Class 8 Assignment asnwer

৮ম শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর: এনসিটিভি কর্তৃক প্রণীত ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনার আলোকের ৮ম শ্রেণির ১ম-৪র্থ অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ তোমাদের সুবিদার্থে দেওয়া হল। ৮ম শ্রেণির সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট সমূহ পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন; তাহলে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত সবগুলো অ্যাসাইনমেন্ট পেয়ে যাবেন।

৮ম শ্রেণির অ্যাসাইনমেন্ট বাংলা

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য যেসব যুক্তি তুলে তুলে ধরেছেন সেগুলো সাজিয়ে লিখ

মনে কর, তুমি শিক্ষা সফরে কোন বিশেষ স্থানে ভ্রমন করতে গিয়েছে। সেখানে গিয়ে তুমি কোন কোন ধরণের অভিজ্ঞতা অর্জন করলে তার একটি বিবরণ লিপিবদ্ধ কর।

উত্তর দেখুন: একটি শিক্ষা সফরের অভিজ্ঞতা – একটি স্মরণীয় স্মৃতি

৮ম শ্রেণির অ্যাসাইনমেন্ট ইংরেজি

Do you like a nakshi kantha or an ordinary kantha? Why?

Think about a delicious and nutritious food like Khichuri or Pudding or Firni. Ask some questions to your mother about its recipe. Try to prepare it with the help of other family members. Now, describe how to cook it following the recipe of custard given in your textbook. Also, write down two reasons why it is good or healthy food.

Khichuri Assignment

Pudding Assignment 

Firni Assignment 

Home Work: Kartik Poramanik is an inspiration for us. Do you agree? Why/Why not?

Home Work: Why do you think that the title is appropriate for the story “The Truthful dove”?

৮ম শ্রেণির অ্যাসাইনমেন্ট গণিত

6th week Class 8 Math Assignment

১. রফিকের পিতা এবং রফিকের 5 বছর পূর্বে বয়সের অনুপাত ছিল 10:4 এবং 5 বছর পরে রফিকের পিতা। ও রফিকের বয়সের অনুপাত হবে 2:1

  • ক. প্রদত্ত তথ্যের আলােকে দুইটি সমীকরণ গঠন করা;
  • খ. প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে, তাদের দুইজনের বর্তমান বয়স নির্ণয় কর;
  • গ. ‘ক’ হতে প্রাপ্ত সমীকরণদ্বয় লেখের সাহায্যে সমাধান করে, ‘খ’ এর উত্তরের সত্যতা যাচাই কর;

https://i.imgur.com/GwQbjhL.jpghttps://i.imgur.com/vnxBLnx.jpg

সংক্ষিপ্ত প্রশ্ন: ক

https://i.imgur.com/o5zu8OA.jpg

সংক্ষিপ্ত প্রশ্ন: খ

১. আয়ত এবং আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য কোথায়?

২. ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখা।

৩. ঘনক আর ঘনবস্তুর মধ্যে পার্থক্য কোথায়?

৪. একটি সমবৃত্তভূমিক বেলনের ব্যাসার্ধ 3.75 সে.মি. ও উচ্চতা 11.50 সে.মি। বেলনটির সমগ্রতলের ক্ষেত্রফল কত?

৫. একটি চতুর্ভুজ আঁকতে কমপক্ষে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়ােজন?

৬. যে কোন সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করতে পারে?

৭. একটি চাকার ব্যাসার্ধ 34 সে.মি. হলে, চাকাটি একবার ঘুরলে কত সে.মি. দূরত্ব অতিক্রম করবে?

https://i.imgur.com/OgI1LvN.jpg

সৃজনশীল প্রশ্ন: ০৩

১. কোনাে বর্গের পরিসীমা 12 সে.মি. এবং একটি আয়তের বাহুর দৈর্ঘ্য 2 সে.মি.।

  • ক. চিত্রসহ ঘুড়ির সংগা লিখ।
  • খ. অঙ্কনের বিবরণসহ উদ্দীপকের আলােকে বর্গটি আঁক।
  • গ. ‘খ’ তে অঙ্কিত বর্গের কর্ণকে উদ্দীপকের আয়তের কর্ণ ধরে, আয়তটি আঁকা (অঙ্কনের বিবরণসহ)

https://i.imgur.com/9woQsOP.jpg

5th week Class 8 Math Assignment

https://i.imgur.com/6FDCupi.jpghttps://i.imgur.com/Lfrmn7d.jpg

সৃজনশীল প্রশ্ন:

