Granular urea

প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানবো দানাদার ইউরিয়া এর পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক এই বিষয়ে; আজকের পাঠ থেকে তোমরা অষ্টম শ্রেণির কৃষি শিক্ষা বিষয়ে দানাদার ইউরিয়া এর পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক সংক্রান্ত প্রশ্নের উত্তর করতে পারবে;

দানাদার ইউরিয়া এর পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক – কথাটি ব্যাখ্যা

প্রচলিত দানাদার ইউরিয়া ব্যবহারের অসুবিধা থেকেই ইউরিয়া ব্যবহারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

দানাদার ইউরিয়া ব্যবহারের অসুবিধা-

দানাদার ইউরিয়া কিস্তিতে কয়েকবার প্রয়োগ করতে হয়;
এই সার পানিতে মিশে দুটো গোল এবং মাটির নিচে গাছের শেকড়ের অঞ্চলের বাইরে চলে যায়;
বৃষ্টি পাশে যে পানির সাথে সহজেই ক্ষেত হতে বের হয়ে যায়;
এই সার ব্যবহারে অপচয় এবং খরচ বেশি হয়;

গুটি ইউরিয়া ব্যবহারের সুবিধা-

গুটি ইউরিয়া ফসলের এক মৌসুমে একবার ব্যবহার করা হয়;

সার ব্যবহারের ২০ থেকে ৩০ ভাগ নাইট্রোজেন সাশ্রয় হয়।

গুটি ইউরিয়া ধীরে ধীরে গাছকে নাইট্রোজেন সরবরাহ করে;

ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহারের ফলে ফলন ১৫ থেকে ২০ ভাগ বৃদ্ধি পায়

উপরোক্ত তথ্যের আলোকে বলা যায়, দানাদার ইউরিয়া পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক।

এই ছিল দানাদার ইউরিয়া এর পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক বিষয়ে আজকের আলোচনা;

আরও দেখুনঃ

ক) জি. এম. ফসল বলতে কি বুঝ?

খ) বাংলাদেশ ও ভিয়েতনাম এর কৃষির তুলনা কর।
ক) গ্রিন হাউস কৌশল বাস্তবায়নের শর্তগুলি লিখ?

I hope you are enjoying this article. Thanks for visiting this website.