medical ভর্তি তথ্য,

আর্মড ফোর্সেস মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২২ প্রকাশিত হয়েছে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ওয়েবসাইটে (www.afmc.edu.bd)। বিস্তারিত তথ্য নিম্নে দেওয়া হল।

Armed Forces Medical College Admission Notice 2022-19

বাংলাদেশ সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত সরকারি প্রতিষ্ঠান, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ এর দুইটি ক্যাটাগরী, এএমসি (আর্মি মেডিক্যাল কোর) ক্যাডেট ও এএফএমসি ক্যাডেট এবং বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বেসরকারি ০৫ (পাঁচ) টি আর্মি মেডিক্যাল কলেজসমূহে অনলাইন আবেদন প্রক্রিয়ায় ২০২২-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে ছাত্র/ছাত্রী ভর্তি করা হবে কলেজসমূহের বিস্তারিত তথ্য www.afmc.edu.bd ওয়েব সাইটে প্রকাশিত প্রসপেক্টাসে দেওয়া আছে।

আর্মড ফোর্সেস মেডিকেল ভর্তির গুরুত্ত্ব পূর্ন সময় ও তারিখঃ

আবেদন শুরুঃ ০৩ সেপ্টেম্বর ২০২২ সকাল ১০ঃ০০ টা
আবেদন শেষঃ ২১ সেপ্টেম্বর ২০২২ দুপূর ২ঃ০০ টা
ভর্তি পরীক্ষাঃ ১২ অক্টোবর ২০২২ শুক্রবার বিকাল ৩ঃ৩০ টা
ভর্তি পরীক্ষার ফলাফলঃ ১৮ অক্টোবর ২০২২ তারিখে আর্মড ফোর্সেস মেডিকেল এবং ০১ নভেম্বর ২০২২ তারিখে আর্মি মেডিক্যাল এর ফলাফল দেয়া হবে (www.afmc.edu.bd) ওয়েবসাইটে

আর্মড ফোর্সেস মেডিকেল ভর্তির ন্যূনতম যোগ্যতাঃ

১। শিক্ষাগত যোগ্যতাঃ
• এসএসসি/সমমান পাশঃ ২০১৫/২০১৬
• এইচএসসি/সমমান পাশঃ ২০২২/২০২২

আর্মড ফোর্সেস মেডিকেল ক্যাটাগরিতে ভর্তিচ্ছু প্রার্থী কে অবশ্যই এইচএসসি ও এসএসসি দুই পরীক্ষায় মোট জিপিএ ১০.০০ পেয়ে পাশ করতে হবে।

আর্মি মেডিকেল ক্যাটাগরিতে ভর্তিচ্ছু প্রার্থীকে অবশ্যই এইচএসসি ও এসএসসি দুই পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৯.০০ পেয়ে পাশ করতে হবে।তবে শুধু মাত্র উপজাতী কোটা থাকলে সেক্ষেত্রে দুই পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৮.০০ পেয়ে পাশ করতে হবে(প্রতি পরীক্ষাতে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে)

দুই ক্যাটাগরির ক্ষেত্রেই পরীক্ষার্থী কে এইচএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৩.৫০ পেতে হবে।

২। শারীরিক যোগ্যতাঃ
আর্মড ফোর্সেস মেডিকেল ক্যাটাগরির জন্যঃ মেডিক্যাল বোর্ড এর দ্বারা স্বাস্থ্য পরীক্ষায় উন্নীত হতে হবে।

আর্মি মেডিক্যাল ক্যাটাগরির জন্যঃ
পুরুষ (ন্যূনতম):

উচ্চতাঃ ৫ ফুট ৪ ইঞ্চি
ওজনঃ ৪৫.৪৫ কেজি
বুকের মাপঃ স্বাভাবিক- ৭৬ সেঃমিঃ সম্প্রসারিত-৮১ সেঃমিঃ
দৃষ্টি শক্তিঃ {± 1.5 D (spherical);<br /> ± 1.0 D (cylindrical)}

মহিলা (ন্যূনতম):

উচ্চতাঃ ৫ ফুট ২ ইঞ্চি
ওজনঃ ৪০.৯০ কেজি
বুকের মাপঃ স্বাভাবিক- ৭১ সেঃমিঃ সম্প্রসারিত-৭৬ সেঃমিঃ
দৃষ্টি শক্তিঃ {± 1.5 D (spherical);<br /> ± 1.0 D (cylindrical)}

৩।অন্যান্য যোগ্যতাঃ
• প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে,
• ০১ জুলাই ২০২২ তারিখে বয়স সর্বোচ্চ ২০ বছর হতে পারবে।

আর্মড ফোর্সেস মেডিকেল ভর্তি পরীক্ষা পদ্ধতিঃ

মোট নম্বরঃ ৩০০ ( পরীক্ষা ১০০ জিপিএ ২০০)

পরীক্ষার বিষয়ঃ

• পদার্থ ৩০ ,
• রসায়ন ৩০ ,
• জীববিজ্ঞান ৩০
• ইংরেজী ৫ ,
• সাধারন জ্ঞান ৫

পাশ মার্কঃ সব মিলিয়ে ৪০। আলাদা ভাবে পাশ করা লাগবেনা।

নেগেটিভ মার্কঃ প্রতিটি ভূল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫।

জিপিএ ২০০ নিম্নরূপঃ

এইচএসসি/সমমানঃ ১২৫ অর্থাৎ ( ৫ * ২৫ )

এসএসসি/সমমানঃ ৭৫ অর্থাৎ (৫ * ১৫)

পরীক্ষার্থী যদি পূর্বে মেডিক্যাল/ডেন্টাল পরীক্ষা দিয়ে থাকে সেক্ষত্রে তার ৫ মার্ক এবং পরীক্ষার্থি যদি মেডিক্যাল / ডেন্টালের ছাত্র বা ছাত্রী হয়ে থাকে সেক্ষেত্রে তার ৭.৫ মার্ক কাটা যাবে।

আর্মড ফোর্সেস মেডিকেল ভর্তির আবেদন প্রক্রিয়া ও অন্যান্য তথ্যাবলি জানতে ডাউনলোড করুন ভর্তি বিজ্ঞপ্তিটিঃ

I hope you are enjoying this article. Thanks for visiting this website.