  • ক. ১ম রাশির উৎপাদকে বিশ্লেষণ কর।
  • খ. ২য়, ৩য় এবং ৪র্থ রাশির গ.সা.গু. নির্ণয় কর।
  • গ. ২য়, ৩য় এবং ৪র্থ রাশির ল.সা.গু. নির্ণয় কর।

প্রশ্ন: ৩. একটি পরিবারের বিভিন্ন খাতে মাসিক খরচের এর সারণি:
খরচের খাত (মাসিক) মোবাইল রিচার্জ অতিথি আপ্যায়ন যাতায়াত ঔষধ ক্রয় শিক্ষা সামগ্রী ক্রয়
টাকার পরিমাণ
গনসংখ্যা (জন)

  • ক) সারণিটি পূর্ণ কর (তােমার নিজের পরিবারের আলােকে)
  • খ) সারণি থেকে মধ্যক নির্ণয় কর।
  • গ) সারণি থেকে আয়তলেখ আঁক; আয়তলেখ হতে তােমার নিজের পরিবারের খরচের কোন খাতে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে এবং কেন?

সংক্ষিপ্ত প্রশ্ন:

৬। সেট কাকে বলে?
৭৷ সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলতে কি বুঝায়?
৮। A = {1, 2, 3} এর উপসেট কয়টি ও কী কী?
৯৷ Q = {x:x, 42 এর সকল গুণনীয়ক} সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকা কর।
১০। P = {2, 3, 4} এবং Q = {1, 3, 5} হলে, PU Q এবংP0Q নির্ণয় কর।

https://i.imgur.com/6FDCupi.jpg

https://i.imgur.com/Lfrmn7d.jpg

প্রশ্ন-০১: শিরােনাম: সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার তুলনামুলক পার্থক্য।

সরল মুনাফার ক্ষেত্রেঃ

১) সঞ্চয় স্কিমের মূলধন, P= ১৫০০০ টাকা।
২) সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল, n = ৩ বছর।
৩) সঞ্চয় স্কিমের মুনাফার হার, r = ৯%।

ক. সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল (৩ বছর) পর মুনাফার পরিমাণ, I= কত?
খ. ‘২’ নং ধাপের নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফায়, মুনাফা – আসল, A = কত?
চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে:

১) সঞ্চয় স্কিমের মূলধন, P= ১৫০০০ টাকা।
২) সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল, n = ৩ বছর।
৩) সঞ্চয় স্কিমের মুনাফার হার, r = ৯%।

ক. ১ম বছরান্তে চক্র বৃদ্ধি মূলধন (সূত্র উল্লেখসহ) = কত?
খ. ২য় বছরান্তে চক্র বৃদ্ধি মূলধন (সূত্র উল্লেখসহ) = কত?
গ. ৩য় বছরান্তে চক্র বৃদ্ধি মূলধন (সূত্র উল্লেখসহ) = কত?
ঘ. নির্দিষ্ট সময়কাল (৩ বছর পর) চক্রবৃদ্ধি মুনাফা = কত?
ঙ. নির্দিষ্ট সময়কাল (৩ বছর পর) সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর।

=> সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে তুমি মনে কর।

সংক্ষিপ্ত প্রশ্ন: প্যাটার্ন ব্যাখ্যা করতে পারা এবং বিভিন্ন একক ব্যবহার করে তরল পদার্থের ওজন ও আয়তন নির্ণয় করতে পারা।

সংক্ষিপ্ত প্রশ্ন:

১) ৬, ১১, ১৬, ২১, …….. প্যাটার্নটির বীজগণিতীয় রাশি নির্ণয় কর।

২) 5 9 এর পরবর্তী চিত্রের কাঠির সংখ্যা কত হবে? চিত্র আঁক।

৩) এক মিটার কাকে বলে?

