আমরা বাঙালি আর সেইসাথে আমাদের মাতৃভাষা হল বাংলা। যেটা আমরা ছোটবেলা থেকেই মায়ের কাছ থেকে শিখে বড় হয়েছি। এখন হঠাৎ করে যদি আমাদের উপর কোন ভাষারল চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটাকে মেনে নেওয়া আমাদের পক্ষে একটু কষ্ট করে মনে হবে।

ঠিক তেমনি আপনি যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে আপনাকে ইংরেজির বেসিক টা হলেও জানতে হবে। কেননা ফ্রিল্যান্সিং করতে গেলে বিভিন্ন মানুষের সাথে কমিউনিকেশন বাড়ানোর জন্য আপনাকে ইংরেজি ব্যবহার করে তাদের সাথে যোগাযোগ করতে হবে।

যেহেতু ইংরেজি ভাষাটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তাই সবারই কম-বেশি অন্যান্য দেশের বিভিন্ন ক্লায়েন্টের সাথে যোগাযোগ করার জন্য তাদের সাথে কমিউনিকেশন বজায় রাখার জন্য ইংরেজি জানা খুবই প্রয়োজন।

আপনি যখন ফ্রিল্যান্সিং সেক্টরে ঢুকবে তখন সেখানে আপনি বিভিন্ন দেশের ক্লায়েন্ট পাবেন তখন তাদের সাথে আপনি কিন্তু বাংলায় কথা বলতে পারবেন না। তখন আপনাকে ব্যবহার করতে হবে ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ ইংরেজি। আর আপনি ইংরেজি জানেন তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং করা খুবই সহজ হবে।

শুধু ফ্রিল্যান্সিং সেক্টরে ইংরেজি ব্যবহার করা হয় তা নয় বিশ্বের সব জায়গায় বা বিভিন্ন কর্মক্ষেত্রে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়ে থাকে। আর তাই আমরা মনে করি বর্তমান সময়ের প্রত্যেকটা মানুষের ইংরেজিতে বেসিক হলেও ভালো লিখতে, পড়তে ও বলতে পারার দক্ষতা থাকা প্রয়োজন।

যাতে করে তারা বিভিন্ন সময়ে প্রয়োজনীয় কথোপকথন ইংরেজি মাধ্যমে করতে পারে যেহেতু ইংরেজিতে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ।
আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে নিজের ক্যারিয়ার গড়তে চান তাহলে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ে তোলার জন্য ইংরেজি জানা অনেক গুরুত্বপূর্ণ।

আজকের এই আর্টিকেলে মূলত আমরা এ বিষয়টি নিয়ে আলোচনা করবো। তো চলুন জেনে নেওয়া যাক ফ্রিল্যান্সিং করার জন্য ইংরেজি জানা কতটা গুরুত্বপূর্ণ?

কিভাবে ইংরেজিতে দক্ষ হবেন?

আমাদের মধ্যে সবচেয়ে মানুষেরা বলে থাকে যে ইংরেজিতে দক্ষ হওয়ার জন্য শুধুমাত্র বিভিন্ন ধরনের ইংরেজি কোর্স গুলো করলেই চলে। কিন্তু আসল কথা হল আপনি শুধুমাত্র ইংরেজি যেসব কোর্স গুলো রয়েছে সেসব কোর্সগুলো করলেই ইংরেজি শিখতে পারবেন না।

এর পাশে আছে আপনাকে আর বিভিন্ন ধরনের ইংরেজি প্রোগ্রাম গুলোতে যুক্ত হতে হবে। তাহলে আপনি ভালো ইংরেজি পড়তে এবং লিখতে পারবেন। এর মানে এই নয় যে আপনি ইংরেজি কোর্স করবেন না। এর মানে হল ইংরেজি কোর্স করার পাশাপাশি আপনি আপনার প্র্যাকটিস চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন জিনিস ফলো করতে পারেন।

তবে ইংরেজি শেখার জন্য ভালো কোর্স করা অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনি ভালো যদি কোন পোস্ট বেছে নিতে পারেন তাহলে খুব সহজে ইংরেজি ভাষায় দক্ষ হতে পারবেন।

ইংরেজি ভাষায় দক্ষ হতে কি কি করবেন?

