছার ভিড়ে আমার শুভেচ্ছা খুঁজে পাবে না। তবুও জানিয়ে গেলাম নতুন বছরের শুভেচ্ছা। অবহেলিত আমি এর বেশি কিইবা করতে পারি!!

নতুন সকাল নতুন দিন

নতুন করে শুরু,

যা হয়না যেন শেষ,

নতুন বছরের অনেক শুভেচ্ছার

সাথে পাঠালাম তোমায় এই এসএমএস।

Happy New Year Wish

কাটবে রাত, আসবে প্রভাত।

যাক মুছে যাক পুরাতন সব দুঃখ।

নতুন বছর, নতুন আশা,

সঙ্গে থাকুক ভালবাসা।

হ্যাপি নিউ ইয়ার ২০২৩

নতুন বছর নতুন নতুন আশা ও লক্ষ্য নিয়ে আমাদের কাছে আসছে,

আপনাকে এবং আপনার পরিবারকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।

যেটুকু ভুল ছিল সুধরে নিব,

না পাওয়ার কষ্ট টুকু ভুলে যাব,

সবারে বাসবো ভাল,

এ প্রত্যয়ে শুরু হোক নতুন বছর।

হ্যাপি নিউ ইয়ার।

Happy New Year wish pic

আবার আসলো জানুয়ারি মাস, গরমের অবসানে,

নতুন বছরের নতুন হাওয়া উষ্ণতা দিলো প্রানে ।

মনের সকল গ্লানি ভুলে জীবন গড় নতুন ভাবে ,

নতুন নতুন স্বপ্ন দেখো নতুন বছরের টানে ।

১, ২, ৩ নতুন বছরের শুভেচ্ছা নিন।

৪, ৫, ৬, কারও এস এম এস কপি করে নয়।

৭, ৮, ৯ হাজার হাজার বছর যেন নববর্ষের এরকম উল্লাস রয়।

শুভ নববর্ষ ২০২৩

happy New year

দুঃখগুলো ঝেড়ে ফেলো, নতুন কিছু স্বপ্ন গড়ো

নতুন বছর নতুন আশা, রইলো কিছু বন্ধু ভালোবাসা, হ্যাপি নিউ ইয়ার ২০২৩।

নতুন বছর আসুক নিয়ে নতুন নতুন আশা,

পৃথিবীতে ছড়িয়ে দিক শুধুই ভালোবাসা ।

হানা-হানি বেধাবেদ সব কিছু ভুলি,

এসো সবাই মিলে মিশে সৎ পথে চলি ।

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ।

Happy New Year Wishes Photos

নিউ ইয়ার দিচ্ছে উঁকি,

আর মাত্র কিছুক্ষণ বাকি,

গাছে গাছে উড়ছে পাখি,

বন্ধু তোমায় বলে রাখি।

“Happy New Year, 2023”।

  • বছর শেষে আসবে ভেসে ,নতুন একটি দিন। এই নতুন দিনটিকে আপনারা সবাই ভালবেসে নিন। থাকবে না কোন জ্বালা, থাকবে না কোন কষ্ট, সবকিছু দিয়ে মন থেকে করে ফেলো নষ্ট। হ্যাপি নিউ ইয়ার ২০২৩।
  • ফুরিয়ে গেলো ২০২২ সময় হলো বিদায় বেলার,,, নতুন দিনে নতুন ভাবে দেখা হবে দুজনে আবার, একটি বছর মিলে মিশে কেটে যাবে আগের মতো 2023 তে করবো জয় দুঃখ ব্যথা বেদনা আছে যত।

নতুন বছরের পিক

কোন কিছুকে ভিজুয়ালি প্রেজেন্ট করার জন্য পিক সবচেয়ে ভাল মাধ্যম। একটা পিকে সব কিছু জীবন্ত হয়ে উঠে। আপনার মনের ভাব, আকাঙ্খা,  আবেগ সব কিছুই পিকের মাধ্যমে বুঝানো যায়। তাই নতুন বছর উপলক্ষে পিক দিয়ে শুভেচ্ছা জানানো খুব ভাল একটি মাধ্যম। আমরা গবেষণা করে সময়োপযোগী দারুণ পিক সংগ্রহ করেছি। এগুলো যেমন ক্রিয়েটিভ তেমনি গভীর বার্তা দেয়।

নতুন বছরের পিক

নান্দনিক ডিজাইন আর কালারের কম্বিনেশনে পিকগুলো আপনারই প্রতিনিধিত্ব করবে। আপনার প্রিয় মানুষ, বন্ধুবান্ধব কিংবা বাবা মা যাকেই পিক দিয়ে শুভেচ্ছা পাঠান না কেন সবাই খুশি হবে৷ তো আর দেরি না করে ডাউনলোড করে নিন আপনার পছন্দের পিকটি।