৪) অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির দুটি এককের | নাম লিখ।

৫) ১০ একর = কত বর্গমিটার?

৬) ১৬০ সেন্টিমিটার = কত ইঞ্চি?

৭) একটি ঘরের আয়তন ৭৬৮০০০ ঘন সে.মি. এবং বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী হলে, ঘরটিতে বায়ুর পরিমাণ কত কিলােগ্রাম?

৮ম শ্রেণির অ্যাসাইনমেন্ট বিজ্ঞান

https://i.imgur.com/zFZILzE.jpg

পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন হয় কেন- ব্যাখ্যা কর

পৃথিবীতে তোমার ভর ৫০ কেজি চাঁদে তোমার ওজন কমে যায় কেন ব্যখ্যা করা

৩) একটি চকচকে কাঁচের গ্রাস কিছু পানি নাও। এবার গ্রাসের মধ্যে একটি পাথর ফেলে দাও। এবার নিচের কাজগুলো কর

  • (i) গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টা কর।
  • (ii) কিছুটা তির্যকভাবে পাথরটিকে দেখার চেষ্টা কর।
  • (iii) গ্রাসে যে পর্যন্ত পানি আছে তার একটু নিচ থেকে দেখার চেষ্টা কর। তিনটি ক্ষেত্রে কী ঘটছে ও কেন ঘটছে? ব্যখ্যা কর।

https://i.imgur.com/zFZILzE.jpg

১। নিধিতাদের বাগানে পেয়ারা গাছে পানি দিতে গিয়ে দেখল, ছােট পেয়ারা গাছটি ছয় মাসে অনেক লম্বা হয়েছে। সেতার মায়ের কাছে জানল, কোষ বিভাজনের কারনে এমন হয়েছে। পরে মা গাছটিতে কিছু জৈব সার প্রয়ােগ করলেন। মেয়ে মাকে জিজ্ঞেস করল, “মা, তুমি মাটিতে সার দিচ্ছ, কিন্তু তা পাতায় পৌছাবে কী করে”। মা জানালেন “এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে”।

ক) কোষ বিভাজন কাকে বলে?
খ) মিয়ােসিস কোষ বিভাজন কে হ্রাস মূলক বিভাজন বলা হয় কেন? ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকে উল্লিখিত বিভাজন প্রক্রিয়ার দীর্ঘস্থায়ী ধাপটি উদ্ভিদের বৃদ্ধিতে কীভাবে ভুমিকা রাখে। ব্যাখ্যা কর।
ঘ) মায়ের উত্তরে বলা বিশেষ প্রক্রিয়াটির গুরুত্ব উদ্ভিদের জীবনে কত খানি-তা বিশ্লেষণ কর।

৮ম শ্রেণির অ্যাসাইনমেন্ট গার্হস্থ্য বিজ্ঞান

https://i.imgur.com/rdhS1lJ.jpg

১। সৃজনশীল প্রশ্ন: ১

সম্প্রতি করিম চাচা বিদেশ থেকে এসে দুই সপ্তাহ তাঁর ঘরে একা অবস্থান করলেন৷ কোনাে সমস্যা না হওয়ায় এরপর থেকে পরিবারের অন্যদের সাথে মেলামেশা করতে শুরু করলেন।

ক) উদ্দীপকে কোন রােগের সচেতনতার প্রতি ইঙ্গিত করা হয়েছে- ব্যাখ্যা কর৷
খ) উদ্দীপকের রােগটিকে কীভাবে প্রতিরােধ করা যায়- বর্তমান পরিস্থিতির আলােকে মূল্যায়ন করা

২। রােগের নাম ও প্রতিরােধক টিকার চার্ট তৈরি কর।

৩। যৌন হয়রানি বা যৌন নিপীড়নের শিকার হলে কী কী সাবধানতা অবলম্বন করা প্রয়ােজন?

