এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। সোমবার (৬ ফেব্রুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড থেকে বিষয়টি জানানো হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ডের আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ৮ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ দিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেয়া হবে। পরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে। দুপুর ১টার পর শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে।
প্রসঙ্গত, এবারের আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এবারে মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন। এরমধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এইচএসসি পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন।
এইচএসসি রেজাল্ট ২০২৩
পরীক্ষা : | এইচএসসি ও সমমান ২০২২ |
ফলাফলের তারিখ : | ৮ ফেব্রুয়ারি ২০২৩ |
পরীক্ষার্থী সংখ্যা : | ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন |
শিক্ষা বোর্ডের ফলাফল ওয়েবসাইট : | http://www.educationboardresults.gov.bd |
২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৩ (HSC Result 2023)
দেশের সকল শিক্ষা বোর্ডের ২০২২ সালের এইচএসসি-আলিম সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে।
২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের ৮ তারিখে, এইচএসসি সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এদিন ফলাফল প্রকাশের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি জ্ঞাপন করেছেন।
আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার গণমাধ্যমকে এইচএসসি ফলাফল প্রকাশের তারিখের বিষয়টি নিশ্চিত করেছেন।
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ৮ ফেব্রুয়ারি দিন প্রকাশ হতে পারে। ফল প্রকাশের সম্ভাব্য দিন উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। গত ১২ জুন শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের মতবিনিময় সভায় এ প্রস্তাব করা হয় বলে জানা গেছে।
এইস.এস.সি পরীক্ষার রেজাল্ট ২০২৩ দেখুন
মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বিকেলে বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য গত ৩ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠনো হয়। আগামী ১৩ ফেব্রুয়ারি মধ্যে ফল প্রকাশের জন্য আহ্বান জানানো হয়েছে।
জিয়াউল হক বলেন, নিয়ম অনুযায়ী প্রস্তাবিত দিন হিসেবে এইচএসসি পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব করা হয়েছে। সম্ভাব্য এই তারিখগুলোর মধ্যে যেদিন প্রধানমন্ত্রী সময় দিয়ে সম্মতি দেবেন, সেদিনই ফল প্রকাশ করা হবে।
নিয়ম অনুযায়ী ফল প্রকাশের দিন প্রথমে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি তুলে দেয়া হয়। এরপর সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরা হয়। একই সঙ্গে ফল প্রকাশ করা হয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। তবে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে থাকায় তার অনুপস্থিতিতে ফল প্রকাশ করা হয়। অবশ্য তিনি মুঠোফোনে ফল প্রকাশ অনুষ্ঠানে কথা বলেন।
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ৮ ফেব্রুয়ারি। ওইদিন সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি তুলে দেবেন। এরপর দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন।
এসএমএস (sms) এর মাধ্যমে এইচএসসির রেজাল্ট বের করার নিয়ম
রেজাল্ট প্রকাশের সময়ের পর থেকে শিক্ষার্থীরা SMS এর মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট জানতে পারবে [ HSC<space>বোর্ডের প্রথম ৩টি লেটার যেমন DHA <space> Roll <space> Year টাইপ করে পাঠাতে হবে 16222 নম্বরে ] অফিসিয়ালভাবে শিক্ষা বোর্ড রেজাল্ট প্রকাশের পরে তাত্ক্ষণিকভাবে শিক্ষার্থীদেরকে ফলাফল সরবরাহ করা হবে। SMS চার্জ হবে ২.৫৫ টাকা।
মেসেজ ফরমেটের উদাহরণ (ঢাকা বোর্ড হলে) : HSC DHA 123456 2022
এখানে DHA এর জায়গায় শিক্ষার্থী ঢাকা বোর্ড ছাড়া অন্য কোনো বোর্ড হলে সে বোর্ডের নামের ১ম ৩ অক্ষর লিখবে, আর 123456 এর জায়গায় রোল নাম্বার লিখবে।
শিক্ষা বোর্ডের জন্য কি-ওয়ার্ড সমূহ:
- ঢাকা – Dha
- বরিশাল – Bar
- চট্টগ্রাম – Chi
- কুমিল্লা – Com
- যশোর – Jes
- রাজশাহী – Raj
- সিলেট – Syl
- দিনাজপুর – Din
- ময়মনসিংহ – Mym
- মাদরাসা – Mad
- টেকনিক্যাল – Tec
এইচএসসি<>বোর্ড<>রোল<>সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে | সাধারণ শিক্ষা বোর্ডের জন্য |
এইচএসসি<>MAD<>রোল<>সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে | মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য |
এইচএসসি<>TEC<>রোল<> সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে | টেকনিক্যাল শিক্ষা বোর্ডের জন্য |
মাদ্রাসা বোর্ডের আলিম রেজাল্ট ২০২২
মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।
কারিগরি বোর্ডের এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা-ইন-কমার্স রেজাল্ট ২০২১
কারিগরি শিক্ষা বোর্ডের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি, মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল) ও ডিআইবিএস পরীক্ষার ফল ১৭ জুলাই দুপুরে সংবাদ সম্মেলনের পর থেকে পাওয়া যাবে। দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র/শিক্ষা প্রতিষ্ঠান (সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েব মেইল) এবং এসএমএস এর মাধ্যমে একযোগে প্রকাশ করা হবে।
এইচএসসির রেজাল্ট বা ফলাফল নিয়ে পরীক্ষার্থীদের সচরাচর প্রশ্নের উত্তর :
প্রশ্ন: আমি আমার রেজাল্টের বিস্তারিত কিভাবে জানতে পারব? অথবা, রেজাল্ট ঘোষণা হওয়ার পর আমি কিভাবে আমার রেজাল্ট জানতে পারব?
