Home জানা-অজানা হাসান নামের অর্থ কি? Hasan Namer Ortho

হাসান নামের অর্থ কি? Hasan Namer Ortho

0

বর্তমান সময়ে অনেক মুসলিম সন্তানদের নাম হাসান রাখা হয় যদি আপনাদের পরিবারের নতুন কোন সন্তান ভূমিষ্ঠ হয় আর তার নাম তো অবশ্য বাধ্যতামূলক রাখতে হবে। কিন্তু হয়তো আপনি জানেন না যে কি নামটি রাখবেন। আর কী নাম রাখলে সবচেয়ে ভালো হবে। এছাড়া আরও জানার প্রয়োজন আছে যে নামটি আপনার বাচ্চার জন্য রাখবেন সেই নামটি যেন ইসলামিক নাম হয়। ইসলামিক হওয়ার সাথে সাথে নামটির অর্থ আপনার জানার প্রয়োজন রয়েছে।

 

হাসান নামের অর্থ কি

অনেক ভাই ও বোনেরা হাসান নামের অর্থ জানতে চান। কিন্তু আপনার হয়তো হাসান নামের অর্থ জানেন না। আর হাসান নামের অর্থ হলো “সুদর্শন”। প্রতিটা মায়ের কাছেই তার সন্তান সুদর্শন হিসেবেই থাকে। হাসান নামের মানে তো বুঝতে পারলেন। যে হাসান নামের অর্থই হলো সুদর্শন।

যদি আপনার পরিবারে কোন ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়। আর তার নাম যদি আপনি রাখতে চান তাহলে হাসান নামটা রাখতে পারেন। অথবা যদি আপনার আত্মীয় স্বজনের কোন ছেলে সন্তান হয় তাহলে তার নামটিও হাসান রাখতে পারেন। কেননা হাসান নামের অর্থ হল সুদর্শন। হাসান নামের অর্থ যেমন সুদর্শন ঠিক তেমনি নামটিও খুব মিষ্টি একটি নাম। ছেলেদের জন্য একটা পারফেক্ট নাম হল হাসান।

হাসান কি ইসলামিক নাম?

আপনারা অনেকেই হয়তো হাচান নামটি আপনাদের কোনো সন্তানের নাম রাখতে চাচ্ছেন। অথবা আপনার কোন আত্মীয় স্বজনের ছেলে সন্তানের নাম হাচান রাখতে চাচ্ছেন। কিন্তু এখন হয়তো আপনি জানতে চাচ্ছেন যে, হাসান নামটি কি ইসলামিক নাম কিনা?

হ্যাঁ যদি আপনি জানতে চান যে হাসান নামটি ইসলামিক নাম কি না। তাহলে জেনে রাখুন যে, হাসান নামটি হল একটি ইসলামিক নাম। ইসলামিক যেকোনো ছেলে সন্তানের নাম হাসান রাখা যেতে পারে। হাসান নামের অর্থ হল ধার্মিক সুন্দর, সুদর্শন, উত্তম মানুষ, ভদ্র ও সুশ্রী বালক।

হাসান নামটি হল শুধু মাত্র ছেলেদের নাম। মেয়েরা কিন্তু এই নামটি রাখতে পারবেন না কেননা এই নামটি মেয়েদের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এই নামটি শুধুমাত্র ছেলে সন্তানদের ক্ষেত্রে রাখা যেতে পারে। ছেলেদের একটি ইসলামিক সুন্দর নাম হল হাসান।

বিভিন্ন ভাষায় হাসান নামের বানান

বিভিন্ন দেশের ভাষায় হাসান নাম বিভিন্ন রকম ভাবে লেখা যায়। নিচে আমরা কয়েকটি ভাষায় হাসান নামের বানান লিখে দিলাম। আপনার নিজেরই চারটি ভাষায় হাসান নামটি খুব সহজে লিখতে পারবেন।

হাসান নামের হিন্দি বানান হলো हसन।

হাসান নামের ইংরেজি বানান হলো Hasan.

হাসান নামের উর্দু বানান হলো حسن।

নামের আরবি বানান হলো আরবি حسن।

হাসান নামের সাথে কিছু শব্দের নাম

আপনার সন্তানের নাম যদি হাসানের সাথে অন্য কিছু রাখতে চান। তাহলে এমন কিছু শব্দ যুক্ত করার মাধ্যমে হাসান নামটি কে আরো আকর্ষণীয় ও বড় করে তুলতে পারবেন। আর এই জন্য আপনার যেসব নাম হাসান নামের সাথে মিলিয়ে রাখতে পারেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো; আবদুল হাসান, আবুল হাসান, হাসান মাহমুদ, হাসান আহম্মেদ, হাসান গনী, ইনাম হাসান, হাসান ইকবাল, রহমত হাসান।

হাসান নামের বিখ্যাত ব্যক্তিবর্গ

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর দুজন প্রিয় নাতনী ছিল। তাদের একজনের নাম ছিল ইমাম হাসান (র.)। আমাদের মহানবী বলেছিলেন যে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তা’আলা আনহু হবেন জান্নাতের সকল যুবকদের সরদার। এছাড়াও আমাদের ইসলামের অনেক প্রিয় প্রিয় সাহাবাদের নাম ছিল হাসান।

যদি আপনার সন্তানের নাম হাসান রাখেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামীন আপনার সন্তানের উপর রহমত বর্ষিত করবেন। কেননা হাসান নামের সাথে অনেক বিখ্যাত মুসলিম মনীষী ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) এর প্রিয় নাতনির নাম এর সাথে জড়িত।

হাসান নাম যেসব দেশে জনপ্রিয়

আমাদের বাংলাদেশে হাসান নামটি খুবই একটি জনপ্রিয় নাম এছাড়া পাকিস্তানের অনেক ছেলেদের নাম হাসান রাখা হয় বাংলাদেশ ও পাকিস্তানের পাশাপাশি ভারত ইন্দোনেশিয়া সৌদি আরব কাতার কুয়েত ওমান ইরান, ইরাক এর মত অনেক মুসলিম দেশগুলোর ছেলেদের নাম হাসান রাখা হয়।