প্রিয় সন্তানের সুন্দর একটি নাম রাখার ক্ষেত্রে প্রতিটা পিতা-মাতা প্রচুর পরিমাণে গুরুত্ব দিয়ে থাকে। আর এই কারণে পিতা-মাতারা সুন্দর একটি নাম রাখার পূর্বে আগে খুঁজে নামটির অর্থ কি? সেই সাথে আরও জানতে চায় যে নামটি ইসলামিক নাম কিনা। প্রতিটা পিতা মাতার দায়িত্ব বা কর্তব্য হলো প্রিয় সন্তানের জন্য সুন্দর এবং মিষ্টি একটি নাম রাখা।

যদি আপনি আপনার প্রিয় সন্তানের জন্য বৈশাখী নামটি রাখতে চান। আর যদি না জানেন যে, বৈশাখী নামের অর্থ কি? তাহলে আজকের এই আর্টিকেল থেকে বৈশাখী নামের অর্থ জানতে পারবেন। এছাড়াও এই আর্টিকেল থেকে আরো জানতে পারবেন, বৈশাখী একটি ইসলামিক নাম কিনা।

আশাকরি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন। তাহলে হয়তো আপনি খুব সহজেই বৈশাখী নামের অর্থ কি? ও বৈশাখী নামের ইসলামিক আরবী অর্থ ও জানতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক বৈশাখী নামের অর্থ কি? ও বৈশাখী নামটি ইসলামিক নাম কিনা!

বৈশাখী নাম কি ইসলামিক?

বৈশাখী নামটি আরবি ভাষায় কখনো উল্লেখিত না হলেও এটি একটি আধুনিক ইসলামিক নাম। মুসলিম প্রধান বাংলাদেশের অনেক মুসলিম সন্তানদের নাম বৈশাখী রাখা হয়। আর এই কারণে বলা যায় একটি মুসলিম নাম বা ইসলামিক নাম। আপনি যদি আপনার প্রিয় সন্তানের জন্য কিংবা আত্মীয় স্বজনের সন্তানের জন্য বৈশাখী নামটা রাখতে চান তাহলে রাখতে পারেন সমস্যা নেই। কেননা আমাদের বাংলাদেশ অনেক মুসলিম মেয়েদের নাম বৈশাখী রাখা হয়।

আরও দেখুনঃ আছিয়া নামের অর্থ কি?

বৈশাখী নামের অর্থ কি?

বৈশাখী সংস্কৃত শব্দ থেকে আগত। বাংলা ভাষায় বৈশাখী নামটির উৎপত্তি। বৈশাখী নামের বাংলা অর্থ হলো উৎসব বা কৃষকের অনুষ্ঠান। মূলত আমাদের বাংলাদেশে কৃষকরা একটা সময় তাদের ফসল মাঠ থেকে উত্তোলন করার পর একটি অনুষ্ঠানের আয়োজন করে থাকে। মূলত তাকে ই বৈশাখী বলা হয়ে থাকে। তবে আপনার সন্তানের নাম বৈশাখী রাখতে পারেন এতে তেমন কোন সমস্যা নেই। আর তাই আপনার প্রিয় সন্তানের জন্য চাইলেই আধুনিক ইসলামিক মুসলিম সন্তানদের জন্য বৈশাখী নামটি রাখতে পারেন।

বৈশাখী ছেলেদের নাকি মেয়েদের নাম?

বৈশাখী হলো মূলত মেয়েদের নাম। মেয়েরা সবচেয়ে বেশি বৈশাখী নামটি রেখে থাকে। তবে ছেলেদের নাম কখনো বৈশাখী রাখতে কোথাও দেখা যায়নি। এছাড়াও বৈশাখী নাম কখনো ছেলেদের রাখা ও হয় না। তাই আপনার প্রিয় সন্তানের জন্য অথবা পরিবার কিংবা আত্মীয় স্বজন এর মেয়ে সন্তানের জন্য বৈশাখী নামটি রাখতে পারে। একটি আধুনিক মুসলিম মেয়েদের নাম। খুব সুন্দর ও মিষ্টি একটি ইসলামিক নাম হলো বৈশাখী।

আরও দেখুনঃ সুমাইয়া নামের অর্থ কি?

বৈশাখী নামের বানান সমূহ

বিশ্বের বিভিন্ন ভাষায় বৈশাখী নামটি আলাদা আলাদা ভাবে লেখা যায়। কেননা প্রতিটা মুসলিম বিশ্বে মুসলমানদের ভাষা আলাদা আলাদা ধরনের হয়ে থাকে। আর তাই তাদের ভাষা আলাদা হওয়ার কারণেই নামটি ও তারা বিভিন্ন ভাষায় বানান করে থাকে। নিচে আমরা কয়েকটি ভাষায় বৈশাখী নামের বানান লিখে দিয়েছি। যদি আপনারা চান তাহলে এসব ভাষায় বৈশাখী নামটি লিখতে পারবেন।

বর্তমানে সবচেয়ে জনপ্রিয় কয়েকটি ভাষার দুটি নামের বানান এর মধ্যে উল্লেখযোগ্য হলো; আরবী ভাষায় বৈশাখী নামের বানান হলো (بيشخي), উর্দু ভাষায় বৈশাখী নামের বানান হলো (بیساکھی), ইংরেজি ভাষায় বৈশাখী নামের বানান হলো (Boisakhi), হিন্দী ভাষায় বৈসাখী নামের বানান হলো (बैशाखी)।

বৈশাখী নামের জনপ্রিয় দেশসমূহ

বৈশাখী নামটি মূলত মুসলিম বিশ্বের দেশগুলোতে খুব কমই রাখা হয়। শুধুমাত্র বাংলাদেশ ও পাকিস্তান সহ ভারতের মুসলিম মেয়েদের নাম বৈশাখী রাখা হয়। এছাড়া অন্যান্য মুসলিম দেশ গুলোতে বৈশাখী নাম তেমন রাখা হয় না বলা যায়। তবে আমাদের বাংলাদেশের অনেক মেয়েদের একটি জনপ্রিয় নাম হল বৈশাখী। আর তাই আপনি আপনার প্রিয় সন্তানের নাম চাইলে বৈশাখী রাখতে পারেন। বৈশাখী কিন্তু খুব সুন্দর মিষ্টি মেয়েদের জনপ্রিয় নাম।

 

জানতে ও জানাতে চাই।