উত্তর: সাধারণ রেজাল্ট দেখার প্রক্রিয়ার মতই। ফিরতি SMS এ আপনি আপনার সম্পূর্ণ রেজাল্ট জানতে পারবেন।
উদাহরণ: ঢাকা বোর্ডের জন্য: HSC<space>dha<space>Roll<space>2022 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
এইচএসসি রেজাল্ট SMS ফরমেট
- > সাধারণ শিক্ষা বোর্ড:
- HSC<>বোর্ড<>রোল<>সাল এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে
- উদাহরণ: HSC DHA 123456 2022 টাইপ করে SMS পাঠিয়ে দিন 16222 নম্বরে
- > মাদ্রাসা বোর্ড:
- HSC<>MAD<>ROLL<>YEAR এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে
- > টেকনিক্যাল বোর্ড:
- HSC<>TEC<>ROLL<>YEAR এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে
প্রশ্ন: Push/Pull সার্ভিসের জন্য চার্জ কত লাগবে?
উত্তর: ২.৫৫/SMS (সকল চার্জ)
প্রশ্ন: আমি যদি ভুল রোল নম্বর দেই তবে কি আমাকে চার্জ দিতে হবে?
উত্তর: হ্যাঁ। প্রত্যেকবার রিকোয়েস্টের জন্য চার্জ দিতে হবে।
প্রশ্ন: এই সার্ভিসটির মাধ্যমে আমি কতবার রেজাল্ট নিতে পারি?
উত্তর: আপনি যতবার চান।
প্রশ্ন: আমি কখন রেজাল্টের বিস্তারিত (গ্রেড) জানতে পারব?
উত্তর: সাধারণত মূল রেজাল্ট প্রকাশের ২৪-৪৮ ঘণ্টা পর এটি প্রকাশ হয়।
প্রশ্ন: ডিটেইল রেজাল্ট রিকোয়েস্টের জন্য চার্জ কত লাগবে?
উত্তর: ২.৫৫/SMS (সকল চার্জ)
প্রশ্ন: রেজাল্ট সঠিক কি না আমি কিভাবে নিশ্চিত হতে পারি?
উত্তর: বাংলাদেশ শিক্ষা বোর্ড রেজাল্ট সরবরাহ করে এবং টেলিটক এই তথ্য সরবরাহের জন্য দায়বদ্ধ।
প্রশ্ন: প্রতিটি বোর্ড নামের কি-ওয়ার্ড কি?
উত্তর: বোর্ডের জন্য কি-ওয়ার্ড: ঢাকা-Dha, বরিশাল-Bar, চট্টগ্রাম-Chi, কুমিল্লা-Com, যশোর-Jes, রাজশাহী-Raj, সিলেট-Syl, দিনাজপুর–Din, ময়মনসিংহ–Mym, মাদ্রাসা–Mad, টেকনিক্যাল-Tec
(শিক্ষা বোর্ড যেকোনো সময় তারিখ পরিবর্তন বা স্থগিতের অধিকার সংরক্ষণ করে)
ওয়েবসাইটে এইচএসসি ফলাফল বা রেজাল্ট জানা যাবে শিক্ষা বোর্ডের এই সাইট থেকে : www.educationboardresults.gov.bd