সহকারী প্রকৌশলী (পুর) পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
আগামী ১৮ মার্চ থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। চলবে ৫ এপ্রিল পর্যন্ত। ৯ ফেব্রুয়ারি বুয়েটে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উর্ত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। পরীক্ষা অনুষ্ঠিত হবে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), বাপাউবো এর দপ্তর কক্ষ, ওয়াপদা ভবন (৩য় তলা), মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ ঠিকানায়। একই দিনে প্রার্থীদের সাক্ষাতকার এবং কম্পিউটারের ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে।
মৌখিক পরীক্ষার জন্য আলাদা প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্র এবং সব সনদের মূলকপি ও সত্যায়িত অনুলিপি সাথে আনতে হবে।