green house

গ্রীনহাউজ কৌশল বাস্তবায়নের শর্ত সমূহ: গ্রীনহাউজ কৌশল ব্যবহার করার মাধ্যমে রোগমুক্ত ও নির্ভেজাল ফসল উৎপাদন করা সম্ভব; কার্যকরী গ্রীনহাউজ কৌশল ব্যবহারের শর্ত সমূহ সম্পর্কে জানবো আজ-

 গ্রীনহাউজ কৌশল বাস্তবায়নের শর্তগুলি লিখ

ফসলের জীব যাতে গুনাগুন পরিবর্তন না করেই গ্রীনহাউজ কৌশলে যে কোন ফসল উৎপাদন করা যায়। এক্ষেত্রে উন্মুক্ত মাঠে বা উদ্যানে না করে গ্রিন হাউসে কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করা হয়।

এই কৌশল বাস্তবায়নের শর্তগুলো হলো-

১. ফসলের পরিবেশ ও পুষ্টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা;

২. প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি ও পুষ্টি সরবরাহের যান্ত্রিক ব্যবস্থা স্থাপন ও পরিচালনা;

৩. নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। এটি খুবই গুরুত্বপূর্ণ শর্ত

এ পদ্ধতিতে যে কোন ফসল উৎপাদন সম্ভব হলেও উৎপাদন ব্যয় অনেক বেশি।

বিশেষ বিশেষ ফসল ছাড়া এই পদ্ধতি ব্যবহার করা যায় না। সম্পূর্ণ নিয়ন্ত্রিত ব্যবস্থা হওয়ায় এই পদ্ধতি ফসল সম্পন্ন রোগ মুক্ত ও স্বাস্থ্যসম্মত হয়।

গ্রীনহাউজ কৌশল বাস্তবায়নের শর্ত সমূহ সম্পর্কে জানতে পারলে তোমরা; এবার নিজের মত করে লিখে নাও;

আরও দেখুনঃ

ক) জি. এম. ফসল বলতে কি বুঝ?

খ) বাংলাদেশ ও ভিয়েতনাম এর কৃষির তুলনা কর।

I hope you are enjoying this article. Thanks for visiting this website.