বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য,

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জে ২০২৪-১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে। আগামী ১০ ও ১১ নভেম্বর এবং ১৭ ও ১৮ নভেম্বর আটটি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এ বছর আটটি ইউনিটে ৩১টি বিভাগে ৩০০১টি (বিদেশি শিক্ষার্থী ও কোটাসহ) আসনের বিপরীতে ৭৬ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ গোপালগঞ্জ শহরের সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সরকারি বঙ্গবন্ধু কলেজ, শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ, শেখ হাসিনা স্কুল অ্যান্ড কলেজ, হাজী লাল মিয়া সিটি কলেজ, বীণাপাণি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় এবং স্বর্ণকলি হাইস্কুল ‌ও কলেজে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার সময়সূচি:

১০ নভেম্বর ‘ডি’ ইউনিট সকাল ১০টা থেকে ১১টা ও ‘ই’ ইউনিট দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত।

১১ নভেম্বর ‘এফ’ ইউনিট সকাল ১০টা থেকে ১১টা ও ‘জি’ ইউনিট দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত।

১৭ নভেম্বর ‘এ’ ইউনিট সকাল ১০টা থেকে ১১টা ও ‘বি’ ইউনিট দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত।

১৮ নভেম্বর ‘সি’ ইউনিট সকাল ১০টা থেকে ১১টা ও ‘এইচ’ ইউনিট দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ভর্তি পরীক্ষা, আসন বিন্যাস ও আবাসন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrstu.edu.bd তে জানা যাবে।

I hope you are enjoying this article. Thanks for visiting this website.