Home টিপস মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড কিভাবে করবেন

মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড কিভাবে করবেন

0
muktopaath certificate download

মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড কিভাবে করবেন, তা জানার জন্য সকলে হন্য হয়ে খুজছেন। আমি নিশ্চিত করে বলতে পারি আপনি একটা গুরুত্বপূর্ণ ওয়েবসাটে প্রবেশ করেছেন। এই সাইট থেকে আপনি জানতে পারবেন মুক্তপাঠের সার্টিফিকেটের কি কি ভ্যালু আছে অ্যান্ড তা কিভাবে কাজে লাগাতে পারবেন। দৈনন্দিন জীবনে আপনারা বিভিন্ন কোর্স করার মাধ্যমে যখন নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে চান অথবা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সেই বিষয়ে নিজেদেরকে এগিয়ে রাখতে চান তখন মুক্তপাঠ ওয়েবসাইট আপনাদেরকে সেই ধরনের সুবিধা অনলাইন এর মাধ্যমে প্রদান করে থাকে। তাই কোন একটি কোর্স সম্পন্ন করেছেন এবং সফলভাবে ভালো নাম্বার পেয়ে সম্পন্ন করেছেন এমন সকল ব্যক্তিরা নিজ নিজ সার্টিফিকেট নিজেরাই ডাউনলোড করতে পারবেন।

তারপরেও কোন কারনে যদি সেই সার্টিফিকেট ডাউনলোড করার উপায় আপনাদের না জানা থাকে অথবা কিভাবে ডাউনলোড করতে হবে তা বুঝতে না পেরে থাকেন তাহলে আমাদের ওয়েবসাইটের এই পোস্ট এর মাধ্যমে আপনারা তা জেনে নিবেন।

সার্টিফিকেট ডাউনলোড করতে ড্যাশবোর্ড এর সার্টিফিকেট অপশন এ গিয়ে নির্ধারিত বক্সে ক্লিক করুন।

muktopaath certificate download

মুক্তপাঠের সার্টিফিকেটের কি কোন ভ্যালু আছে?

অনেই জানতে চেয়েছেন  মুক্তপাঠের সার্টিফিকেট কি আমি কোথাও ব্যবহার করতে পারবো? তাদের জন্য আজ আমরা নিয়ে এসেছি সহজ ও সরল উত্তর, যা পরে আপনি সব ভালো ভাবে বুজতে পারবেন.

 মুক্তপাঠের সার্টিফিকেট আমি কোথায় ব্যবহার করতে পারবো?

  •  মুক্তপাঠের কোর্স সম্পন্ন করার পর যে সার্টিফিকেট দেয়া হয় তা কোর্স প্রোভাইডার প্রতিষ্ঠানের অথরাইজড সার্টিফিকেট হয়ে থাকে, সুতরাং অবশ্যই সার্টিফিকেট টির ভ্যালু আছে।
  • বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছে মুক্তপাঠের নির্দিষ্ট কিছু কোর্সের গ্রহণযোগ্যতা রয়েছে।
  • যেমনঃ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালনায় চিকিৎসকদের জন্য করোনাভাইরাস (কোভিড-১৯) সম্পর্কিত অনলাইন প্রশিক্ষণ কোর্সটি করে শুধু মাত্র চিকিৎসকরা সেচ্ছাসেবী চিকিৎসক হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা কন্ট্রোল হটলাইন-এ যুক্ত হয়ে চিকিৎসা পরামর্শ ও সেবা দিতে পারছেন।
  • এছাড়া সরকারি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয় গুলোর শিক্ষকদের মধ্য থেকে এটুআই পরিচালিত ICT4E জেলা অ্যাম্বাসেডরশীপ প্রোগ্রামের আওতায় অ্যাম্বাসেডর নির্বাচিত হতে হলে মুক্তপাঠের বেসিক টিচার্স ট্রেনিং ও মাল্টিমিডিয়া কনটেন্ট ডেভেলপমেন্ট কোর্স দুটি করা ও এর সার্টিফিকেট প্রদর্শন বাধ্যতামূলক।

 আরও জানতেঃ মুক্তপাঠে রেজিষ্ট্রেশন / লগইন করবো কিভাবে? ( muktopaath login)

সার্টিফিকেট ডাউনলোড হচ্ছে না কেন?

কোর্সের নাম ও ব্যাচ নম্বর লিখে info.muktopaath@gmail.com এই ঠিকানায় ইমেইল করুন।