Alim Exam 2024 syllabus has been published by the NCTB. This year national education board has been decided to take assignments instead of taking direct exams, due to the pandemic situation. Participants of the Alim exam 2024 will have to submit some assignments. These assignments will evaluate as Rubix comprehensive report. Students of the Bangladesh Madrasah education board have to complete all the assignments. Here we will provide you with Alim assignment Question & Answer.
Check also: Dakhil Assignment Answer
Marks Distribution of Alim Assignment
The authority has provided all the details of how the marks will be distributed based on different subjects. If you are willing to know the mark distribution for the assignment, you need to look at the table provided here:
Number range | Comments |
16-20 | Best |
11-15 | Better |
6-10 | Good |
5-below than 5 | Needs improvement |
- In the first phase, Madrasah students have to submit seven assignments on individual subjects- Bangla, English, Economics, Physics, Accounting, Logic, Politics, and good governance.
- In the first week, students have to submit four subjects: Bangla, Physics, Economics and Politics, and good governance. Students need to submit the soft copies of this assignment.
Alim Bangla 1st Paper Assignment
Alim Bangla 1st paper assignment will be based on the story ‘aparichita’. The authority has provided the clear instructions regarding your assignment on this subject. Here, we will discuss Bangla questions and answers along with Alim assignment Question & Answer.
Alim Bangla 1st Paper Assignment Answer
অ্যাসাইনমেন্টঃ ‘অপরিচিতা’ গল্প এবং বাস্তব দৃষ্টান্তের ভিত্তিতে নারীর এগিয়ে চলার পথে সহায়ক ভূমিকা চিহ্নিতকরণ;
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
১. ‘অপরিচিতা’ গল্প অনুসরণে কল্যাণীর সংকট এবং এ থেকে বেরিয়ে আসার জন্য তার দৃঢ়চেতা মনােভাবের পরিচয়।
২. অনুপম এবং অন্যদের ভূমিকা ইতিবাচক হলে কল্যাণীর জীবন কেমন হতে পারত, এর বিবরণ।
৩. বাস্তব অভিজ্ঞতা থেকে চেনা/জানা কোনাে নারীর এগিয়ে চলার পথে প্রতিবন্ধকতাগুলাে নির্দিষ্টভাবে চিহ্নিত করা।
৪. পঠিত গল্প ও চেনা/জানা ঘটনার পরিপ্রেক্ষিতে নারীর এগিয়ে চলার পথে সহায়ক ভূমিকাগুলাে চিহ্নিত করা।
৫. শব্দপ্রয়ােগ, বাক্যগঠন, বানান, বিরামচিহ্ন যথাযথ রাখা।
Alim Civics Assignment 1st Paper Answer
All the Alim assignment Question & Answer is here to help you according to your assignment. Here is the Political and Good Governance assignment 1st paper question and answer. Click the link below to see all the questions and answers. According to your textbook, Civic knowledge must be applied to prepare the best answer to your assignment.
Alim Civics Assignment 1st Paper Answer
এসাইনমেন্ট এর শিখনফলঃ ১. পৌরনীতির ধারণা বর্ণনা করতে পারবে, এবং ২. পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ বর্ণনা করতে পারবে।
অ্যাসাইনমেন্টঃ নাগরিক সভ্যতার ক্রমবিকাশে পৌরনীতি ও সুশাসনের ধারণা বিশ্লেষণপূর্বক একটি নিবন্ধ রচনা কর।
নির্দেশনা/সংকেতঃ ১. পৌরনীতি ও সুশাসনের ধারণা ও পরিধি, ২. সুশাসনের বৈশিষ্ট্য পৌরনীতি ও ৩. সুশাসনের ক্রমবিকাশ;
Alim Economics 1st Paper Assignment
Alim Economics question and answer is here below the link. Please click here to see all the Alim assignment Question & Answer. Here in the Economics question, a problem has been given to sort out. Students have to answer this question according to their textbook. The best answer will be awarded the best grade.
Alim Economics 1st Paper Assignment Answer
অ্যাসাইনমেন্টঃ হাওর এলাকার কৃষক সালামত সাহেবের একখন্ড জমিতে ধান ও গম উৎপাদনের নিন্মরূপ বিকল্প সম্ভাবনা অনুসৃত হয়েছে।
যেমন: ধান উৎপাদন যখন ১৬, ১০ ও ০ মন হয়, তখন উৎপাদন হয় যথাক্রমে ০, ১০, ও ১৬ মন। প্রাপ্ত তথ্যের আলােকে উৎপাদন সম্ভাবনা রেখার অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ কর।
শিখনফল ও বিষয়বস্তুঃ (প্রথম অধ্যায়ঃ মৌলিক অর্থনীতির সমস্যা ও এর সমাধান)
২. উৎপাদন সম্ভবনা রেখা অঙ্কন; ৩. নির্বাচনজনিত সমস্যার পরিপ্রেক্ষিতে মৌলিক অর্থনৈতিক সমস্যাসমূহ চিহ্নিতকরণ; ৮. মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে বিভিন্ন অর্থব্যবস্থার সাদৃশ্য ও বৈসাদৃশ্য নির্ণয় করতে পারবে;
Alim Physics 1st Paper Assignment
Including all the Alim assignment Question & Answer, here is the Alim Physics 1st paper assignment for your assistance. Click to see the answers below. There is a math to solve in the Physics assignment.
Alim Physics 1st Paper Assignment Answer
তুমি 20 ms-1 বেগে একদম খাড়াভাবে একটি 400 gm ভরের ক্রিকেট বল উপরের দিকে ছুড়ে মারলে।
(ক) বলটির বেগ নাম সময়ের গ্রাফ আঁকো।
(খ) গতিপথে সর্বোচ্চ বিন্দুতে বলটির বেগ কত।
(গ) ঐ বিন্দুতে ত্বরণ কত?
(ঘ) ঐখানে ক্রিকেট বলটির উপর ক্রিয়ারত মােট বল কত?
(ঙ) Fig-1 এ 1.5 kg ভরটি একটি টেবিলের উপর স্থির অবস্থানে আছে। 2 kg ভরের আরেকটি ভর একটি অসম্প্রসারণশীল সূতা দিয়ে ঝােলানাে হলাে। টেবিল ও 1.5 kg ভরের মাঝে ঘর্ষণ গুণাঙ্ক 0.2
(১) ভরদ্বয়ের ত্বরণ কত? সুতাটি অসম্প্রসারণশীল না হলে তােমার উত্তরের কী পরিবর্তন হতাে? (২) সূতার টান কত? (৩) 2 kg ভরের সরণ বনাম সময় গ্রাফ আঁকো?
Due to the pandemic situation students are not been able to go to their educational institutions for a long time. For more than a year, all the educational institutions are being shut down. In this situation, studies have been hampering a lot. That’s why the education board has decided to take assignments instead of taking direct exams. This way outbreak of coronavirus will reduce.
Conclusion
All the Alim assignment Question & Answer are given here with the notice of the assignment. All the answers will be evaluated according to rubix assessment system. Students have to prepare the best answer for a better grade.