ইংরেজি ভাষায় দক্ষ হতে চাইলে প্রথমেই আপনাকে ইংরেজি কয়েকটা কোর্স করতে হবে। আর কয়েকটা কোর্স করার পাশাপাশি আপনি যেই কাজটি করতে পারেন সেটা হল বিভিন্ন ধরনের ইংলিশ বুক রয়েছে। সেসব বুকগুলো প্রচুর পরিমাণে পড়তে পারেন। শুধু যে বই পড়বেন তাই নয় চাইলে অন্য কিছু পড়তে পারেন যা ইংরেজিতে লেখা।

কেননা আমাদের মধ্যে অনেকেই আছে যারা বই পড়তে চায় না। আর আপনি যদি বই পড়তে না চান বা বই পড়তে না ভালোবাসেন তাহলে আপনি যে কাজটি করতে পারেন বা যে কাজটি করে আপনার ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি করতে পারেন। সেটা হল বিভিন্ন ধরনের ইংরেজি গানগুলো শোনা।

হ্যাঁ বন্ধুরা আপনি বিভিন্ন ধরনের ইংরেজি গান গুলো যদি প্রচুর পরিমাণে একনাগাড়ে শুনে থাকেন তাহলে খুব সহজেই আপনি ইংরেজি ভাষা টা নিজের আয়ত্বে নিয়ে ফেলতে পারবেন। এছাড়া আপনি চাইলে বিভিন্ন ধরনের ইংলিশ মুভি গুলো দেখতে পারেন।

এতে করে আপনি আপনার ইংরেজি দক্ষতা হাজার গুণে বৃদ্ধি করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে গ্রামারলি নামক একটি সফটওয়্যার ব্যবহার করে ইংরেজিতে বিভিন্ন প্যারাগ্রাফ বিভিন্ন রচনা বিভিন্ন গল্প বিভিন্ন রিপোর্ট তৈরি করতে পারেন।

সেখানে আপনি যদি কোথাও কোনো ভুল করেন তাহলে খুব সহজে অটোমেটিক ভাবে সেই শব্দটা বা ভাষাটা ঠিক হয়ে যাবে। এতে করে আপনি ইংরেজিতে ভুলগুলো খুব সহজে ধরে এবং বুঝতে পারবেন।

তবে এই ব্যাপারটা বা এই কথাটা সব সময় মাথায় রাখবেন যে, শুধুমাত্র কোর্স করে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করা যায় না। আপনি যদি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে চান তা হলে ইংরেজির বেসিক জানলেই ফ্রিল্যান্সিং সেক্টরে খুব সহজে কাজ করতে পারবেন।

তবে আপনি যদি এটাকে প্রফেশনাল ভাবে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে চান নিজের দক্ষতার পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের ইংরেজি প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করতে পারেন। এর মাধ্যমে আপনার দক্ষতা হাজার গুণে বৃদ্ধি পাবে আশা করা যায়।

আপনি যদি ইংরেজিতে ভালো ও দক্ষ হতে পারেন তাহলে বিভিন্ন সেক্টরে আপনার কাজের চাহিদা বাড়বে। আপনি বিভিন্ন সেক্টরে খুব সহজে কাজ পেয়ে যাবেন যদি একটু ভালো ইংরেজি পড়তে লিখতে এবং বুঝতে পারেন।

তাছাড়া ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে চাইলে অবশ্যই আপনাকে ইংরেজিতে ভালো দক্ষতা অর্জন করতে হবে। আর নয়তো আপনি বিভিন্ন কাজের জন্য বা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজের জন্য বিভিন্ন ক্লায়েন্টের সাথে ইংরেজিতে কথোপকথন শুরু করতে পারবেন না।

আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইংরেজিতে দক্ষতা থাকা কতটা প্রয়োজন। যদি আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে নিজের ক্যারিয়ার গড়তে চান।

আর ইংরেজির প্রয়োজনীয়তা কতটা অপরিসীম এটা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ফ্রিল্যান্সিং করার জন্য ইংরেজি জানো না কতটা গুরুত্বপূর্ণ আশা করি এটা এখন একটু হলেও বুঝতে পেরেছেন।

এরপর যদি কোন কিছু বুঝতে না পারেন তাহলে আমরা আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যাতে করে আপনি বুঝতে পারেন যে ফ্রিল্যান্সিং করার জন্য ইংরেজি কতটা গুরুত্বপূর্ণ!

জানতে ও জানাতে চাই।