সব নতুন শুরুগুলোই
একদিন না একদিন শেষ হয়ে যাবে…
তাকে স্মৃতির মণিকোঠায় স্থান দেওয়ার
সবচেয়ে ভালো উপায় হল
এমন কিছু ভালো কাজ করা যাতে
তা সারা জীবনের জন্যে তোমার মনে
জীবিত থাকবে!
হ্যাপী নিউ ইয়ার…2023

happy new year

আবার আসলো জানুয়ারি মাস, গরমের অবসানে,
নতুন বছরের নতুন হাওয়া উষ্ণতা দিলো প্রানে ।
মনের সকল গ্লানি ভুলে জীবন গড় নতুন ভাবে ,
নতুন নতুন স্বপ্ন দেখো নতুন বছরের টানে ।
* হ্যাপি নিউ ইয়ার *

কেটে যাক ২০২২ সালের সব গ্লানি। আনন্দে ভরে উঠুক ২০২৩ সাল – শুভ নববর্ষ।

নয়া বছর, নয়া সূর্যোদয়, নয়া শুরু, নয়া পথ চলা – হ্যাপি নিউ ইয়ার ২০২৩

নতুন বছরের শুভেচ্ছা

“নতুন সকাল নতুন দিন
নতুন করে শুরু,
যা হয়না যেন শেষ,
নতুন বছরের অনেক শুভেচ্ছার
সাথে পাঠালাম তোমায় এই SMS”

“নতুন বছরের নতুন দিনে
আপনাদের জানাই সুস্বাগতম
শুভ নববর্ষ”

“New year দিচ্ছে উঁকি,
আর মাত্র কিছুক্ষন বাকি,
গাছে গাছে উড়ছে পাখি,
বন্ধু তোমায় বলে রাখি
❦~Happy New Year~❦”

Happy New Year Gifs

নতুন বছরের শুভেচ্ছা ব্যানার

আজকাল ব্যানারও শুভেচ্ছা জানানোর জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠছে৷ বিশেষ করে কোন সংগঠনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য ব্যানার সেরা মাধ্যম। শুভেচ্ছা জানানোর জন্য ব্যানার এমনভাবে ডিজাইন করতে হয় যাতে সব বয়সের সব অভিরুচির মানুষের কাছে শুভেচ্ছার গভীরতা ফুটিয়ে তোলা যায়।

নতুন বছরের শুভেচ্ছা ব্যানার

 

নতুন বছরের নতুন সূর্য
বয়ে আনুক আপনার আনন্দ
নতুন বছরের নতুন আলো
জীবন হোক সবার ধন্য
নতুন বছরের নতুন আশা
সবাই মিলে বাধো সুখের বাসা
(( হ্যাপি নিউ ইয়ার ))

নতুন বছরের শুভেচ্ছা ব্যানার 2023

এ কাজটা সহজ মনে হলেও সংশ্লিষ্ট খাতে অভিজ্ঞ ব্যক্তি ছাড়া সঠিকভাবে করা কঠিন। তাইতো আপনার হয়ে আমরাই সেই কাজটা করে দিয়েছি। আপনাদের জন্য আমরা নিয়ে এলাম এক ঝাঁক ঝলমলে নতুন বছরের শুভেচ্ছা ব্যানার কালেকশন। চোখ ধাধানো ব্যানারগুলো দেখে নিন।

Happy new year 2023 poster

নতুন বছরের শুভেচ্ছা 2023 পোস্টার

অনলাইনের যুগে অফলাইনে নতুন বছরের শুভেচ্ছা জানানোর প্রয়োজনীয়তা একবারেই ফুরিয়ে যায় নি। অহেতুক প্রিন্টিং দোকানে ঘুরাঘুরি না করে আমাদের কালেকশন থেকে বিনা মূল্যে ডাউনলোড করে নিন নতুন বছরের শুভেচ্ছা 2023 পোস্টার। চোখ বুলিয়ে নিন কি কি পোস্টার থাকছে আমাদের আজকের আয়োজনে।

নতুন বছরের শুভেচ্ছা 2023 পোস্টার

2023 New Year card

শেষ কথা

নতুন বছর মানেই সব সময় আনন্দের। পরস্পরকে শুভেচ্ছা জানিয়ে নতুন বছরকে আরও রঙিন করে তুলব। আশা করি আমাদের আজকের টিউটোরিয়াল থেকে শুভেচ্ছা জানানোর মত সব উপাদানই পেয়ে গেছেন।

I hope you are enjoying this article. Thanks for visiting this website.