সারা দেশে চলছে কঠোর লকডাউন। যে কারণে এখন জরুরি প্রয়োজনে বাহিরে যেতে হলে মুভমেন্ট পাসের প্রয়োজন হবে৷ কিন্তু মুভমেন্ট পাস আবেদন করার নিয়ম কানুন অনেকেই জানেন না। যার জন্য আবেদন করতে না পেরে জরুরি প্রয়োজন মেটাতে পারছেন না। আসলে মুভমেন্ট পাস আবেদন করার নিয়ম একবারেই সোজা।
আজকের টিউটোরিয়ালে আমরা এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব। তখন আর থমকে যাবে না বাহিরে যাওয়া৷ চলুন তাহলে দেখে নেই লকডাউনে জরুরি প্রয়োজনে বাহিরে যেতে হলে কীভাবে মুভমেন্ট পাস নিবেন।
মুভমেন্ট পাস পুলিশ গভ বড়
কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউয়ে দেশের অবস্থা মারাত্মক আকার ধারণ করায় সরকার বাধ্য হয়েই কঠোর লকডাউন দেয়। সীমিত করে দেওয়া হয় নাগরিকের জীবনযাপন। এখন কেউ চাইলেই বাইরে বের হতে পারবে না। তবুও জরুরি প্রয়োজন মেটাতে তো বাইরে যেতেই হয়। সেজন্য পুলিশ জরুরি প্রয়োজনের জন্য মুভমেন্ট পাস দিচ্ছে।
Movement Pass Police Gov Bd
এই মুভমেন্ট পাস নিয়ে আপনি নির্দিষ্ট সময়ের জন্য বাহিরে যেতে পারবেন। যারা মুভমেন্ট পাসের জন্য আবেদন করতে চান তাদের জন্য বিস্তারিত নিয়ম কানুন উত্থাপন করা হল।
জেনে রাখুন
- যাওয়ার সময় একটি ও আসার সময় একটি মুভমেন্ট পাসের প্রয়োজন হবে।
- একটি পাস একবারই ব্যবহার করা যাবে।
- পাসে উল্লেখিত কারণ ছাড়া অন্য কাজে বাহিরে যেতে পারবেন না।
মুভমেন্ট পাস আবেদন ফরম app
কীভাবে আবেদন করবেন
যদি জরুরি প্রয়োজনে বাহিরে যেতে হয় তাহলে প্রথমেই ভিজিট করুন
https://movementpass.police.gov.bd
*ওয়েবসাইটে ঢুকলেই দেখবেন “মুভমেন্ট পাসের আবেদন” নামে একটি লিংক আছে। সেখানে ক্লিক করুন।
*এরপরের ধাপে আপনার কিছু ব্যাক্তিগত তথ্য চাইবে। প্রথমেই ফোন নাম্বার দিতে হবে। তারপর “i am not robot” এর বাম পাশের বক্সে টিক চিহ্ন দিন।
*আপনি যে রোবট নন সেটা ভেরিফাই হলে সাবমিট বাটনে ক্লিক করুন।
*তখন যে পেজ আসবে সেখানে খালি ঘরে পরপর দুইবার আপনার জন্ম তারিখ লিখে সাবমিট বাটনে ক্লিক করুন।
*এরপরের পেজটা একটু বড়। ধাপে ধাপে সব বুঝিয়ে দিচ্ছি। কোথা থেকে যাবেন সে ঘরের নিচে লিখুন যেখান থেকে যেতে চান। নিচের ঘরে আপনার বর্তমান থানার নাম লিখুন। তারপর কোথায় যেতে চান সেটা লিখে যে জায়গায় যাবেন তার থানাটাও লিখে ফেলুন।
*আপনার লিঙ্গের পাশে টিক চিহ্ন দিন। সাথে বয়স কত সেটাও লিখুন। কী জন্য পাস লাগবে সেটার নিচে একটা ড্রপডাউন মেন্যু দেখবেন। সেখান থেকে আপনার বাইরে যাওয়ার কারণ সিলেক্ট করুন। এরপর আপনার পাসের তারিখ ও সময় সাথে সেটার মেয়াদও লিখুন।
*এ ধাপে আপনাকে সরকার কর্তৃক যে কোন আইডি কার্ড দেখাতে হবে। আপনি পাসপোর্ট/জাতীয় পরিচয়পত্র/ড্রাইভিং লাইসেন্স কী ধরনের ডকুমেন্ট দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করুন। এর নিচের ঘরে আপনার প্রদানকৃত আইডি কার্ডের নাম্বার লিখুন।
*পার্সোনাল গাড়ি নিয়ে বের হতে চাইলে সেখানে টিক চিহ্ন দিন। এরপরের ঘরে ড্রাগ করে আপনার একটি ছবি আপলোড করে “জমা দিন” বাটনে ক্লিক করুন। ব্যাস পেয়ে যাবেন আপনার মুভমেন্ট পাস।
মুভমেন্ট পাস নিয়ে বের হলে করণীয়
যদি আপনি মুভমেন্ট পাস নিয়ে বের হন তাহলে সাথে জাতীয় পরিচয়পত্র রাখুন। পুলিশ চেক করলে তাদেরকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করুন। উপযুক্ত কারণ ছাড়া বাইরে যাবেন না। মুভমেন্ট পাস থাকা সত্ত্বেও পুলিশ জরিমানা করতে পারে।
Movement Pass App Download Free (Police Gov BD)
শেষ কথা
করোনা মারাত্মক আকার ধারণ করেছে। তাই লকডাউনে সরকারের আদেশ মেনে চলুন। বাহিরে সব সময় মাস্ক পরিধান করুন। নিয়মিত হাত ধোবেন। আমাদের সচেতনতাই পারে করোনাকে রুখে দিতে। করোনা থেকে বাচতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। মুভমেন্ট পাস নিয়ে অহেতুক বাহিরে যাবেন না।
আশা করি আপনাদের সামনে মুভমেন্ট পাস আবেদন করার নিয়ম নিয়ে সবকিছু ক্লিয়ার করে দিতে পেরেছি।