আমাদের যাদের কম্পিউটার রয়েছে তাদের সবারই কিন্তু অবশ্যই মাইক্রোসফট একাউন্ট থাকে। ইন্টারনেটে নিরাপদ থাকার জন্য ও বিভিন্ন ধরনের সমস্যা থেকে মাইক্রোসফ্ট কম্পিউটার নিরাপদ রাখা খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। তো আমাদের যাদের মাইক্রোসফট একাউন্ট রয়েছে। তাদের কিন্তু মাইক্রোসফট একাউন্ট লগইন করতে হলে বারে বারে লগইন করতে হয়। কেমন হবে যদি কোন ধরনের পাসওয়ার্ড ছাড়াই আপনি আপনার মাইক্রোসফট একাউন্টে লগইন করতে পারেন।

হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আজকের এই আর্টিকেলে আপনি জানতে পারবেন যে কিভাবে মাইক্রোসফট একাউন্ট এ কোন ধরনের পাসওয়ার্ড ছাড়া লগইন করা যায়। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন। তাহলে কিন্তু আপনি খুব সহজেই মাইক্রোসফট একাউন্ট এ কোন ধরনের পাসওয়ার্ড ছাড়া লগইন করার উপায় জানতে পারবেন। তাহলে চলুন জেনে নেই কিভাবে মাইক্রোসফট একাউন্ট এ কোন ধরনের পাসওয়ার্ড ছাড়াই লগইন করবেন।

মাইক্রোসফট একাউন্টে পাসওয়ার্ড ছাড়া লগইন করার উপায়

আপনি যদি চান যে মাইক্রোসফট একাউন্টে সব সময়ে পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন না। শুধু মাত্র একবার পাসওয়ার্ড দিয়েই মাইক্রোসফট একাউন্টে লগইন করবেন। তাহলেই এই পদ্বতি অনুসরণ করবে। মাইক্রোসফট একাউন্ট এ যদি কোন ধরনের পাসওয়ার্ড
ছাড়া প্রবেশ করতে চান তাহলে প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার মাইক্রোসফট একাউন্টে। সেখানে কিন্তু প্রথমবার আপনাকে সাইন ইন বা লগইন করতে হবে। লগইন করার পর আপনাকে চলে যেতে হবে একাউন্টের সিকিউরিটি অপশনে। সিকিউরিটি সেটিংস নামক অপশনটিতে যেতে পারেন অথবা নিচের https://account.microsoft.com/security লিঙ্কে ক্লিক করে ভিজিট করতে পারেন।

এখানে ক্লিক করে ভিজিট করার পর আপনাকে খুঁজে নিতে হবে অ্যাডভান্স সিকিউরিটি (Advanced security) নামক একটি অপশন। এখান থেকে চলে যেতে হবে এডিশনাল সিকিউরিটি (Additional security) নামের আরেকটি অপশনে। এডিশনাল সিকিউরিটি (Additional security) অপশনে চলে যাওয়ার পরে এবার আপনাকে চলে যেতে হবে পাসওয়ার্ড লেস একাউন্ট (Passwordless account) নামক একটি অপশনে।

সেখানে কিন্তু আপনি খুব সহজেই আপনার নিরাপত্তা অপশনই বেছে নিতে পারবেন। এখন যদি আপনি চান কোন ধরনের পাসওয়ার্ড ছাড়া লগইন করতে। তাহলে কিন্তু এখানে সেই সিস্টেমটি চালু করে নিতে হবে। একবার চালু করলেই আপনি বারে বারে কোন ধরনের পাসওয়ার্ড ছাড়াই আপনার মাইক্রোসফট একাউন্টে লগইন করে মাইক্রোসফট ব্যবহার করতে পারবেন।

যদি কখনো আপনি মনে করেন যে আপনার মাইক্রোসফট একাউন্ট এ বারে বারে পাসওয়ার্ড দেওয়ার ঝামেলা থেকে রক্ষা পেয়ে খুব সহজে কোন ধরনের পাসওয়ার্ড ছাড়া লগইন করতে চাচ্ছেন। তাহলে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই আমাদের উপরের এই টিপস টা ভালোভাবে ফলো করে বা অনুসরণ করার মাধ্যমে কোন ধরনের পাসওয়ার্ড ছাড়াই মাইক্রোসফট একাউন্টে লগইন করতে পারবেন।

যদি আপনি পাসওয়ার্ড ছাড়াই মাইক্রোসফট অ্যাকাউন্ট লগইন করতে না চান তাহলে কিন্তু এটা করবেন না। যদি না চান যে আপনি মাইক্রোসফট একাউন্টে আবার লগইন করবেন। তাহলে কিন্তু এটা আপনার করার কোন প্রয়োজন নেই। যেহেতু ইন্টারনেটের নিরাপত্তার জন্য আপনাকে অবশ্যই সব ধরনের সিকিউরিটি মেনে চলতেই হবে।

কেননা যতটা বেশি আপনি সিকিউরিটি মেইনটেইন করে মাইক্রোসফট একাউন্ট ব্যবহার করবেন। ততটাই বেশি আপনার একাউন্ট নিরাপদ থাকবে। কেননা বর্তমান সময়ে কিন্তু অনেক ধরনের ভাইরাস ও ম্যালওয়্যারের কারণে নিরাপত্তাজনিত সমস্যার দুর্বলতায় হ্যাকারেরা আপনার বিভিন্ন ধরনের ব্যক্তিগত তথ্য ও ইনফরমেশন হাতিয়ে নিতে পারে।

এতে করে কিন্তু আপনি অনেক বড় ধরনের সমস্যায় পড়তে পারেন। তাই আমি বলবো যে যদি আপনার মনে হয় যে মাইক্রোসফট একাউন্ট বার বার লগ-ইন করতে চাচ্ছি না পাসওয়ার্ড দিয়ে। আর পাসওয়ার্ড ছাড়া লগইন করতে চাচ্ছি। তা হলেই আপনারা এই টিপস টা ফলো করার মাধ্যমে মাইক্রোসফট একাউন্টে কোন ধরনের পাসওয়ার্ড ছাড়া লগইন করতে পারেন।

আশা করি আজকের এই আর্টিকেল থেকে আপনি জানতে পারলেন যে মাইক্রোসফট একাউন্ট পাসওয়ার্ড ছাড়া লগইন করার উপায় সম্পর্কে। যেখানে আপনার লগইন ইনফর্মেশন পাসওয়ার্ড দিতে হবে না। আপনি আপনার মাইক্রোসফট একাউন্টে খুব সহজেই লগইন করে ইউজ করতে পারবেন। আর এই জন্য আপনাকে কিন্তু কোন ধরনের পাসওয়ার্ড দিতে হবে না।

এরপর যদি আপনি বুঝতে পারেন যে কিভাবে মাইক্রোসফট একাউন্ট লগইন বা ইনফর্মেশন বারে বারে না দিয়ে অথবা পাসওয়ার্ড দিয়ে লগইন করা যায়। তাহলে অবশ্যই আমাদের কে কমেন্ট বক্সে আপনার সমস্যাটি কমেন্ট করে জানাতে পারেন। যাতে করে আমরা আপনার সমস্যাটি সমাধান করে দিতে পারি। আর আপনিও যেন মাইক্রোসফট একাউন্ট কোন ধরনের পাসওয়ার্ড ছাড়া খুব সহজেই লগইন করতে পারেন।

জানতে ও জানাতে চাই।