শিক্ষা সংবাদ,

আজ শুরু হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২০ শিক্ষাবর্ষের অনার্স ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আবেদন। মঙ্গলবার (৩০ জুলাই) রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বছরের ভর্তি পরীক্ষার তারিখ, মানবণ্টন ও আবেদন প্রক্রিয়া প্রকাশিত হয়েছে।

এবারও লিখিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে। আজ দুপুর ১২টা থেকে ২০ আগস্ট রাত ১২টা পর্যন্ত। http://admission. jnu.ac.bd ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে। প্রাথমিক আবেদনে সার্ভিস চার্জ পড়বে ১০০ টাকা।

চূড়ান্ত আবেদনের সুযোগ থাকবে ২৩ আগস্ট দুপুর ১২টা থেকে ২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। চূড়ান্ত আবেদনের সার্ভিস চার্জ ৬০০ টাকা। বিকাশ, রকেট, শিওরক্যাশ বা টেলিটকের মাধ্যমে শিক্ষার্থীরা সার্ভিস চার্জ প্রদান করতে পারবেন।

==================================

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২৪-১৯ ভর্তি বিজ্ঞপ্তি  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল  ওয়েবসাইটে প্রকাশিত হয় (https://www.jnu.ac.bd/)।

এতে বলা হয়েছে প্রাথমিক আবেদনের সময় ০৫-০৮-১৮ তারিখ বেলা ১২.০০ থেকে ২৭-০৮-১৮ তারিখ রাত ১২ টা পর্যন্ত । চলুন দেখে নেয়া যাক।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি  গুরুত্ত্বপূর্ন তারিখ ও সময়ঃ

প্রাথমিক আবেদনের সময়ঃ

০৫-০৮-১৮ তারিখ বেলা ১২.০০ থেকে ২৭-০৮-১৮ তারিখ রাত ১২ টা পর্যন্ত।

বাছাই কৃত শিক্ষার্থীদের ফি প্রদানের সময় কালঃ

৩১-০৮-২০২৪ বেলা ১২.০০ টা থেকে ১৫-০৯-২০২৪ তারিখ রাত ১২.০০ টা

ভর্তি পরীক্ষার সময়সূচীঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবেদনের ন্যূনতম যোগ্যতাঃ

যে সকল পরীক্ষার্থী ২০১৫ বা ২০১৬ সালে এসএসসি এবং ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ন তারাই কেবল মাত্র আবেদন করতে পারবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি  পরীক্ষা পদ্ধত্তি ও মানবন্টনঃ

মোট নাম্বার – ১০০ (লিখিত পরীক্ষা ৭২ এবং জিপিএ ২৮)

জিপিএ ২৮

এসএসসি * ২.৪ ও এইচএসসি * ৩.২০

লিখিত -৭২

ইউনিট -১  (বিজ্ঞান শাখা):

  • পদার্থ – ২৪
  • রসায়ন – ২৪ ,
  • গণিত/জীববিজ্ঞান – ২৪
  • মোট ৭২

ইউনিট – ২ (মানবিক শাখা):

  • বাংলা-২৪ ,
  • ইংরেজী – ২৪ ,
  • বাংলাদেশ ও সমসাময়িক বিশ্ব এবং সাধারন বুদ্ধিমত্তা – ২৪

ইউনিট-৩ (বানিজ্য শাখা):

  • হিসাব বিজ্ঞান – ২৪
  • ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা,ব্যসায় নীতি ও প্রয়োগ এবং গানিতিক বুদ্ধিমত্তা – ২৪
  • ভাষাজ্ঞান – ২৪

*প্রতিটি বিষয় থেকে ৬ টি করে মোট ১৮ টি প্রশ্ন থাকবে যার প্রত্যেকটির মান ৪।

*সঙ্গীত, চারুকলা ,নাট্যকলা, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মানবন্টন নিম্ন রূপঃ

  • এসএসসি জিপিএ * ৪ = ২০
  • এইচএসসি জিপিএ * ৬ = ৩০
  • ব্যবহারিক ও মৌখিক = ৫০
  • মোট ১০০ নম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়   আবেদন পদ্ধতিঃ

আবেদন হবে ২ ধাপে

 ১ প্রথমিক আবেদনঃ

এই ধাপে সবাই আবেদন করতে পারবে । কিন্তু আবেদন কারীদের ভিতর থেকে ৩০ হাজার জনকে পরীক্ষায় বসার সুযোগ দেয়া হবে। চলুন দেখি বিস্তারিত

ধাপ -২ বাছাই কৃত ৩০ হাজার জনের জন্যঃ

সঙ্গীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্ম ও টেলিভিশন বিভাগের জন্য আবেদন পদ্ধত্তিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ফী প্রদানের পদ্ধত্তিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়  ওয়েবসাইটঃ https://www.jnu.ac.bd/

জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ পরীক্ষা দেবার আগে যা যা জানা প্রয়োজনঃ

যেকোন প্রকার ডিভাইস আনা নিষিদ্ধ।

I hope you are enjoying this article. Thanks for visiting this website.