৪। সৃজনশীল প্রশ্ন: ২

মুন্না চতুর্থ শ্রেণির ছাত্র। সে খেতে খুব পছন্দ করে। চকলেট, চিপস, ড্রিংকস তার খুব পছন্দ৷ ইদানীং সে সিঁড়ি দিয়ে উঠতে গেলে হাঁপিয়ে যায়। বন্ধুদের সাথে মাঠে খেলতে যায়না৷ অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ে। তার মা পুষ্টিবিদের শরণাপন্ন হলেন৷

ক) উদ্দীপকের ছেলেটির সমস্যার কারণ ব্যাখ্যা কর।
খ) মুন্নার সমস্যা উত্তরণের উপায় বিশ্লেষণ কর।

https://i.imgur.com/SpK9Rek.jpg

১। তােমার পরিবারের আয়ের সাথে সঙ্গতি রেখে তােমার ছােট বােন বা ভাইয়ের জন্ম দিনের অনুষ্ঠানের পরিকল্পনা ও বাজেট প্রণয়ন কর।

২। তােমার পরিবারের জন্য একটি ফাস্ট এইড বক্স তৈরি কর

৩। রােগীর কক্ষ পরিষ্কার পরিছন্ন রাখার প্রয়ােজনীয়তা ব্যাখ্যা কর।

৪। বয়:সন্ধিকালের পরিবর্তন সম্পর্কে জানা প্রয়ােজন কেন? এ সময় স্কুলের সাথে খাপ খাওয়ানােয় তুমি কী কী করতে পারাে?

৮ম শ্রেণির অ্যাসাইনমেন্ট কৃষি শিক্ষা

https://i.imgur.com/djC4M6q.jpg

সৃজনশীল প্রশ্ন: ১

সখিপুর গ্রামের মিনারা বেগম বাড়ির পাশের ৫ শতক জমির পুকুরে রুই, কাতলা, সিলভার কার্প ও কার্পিও জাতের মাছ চাষের উদ্যোগ নেন। এজন্য তিনি মৎস্য কর্মকর্তার পরামর্শ নিয়ে প্রয়ােজনীয় চুন, সার প্রয়ােগ করে পুকুর প্রস্তুত করেন।

ক) মিনারা বেগম পুকুরে কি পরিমাণ ইউরিয়া সার প্রয়ােগ করেছিলেন? নির্ণয় কর।
খ) মিনারা বেগমের উদ্যোগটি মূল্যায়ন কর।

২। পলিব্যাগে চারা তৈরী সুবিধাজনক কেন? ব্যাখ্যা কর।

ক) জি. এম. ফসল বলতে কি বুঝ?

খ) বাংলাদেশ ও ভিয়েতনাম এর কৃষির তুলনা কর।
ক) গ্রিন হাউস কৌশল বাস্তবায়নের শর্তগুলি লিখ?
খ) দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক ব্যাখ্যা কর।

৮ম শ্রেণির অ্যাসাইনমেন্ট বাংলাদেশ ও বিশ্বপরিচয়

৮ম শ্রেণির অ্যাসাইনমেন্ট তথ্য ও যােগাযােগ প্রযুক্তি

একজন ব্যক্তি সরকারের গৃহীত তথ্য ও যােগাযােগ ভিত্তিক সেবা থেকে কীভাবে সহযােগিতা পেতে পারেন? বিষয়টির একটি শিরােনাম দিয়ে (২৫০ শব্দের মধ্যে) একটি প্রবন্ধ লিখ।

প্রবন্ধে যা যা থাকবে:
ভূমিকা;
সেবাসমূহের তালিকা;
ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তিভিত্তিক সেবা প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্ব উপসংহার;

উত্তর দেখুন: ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তিভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা

৮ম শ্রেণির অ্যাসাইনমেন্ট ইসলাম ও নৈতিকশিক্ষা

https://i.imgur.com/1U3SjzO.jpg

১. ইসলামের সাথে ইমানের সম্পর্ক খুবই নিবিড়” কথাটি ব্যাখ্যা কর।
২. কপটতার নিদর্শন গুলাে কী কী?
৩. নবি-রাসুলের পার্থক্য বর্ণনা কর।
৪. হাশরের ময়দানে কয় ধরণের শাফায়াত কার্যকর হবে? ব্যাখ্যা কর।

 

I hope you are enjoying this article. Thanks for visiting this website.