Korea Lottery Result

দক্ষিণ কোরিয়া লটারি ২০২৫ (korea registration) আবেদন ও রেজাল্ট বিস্তারিত তথ্য

কোরিয়া লটারি ২০২৫. কোরিয়া প্রজাতন্ত্রে (দক্ষিণ কোরিয়া) চাকরির বিজ্ঞপ্তি গত ২১ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল) এর অফিসিয়াল ওয়েবসাইট www.boesl.org.bd / www.boesl.gov.bd তে প্রকাশ করা হয় । দক্ষিণ কোরিয়ায় চাকুরির জন্য যেতে ইচ্ছুকদের EPS-TOPIK CBT এর বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করা হল ।

কোরিয়া লটারি ২০২৫ আবেদন বিজ্ঞপ্তি

কোরিয়া প্রতি বছরের মত এবারও ইপিএস টপিক সিবিটি ২০২৫ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । এতে করে বেশ কিছু বেকার যুবকের কোরিয়ায় তাদের ক্যারিয়ার গড়ার সুযোগ হয়েছে । আমাদের অনেকেই কোরিয়া লটারি  সম্পর্কে ধারণা না থাকার কারনে অনেক বড় সুযোগ হাতছাড়া করেন । আজকে আমরা দেখব কোথায় কিভাবে আবেদন করতে হয় এবং কি কি লাগবে আবেদনের জন্য । দেরি না করে শুরু করা যাক –

ইপিএস কর্মসূচির আওতায় দক্ষিণ কোরিয়ায় কর্মী নির্বাচনের লক্ষ্যে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণে অনলাইন চুড়ান্ত নিবন্ধন-২০২৫ (কোরিয়ান ভাষা পারদর্শী) সংক্রান্ত নোটিশ (১১তম বিদেশি শ্রমিক নিয়োগের পয়েন্ট সিস্টেম)

সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, কোরিয়া প্রজাতন্ত্-এর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-এর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির ভিন্তিতে এমপ্রয়মেন্ট পারমিট সিন্টেম ইপিএস) কর্মসূচির বাস্তবায়ন করা হয়। ইপিএস কর্মসূচির আওতায় দক্ষিণ কোরিয়ার উৎপাদন শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, কনস্ট্রাকশন ও মৎস্য (সমুদধ ও উপকূলবর্তী) খাতে বাংলাদেশি প্রার্থীদের চাকরির লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার নির্ধারিত জব রোস্টারে অন্তর্ভুক্তির জন্য কোরিয়ান ভাষা পরীক্ষায় (ইউবিটি) অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত যোগ্যতা ও শর্তপূরণ সাপেক্ষে
নির্ধারিত নিবন্ধন সাইট eps.boesl.gov.bd  অনলাইন নিবন্ধন সম্পনন করা যাবে;

২| নিবন্ধনের ধাপ: এইচআরডি কোরিয়ার চাহিদা মোতাবেক মোট ৪৩,০৫২ (তেতাল্লিশ হাজার বায়ান্ন) জন প্রার্থী নিম্নবর্ণিত দুই ধাপে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন:

  • কোরিয়ান ভাষা পারদর্শীদের বিশেষ পদ্ধতিতে (আগে আসলে আগে পাবেন ভিন্তিতে) ৩০,৬৫২ জন (উৎপাদন শিল্প- ১৭৪৬০, মহস্য-৭৭৬০ ও কনন্ট্রীাকশন- ৪২৬৮ এবং জাহাজ নির্মাণ-১১৬৪);
  • লটারি পদ্ধতিতে ১২,৪০০ জন (উৎপাদন শিল্প)।
  • প্রার্থীরা যেকোনো একটি ধাপে আবেদন করতে পারবে।
  • কোনো প্রার্থী দুই ধাপে আবেদন করলে তার নিবন্ধন বাতিল! বলে গণ্য হবে।

৩| অংশগ্রহণের যোগ্যতা

৩.১। কোরিয়ান ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে;
৩.২। শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান;
৩.৩। বয়স সীমা ১৮ থেকে ৩৯ বহর (জন্ম তারিখ ফেব্রুয়ারি ২০, ১৯৮৫ হতে ফেব্রুয়ারি ২০, ২০০৬ এর মধ্যে হতে হবে);
৩.৪। পাসপোর্ট-এর মেয়াদ ২০ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত হালনাগাদ থাকা সাপেক্ষে;
৩.৫। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্চে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে;
৩.৬ 31) 0010, [010008]ট 820. [)8:2097005) কাজ করার আগ্রহ থাকতে হবে;
৩.৭। উৎপাদন শিল্প, জাহাজ নির্মাণ, কনস্ট্রাকশন ও মৎস্য খাতে প্রশিক্ষণসহ বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;
৩.৮। কালার ব্লাইন্ডনেস বা রও বোঝার সক্ষমতার সমস্যা মুক্ত হতে হবে;
৩.৯। পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ ও কথোপকথনে মাজিত হতে হবে;
৩.১০। মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
৩.১১। ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তিপ্রাপ্ত ব্যক্তিরা অযোগ্য বলে বিবেচিত হবেন;
৩.১২। দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
৩.১৩। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন এবং

