আপনি যদি জমি জমার হিসাব নিকাশ করতে যান তাহলে হয়তো অনেক সময় শুনে থাকবেন মৌজা শব্দটি। মৌজা কি এবং মৌজা কিভাবে বের করে আপনি হয়তো জানেন না। অনেক সময় প্রয়োজনে বিভিন্ন কাজের জন্য আপনাদের জমির মৌজা বের করার প্রয়োজন পড়ে। কিন্তু মৌজা বের করতে হলে আপনার নিকটস্থ কোথাও ভূমি অফিসে গিয়ে মৌজা বের করে থাকেন।

তবে যখন আপনারা বিভিন্ন ভূমি অফিসে গিয়ে মৌজা বের করতে যান। সেখানে লাল ফিতার দৌরাত্ম্য কারণে বিভিন্ন সময়ে যেমন টাকা বেশি খরচ হয় সেই সাথে আপনাদের অনেক সময় অপচয় হয়। তবে আপনি যদি লাল ফিতার দৌরাত্ম্য আর সময়ও টাকা অপচয় করতে না চান। তাহলে এটা ঘরে বসে যে কোন জায়গায় থেকে খুব সহজেই অনলাইনের মাধ্যমে মৌজা বের করে নিতে পারবেন। বর্তমান সময়ে সরকার সব কিছু ডিজিটাল করার পাশাপাশি জমি জমার হিসাব নিকাশ ডিজিটাল পদ্ধতিতে করে ফেলেছে।

আপনি চাইলে ঘরে বসে খুব সহজেই জমি জমা হিসাব নিকাশ করার জন্য মৌজা বের করতে চাইলে ঘরে বসেই অনলাইনে বের করতে পারবেন। যদি আপনি জেনে না থাকেন যে, কিভাবে অনলাইনের মাধ্যমে মৌজা বের করতে হয়। তাহলে আজকের এই আর্টিকেলটি মূলত আপনার জন্য। কেননা আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আপনি জানতে পারবেন মৌজা কি? ও মৌজা কিভাবে বের করা যায়। আশাকরি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন।

তাহলে আপনি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে যেকোনো ধরনের জমিজমার মৌজা বের করার নিয়ম সম্পর্কে জানতে পারবেন। এতে করে দেখা যাবে যদি কোন সময় আপনাদের জমিজমা হিসাব নিকাশ করার জন্য মৌজা বের করার প্রয়োজন পড়ে। তাহলে আর অতিরিক্ত টাকা ও সময় অপচয় না করে অনলাইনের মাধ্যমে খুব সহজেই জমি জমার মৌজা বের করে নিতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক অনলাইনের মাধ্যমে কীভাবে ঘরে বসেই জমিজমার মৌজা বের করবেন।

মৌজা কিভাবে বের করবেন?

অনলাইনের মাধ্যমে মৌজা বের করার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে ইপর্চা সরকারি ওয়েবসাইটে। ই-পর্চা ওয়েব সাইটে যাওয়ার পর সেখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে মৌজা ম্যাপ নামক একটি অপশন। মৌজা ম্যাপ নামক অপশনটি খুজে পাওয়ার পর সেই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটি নতুন অপশন চলে আসবে।

সেখানে আপনি মৌজা ম্যাপ বের করার জন্য নিজের বিভাগ নির্বাচন করবেন। নিজের বিভাগ নির্বাচন করার পর নিজের জেলা নির্বাচন করবেন। নিজের জেলা নির্বাচন করার পর আপনাকে নির্বাচন করতে হবে আপনি কোন টাইপের মৌজা বের করতে চাচ্ছেন। সেখানে আপনি কতগুলো অপশন দেখতে পাবেন। যেমন; বিএস, সিএস, বিআরএস, আরএস, এসএ, পেটি, দিয়ারা।

এখন আপনি যেই মজাটি বের করতে চাচ্ছেন সেই মৌজাটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনাকে উপজেলা অথবা সার্কেল নির্বাচন করতে হবে। উপজেলা বা সার্কেল নির্বাচন করার পর আপনাকে নির্বাচন করতে হবে আপনি এসএ নাকি বিআরএস অথবা দিয়ারা বের করতে চাচ্ছেন সেটা দিবেন। এরপরে আপনাকে দিতে হবে আপনার নিজের ইউনিয়ন। ইউনিয়ন যদি দিতে না পারেন তাহলে মৌজা নং দিয়ে ও আপনার মৌজা নং অনুযায়ী ই-পর্চা পেয়ে যাবেন।

এছাড়াও আপনারা চাইলে যে মালিকের নাম এর মৌজা বের করতে চাচ্ছেন। সেই মালিকের নামটা ভালো ভাবে লিখতে পারলে ও সেটি বের করতে পারবেন। সবকিছু ঠিকঠাক করার পর এবার আপনাকে ই-পর্চা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আপনার নিজের কিছু তথ্য যাচাই করতে হবে। আর নিজের কিছু তথ্য যাচাই করার জন্য আপনার প্রয়োজন হবে জাতীয় পরিচয় পত্র বা আইডি, জন্ম তারিখ ও ফোন নাম্বার।

এগুলো দিয়ে যাচাই এ ক্লিক করার সাথে সাথে আপনাকে একটি পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে। যে পেমেন্ট মেথড ব্যবহার করে আপনি পর্চার জন্য ফি জমা দিবেন। Upay এবং eKpay এই দুটি পদ্ধতির মাধ্যমে আপনি এই ফিস জমা দিতে পারবেন। এখন ফি জমা দেওয়ার পর যদি আপনি সার্টিফাইড কপি চান তাহলে সার্টিফাইড কপি নির্বাচন করবেন। আর যদি অনলাইন কপি চান তাহলে অনলাইন কপি নির্বাচন করলে পিডিএফ আকারে আপনাকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে।

তবে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন আপনি যদি ই-পর্চা ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু ফিস জমা দিতে হবে। ফি জমা না দিলে কিন্তু আপনি কিছুতেই ডাউনলোড অথবা বের করতে পারবেন না।

 

জানতে ও জানাতে চাই।