মায়ের বলা বিশেষ প্রক্রিয়ায় গুরুত্ব উদ্ভিদ জীবনে কতখানি তা নিচে ব্যাখ্যা করা হলো: উদ্দীপকে মায়ের বলা বিশেষ প্রক্রিয়ায় হলো অভিস্রবণ । অভিস্রবণের গুরুত্ব হলো :
১দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করা থাকে তবে কম ঘনত্বের দ্রবণ থেকে পানি অর্থাৎ দ্রাবক অনু অধিক ঘনত্ব দ্রবণের স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে অভিস্রবণ বলে
২. উদ্ভিদ অভিস্রবণ প্রক্রিয়ায় মূল্যবোধে পানি উদ্ভিদের পাতায় পৌঁছে উদ্ভিদের পাতায় পানি পৌঁছানোর ফলে সেখানে খাদ্য উৎপাদন হয়।
২.এ প্রক্রিয়ার ফলে উদ্ভিদের মূলরোমের ব্যাপন চাপ ঘাটতির সৃষ্টি হয় ।এ ব্যাপন চাপ ঘাটতি উদ্ভিদকে পানি শোষণ এর সহায়তা করে।
৩. অভিস্রবণ এর ফলে মূলরোমের পানি পাতায় পৌঁছে যায় ফলে উদ্ভিদ অতিরিক্ত পানির চাপ মুক্তি পায়।
৪. অভিস্রবণ একটি উদ্ভিদের জৈবিক প্রক্রিয়া প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে উদ্ভিদের খাদ্য উৎপাদন অসম্ভব হয়ে পড়ে এর ফলে উদ্ভিদের মৃত্যু ঘটতে পারে তাই বলা যায় উদ্ভিদ জীবনে অভিস্রবণের গুরুত্ব অপরিসীম।
আরও দেখুনঃ
- কোষ বিভাজন কাকে বলে?
- মাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী প্রক্রিয়াটি উদ্ভিদের বৃদ্ধিতে কীভাবে ভূমিকা রাখে
- মিয়োসিস কোষ বিভাজনকে হ্রাস মূলক বিভাজন বলা হয় কেন? ব্যাখ্যা কর