Hrd Boesl Korea Lottery Result

কিছু সময়ের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হবে আমাদের এই পেইজে। পেইজটি সেয়ার ও বুকমার্ক করে রাখুন সবার আগে রেজাল্ট দেখতে।।

  • আবেদন শুরু – ২০ ফেব্রুয়ারী  ২০২৫ সকাল ১০ টা
  • আবেদন শেষ – ২১ ফেব্রুয়ারী ২০২৫ খ্রি. বিকাল ৫টা
  • বয়সসীমা – জন্মতারিখ ২৯ অগাস্ট, ১৯৮২ খ্রি. থেকে ২৮ অগাস্ট, ২০০৪ খ্রিস্টাব্দের মধ্যে
  • ফলাফল প্রকাশ- ৭ মার্চ, ২০২৫ খ্রি. তারিখ বুধবার দুপুর ১২ টায়

আবেদনের যোগ্যতা ও নিয়মাবলিঃ

কোরীয় ভাষা পারদর্শীদের বিশেষ পদ্ধতিতে ৩০,৬৫২ জন

কোরিয়ান ভাষা পরীক্ষা (ইউবিটি)-এ অংশগ্রহণের লক্ষ্যে কোরীয় ভাষা পারদর্শী এবং উপরে বর্ণিত ৩ ও
৪ উল্লিখিত শর্তাবলী পূরণকারী আগ্রহী প্রার্থীগণকে আগামী ২০ ফেব্রুয়ারি সকাল ১০টা হতে ২১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিকাল ৪টা এর মধ্যে আগে আসলে আগে পাবেন (First Come First Serve) ভিন্তিতে নির্ধারিত
নিবন্ধন সাইটে চাহিত তথ্য (যেমন নাম, জন্ম তারিখ, পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, পিতা ও মাতার
নাম, পিতা ও মাতার জাতীয় পরিচয়পন্রষজন্ম নিবন্ধন নম্বর, রঙিন পরিস্কার পাসপোর্ট কপি, ব্যকগ্রাউন্ড সাদা
রঙিন পরিষ্কার ছবি, নিজন্ব মোবাইল নম্বর ও ইমেইলসহ প্রয়োজনীয় তথ্য পূরণপূর্বক প্রাথমিক নিবন্ধন সম্পন্ন
করতে হবে। চূড়ান্তভাবে উত্তীর্ণদের রোস্টারের সময় উৎপাদন শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, কনস্ট্রাকশন ও মৎস্য
খাতে বর্ণিত স্যাব-ক্যাটাগরি অনুযায়ী প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন করতে হবে।

৬.১.২। নির্ধারিত ৩০,৬৫২ জন (উৎপাদন-১৭৪৬০, মৎস্য-৭৭৬০, জাহাজ নির্মাণ-১১৬৪ ও কনস্ট্রাকশন-৪২৬৯৮) প্রার্থীর চুড়ান্ত নিবন্ধনের লক্ষ্যে ২০% বৃদ্ধি হারে ৩৬,৭৮২ (ছত্রিশ হাজার সাতশ বিরাশি) জন (উৎপাদন-২০৯৫২, মৎস্য-৯৩১২, জাহাজ নির্মাণ-১৩৯৭ ও কনন্ট্রাকশন-৫১২২) প্রার্থী প্রাথমিক নিবন্ধন সম্পন্ন হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন সাইট বন্ধ হয়ে যাবে। তবে যদি একই সাথে (in parallel) একাধিক প্রার্থী শেষ ব্যক্তি হিসেবে আবেদন সম্পন্ন করেন, তবে তাদের সকলকেই প্রাথমিক নিবন্ধন এর সুযোগ দেয়া হবে। প্রাথমিক নিবন্ধন সুষ্ঠুভাবে সম্পন্ন করলে প্রার্থী একটি ( Submission ID) পাবেন যার ফরম্যাট নিম্নরূপঃ 24000900011 । Submission ID) এর শেষের ৫ ভিজিট দ্বারা প্রাথমিক নিবন্ধিত প্রার্থীর ক্রমিক বোবা যাবে।

