ইসলামের দৃষ্টিতে কায়েসের দৃষ্টিভঙ্গি কীসের পরিচায়ক? আলোকপাত কর।
কায়েস ইবনে সাদ মুহাম্মাদের সাহাবাদের মধ্যে অবস্থান দখল করে আছেন। তাকে মুসলিম সেনাবাহিনীর অন্যতম প্রধান নেতা হিসাবে দেখা হয়। কয়েস ইবনে সাদ যুদ্ধে অটল প্রতিরক্ষার জন্য পরিচিত ছিলেন। তিনি ইসলামী নবী মুহাম্মদের অন্যতম সাহাবী হওয়ার গৌরব অর্জন করেছিলেন। কায়েস আলী ইবনে আবি তালিবেরও অন্যতম অনুগত সাথী ছিলেন।