৬.১.৩। প্রাথমিক নিবন্ধিত প্রার্থীদের মধ্য হতে প্রথম ৩০,৬৫২ (ত্রিশ হাজার হুয়শ বায়ান) জন প্রার্থী
(Submission ID 24009000901 থেকে 240030652) চুড়ান্ত নিবন্ধনের লক্ষ্যে আগামী ২০ ফেব্রুয়ারি
সকাল ১০ টায় হতে ২১ ফেব্রুয়ারি সকাল ১১ টার মধ্যে আগে আসলে আগে পাবেন (First Come First Serve) ভিন্তিতে এইচআরডি কোরিয়া কর্তৃক নির্ধারিত ফি স্কিলটেন্টসহ ২৮ মার্কিন ডলার সমপরিমাণ ৩২২০/- (তিন হাজার দুইশ বিশ) টাকা + অনলাইন ফি ৫০০/- (পাঁচশ) টাকা মোট ৩,৭২০/- (তিন হাজার সাতশ
বিশ) টাকা + বিকাশ চার্জ ৪২.৭৮ (বিয়াল্লিশ টাকা আটান্তর পয়সা) অফেরতযোগ্য বিকাশ ত্যাপ-এর মাধ্যমে
প্রদান সাপেক্ষে চুড়ান্ত নিবন্ধন সম্পন্ন করে কোরিয়ান ভাষা পরীক্ষার প্রবেশপত্র গ্রহণ করতে হবে। শুধুমাত্র প্রথম ৩০,৬৫২ (ত্রিশ হাজার হুয়শ বায়ানন) জন প্রাথমিক নিবন্ধিত প্রার্থীদের জন্য প্রযোজ্য একজন প্রার্থী প্রাথমিক নিবন্ধন করার পর তার আবেদনটি কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। ফলে, প্রাথমিক নিবন্ধনের ৫-১০ মিনিট পর প্রার্থী ফি প্রদান করতে পারবেন।

লটারি পদ্ধতিতে ১২৪০০ জন:

৬.২.১। কোরিয়ান ভাষা পরীক্ষায় (ইউবিটি)-এ অংশগ্রহণের লক্ষ্যে আগ্রহী প্রার্থীগণ আগামী ৪ হতে ৫ মার্চ ২০২৫ তারিখ নির্ধারিত নিবন্ধন সাইটে চাহিত তথ্য পূরণপূর্বক নির্ধারিত নিবন্ধন ফি ৫০০/- (পীচশ) টাকা (অফেরতযোগ্য) প্রদান সাপেক্ষে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর নিবন্ধন সাইট
স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। উক্ত প্রার্থীদের কোরিয়ান ভাষা পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ মে হতে ২১ জুন ২০২৫
তারিখ পর্যন্ত |

৬.২.২। নির্ধারিত ১২৪০০ জন প্রার্থী হতে নিবন্ধনকৃত প্রার্থীর সংখ্যা বেশি হলে এইচআরডি কোরিয়া কর্তৃক
লটারির মাধ্যমে কোরীয় ভাষা পরীক্ষায় (ইউবিটি)তে অংশগ্রহণের লক্ষ্যে প্রার্থী নির্বাচন করা হবে।

৬,৩| লটারি সংক্রান্ত কার্যক্রম বোয়েসেল কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে এবং লটারির তারিখ সংক্রান্ত নোটিশ
বোয়েসেল এর ওয়েবসাইট ও ফেইসবুক পেইজে প্রচার করা হবে।
৬.৩.১। আগ্রহী প্রার্থীগণ স্বেচ্ছায় লটারির সময় উপস্থিত থাকতে পারেন।
৬.৩.২। লটারিতে উত্তীর্ণ প্রার্থীদের এইচআরডি কোরিয়া কর্তৃক নির্ধারিত ২৮ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ
প্রদানপূর্বক কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য চুড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

৭। চুড়ান্ত নিবন্ধনকারী অর্থাৎ প্রবেশপত্র গ্রহণকারী প্রার্থীদের ব্যক্তিভিন্তিক পরীক্ষায় আগামী ১১ মার্চ হতে ২২ মে ২০২৫ তারিখ- এ প্রবাসী কল্যাণ ভবন এর নির্ধারিত ইউবিটি হলে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত নোটিশ এইচআরডি কোরিয়া থেকে প্রান্তি সাপেক্ষে আগামী ৬ মার্চ ২০২৫ তারিখ বোয়েসেল ওয়েবসাইট ও ফেইসবুক পেইজে প্রচার করা হবে।

৮। কম্পিটেন্সি টেস্ট ৩ হতে ৭ জুন ২০২৫ তারিখ ও স্কিল টেন্ট ১৯ জুন হতে ১ জুলাই ২০২৫ তারিখ এবং চুড়ান্ত ফলাফল ঘোষণার সম্ভাব্য তারিখ ২৪ জুলাই ২০২৫ ।

৯। দ্বিতীয় রাউন্ড পরীক্ষা (ক্কীল টেন্ট + কম্পিটেন্সি টেস্ট): প্রথম রাউন্ডে কোরিয়ান ভাষা পরীক্ষায় যারা ১১০ পেয়ে উত্তীর্ণ হয়ে কালার ব্লাইন্ড টেন্টে উত্তীর্ণ হলে কেবল তারাই স্কিল টেস্টের জন্য নির্ধারিত স্থানে ২য় রাউন্ড পরীক্ষার জন্য উপস্থিত থাকতে পারবেন। স্কিল টেস্টের ধরণ শারীরিক সক্ষমতাসহ প্রয়োজনীয় টেস্ট।

korea registration: দক্ষিণ কোরিয়া সার্কুলার ২০২৫

উল্লেখ্য যে, ডিস্ক বিচ্যুতি, হাতের আঙুল কাটা ইত্যাদি শারীরিক সমস্যাযুক্ত ব্যক্তিরা কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, তবে ২য় রাউন্ড | পরীক্ষার সময় তার কর্মসক্ষমতার উপর চূড়ান্ত নির্বাচন নির্ভর করবে। আরও উল্লেখ্য যে, অনলাইন রেজিস্ট্রেশনের সময় বৈধ মেশিন রিডেবল পাসপাের্ট অনুযায়ী। | পাসপাের্ট নম্বর, নাম, জন্মতারিখ ও অন্যান্য তথ্যসহ ইনপুট দিতে হবে এবং পাসপাের্টের ছবিযুক্ত অংশের স্ক্যানকপি (৪৫-৬০KB) আপলােড করতে হবে। মেয়াদ। উত্তীর্ণ পাসপাের্ট দিয়ে আবেদন করা যাবে না।

Korea EPS Online Registration Notice 2025

 

k1k2k3k4

BOESL Korea Lottery 2025

 

k5

BOESL Korea Lottery Online Registration 2025

 

kor5

South Korea Lottery 2025

 

kor6

Korea Lottery 2025

ইপিএস কর্মসূচির আওতায় দক্ষিণ কোরিয়ায় কর্মী নির্বাচনের লক্ষ্যে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণে অনলাইন নিবন্ধন-২০২৫ সংক্রান্ত নোটিশ

অনলাইন চূড়ান্ত নিবন্ধন-২০২৫ (কোরিয়ান ভাষা পারদর্শী)

অনলাইন প্রাথমিক নিবন্ধন-২০২৫ (লটারি)

পাসপোর্ট ও ছবি স্ক্যানের নমুনা

 

eps boesl org bd index

দক্ষিণ কোরিয়ায় ইপিএস-এর আওতায় বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্যে কোরীয় ভাষা পরীক্ষায় (ভাষা পারদর্শী) অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন-২০২৩ সংক্রান্ত ১ম পর্বের বিজ্ঞপ্তি

কোরিয়া লটারি ২০২৫ ফলাফল

প্রাথমিক নিবন্ধন (রেজিস্ট্রেশন) সম্পন্নের পর ৮০০০ (আট হাজার) জনের অধিক-সংখ্যক প্রার্থী নিবন্ধিত হলে আগামী ১৯ মার্চ, ২০২৫ খ্রি. তারিখ মঙ্গলবার দুপুর ১২ টার পর নির্ধারিত কম্পিউটারাইজড পদ্ধতিতে লটারির মাধ্যমে EPS-TOPIK CBT-এর চূড়ান্ত রেজিস্ট্রেশনের জন্য প্রার্থী নির্বাচন করা হবে।

boesl Result

BOESL Result 2025 PDF Download

BOESL Result 2025 PDF Download

boesl lottery result 2020 pdf

চূড়ান্ত রেজিস্ট্রেশনের জন্য লটারিতে নির্বাচিত প্রার্থীদের আগামী ২২-৩১ মার্চ ২০২৫ খ্রি. তারিখের মধ্যে বৈধ মূল পাসপাের্ট, পাসপাের্টের রঙিন কপি ও পাসপাের্ট সাইজের ২ কপি রঙিন ছবিসহ (ব্যাকগ্রাউন্ড সাদা) বয়েসেলে উপস্থিত হয়ে চূড়ান্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তবে চূড়ান্ত রেজিস্ট্রেশনের সময় লটারিতে উত্তীর্ণ ব্যক্তির পাসপাের্ট নম্বরের সাথে মূল পাসপাের্ট নম্বর না মিললে তার রেজিস্ট্রেশন বাতিল হবে। চূড়ান্ত রেজিস্ট্রেশনের তারিখ ও সময় লটারির দিন বােয়সেলের নােটিশ বাের্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরও দেখুন…

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.